বাঁচতে পারবো না তোমাকে ছাড়া

বাঁচতে পারবো না তোমাকে ছাড়া

শুক্রবার আজ অফিস বন্ধ তাই নীলয় ভেবেছিলো একটু শান্তিতে আজ সকাল ১০/১১ টা পর্যন্ত ঘুমিয়ে কাটাবে,,,,,কিন্তু যার ঘরে এই রকম পাগলী আছে তার কি কোন অধিকার আছে নিজের ইচ্ছার,,,,””?

~নিঝুম- এই উঠো,,
~লীলয়- ()
~তুমি কি ভাবছো ঘুমাবা,,?
~হুম,,,,””
~না ঘুমাতে পারবা না উঠো,,
~না,,,,””
~না কি,,?
~উঠবো না ঘুমাবো,,,,””
~উঠতে তো তোমাকে হবেই,,
~কেনো,,,,””?
~আমার দরকার আছে,,
~কি,,,,””?

~উঠে তার পর বলছি,,
~আজ অফিস ছুটি তাই প্লিজ একটু ঘুমাতে দাও,,,, “”
~দিবো না,,,,,,আর তুমি কি ভুলে গেছো,,?
~কি,,,, “”
~সত্যিই তোমার মনে নাই,,?
~আজ কি তোমার জন্মদিন,,,, “”?
~না,,
~তাহলে আমার জন্মদিন,,,, “”?
~না,,

~ওহ তাহলে বুঝছি,,,,””
~কি,,?
~বলব না,,,,””
~বলতে হবেই বলো কি,,?
~তাহলে কি আমি বাবা হতে যাচ্ছি,,,,””
~ওই ফালিজ এই সব কিছুই না,,
~তাহলে কি,,,,””?
~আজ থেকে ঠিক ৩ বছর আগে এই দিনে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিলো তোমার খাওয়াতে ভাইয়ের বিয়েতে,,

~ওহ,,,,,কেনো যে সেদিন দেখা হয়েছিলো,,,,””
~ওই কি বললা,,?
~না কিছু না,,,,””
~ওই দিনের পর থেকে তো আমার পিছে কম ঘুরোনি, তোমার কস্ট দেখে একটা সুযোগ তখন দিয়েছিলাম,,
~হুম তখন ছিলো সেটা আমার জিবনের বড় ভুল,,,,””
~ঠিক আছে তাই যদি হয় তাহলে আজ থেকে তুমি তোমার মতো আমি আমার মতো থাকব,,
~এই আমার পাগলীটা রাগ করছে,রাগলে না তোমাকে অসম্ভব সুন্দর লাগে,,
~থাক আর পাম দেয়া লাগবে না,,,,তুমি উঠে ফ্রেস হয়ে নাস্তা খেয়ে রেডি হয়ে নাও আমরা আজ সারাদিনের জন্য ঘুরতে বের হবো,,
~আচ্ছা,,,,””

নীলয় আর নিঝুম তাদের সর্ম্পক স্বামী স্ত্রীর ৩ বছর আগে একটা বিয়ে বাড়িতে তাদের দুজনের প্রথম দেখা,,তার পর দুজনের পরিচয় হয় সেদিন সেখানেই,তার পর বন্ধুক্ত, যদি ও তাদের দুজনের বন্ধুক্তে শুরুটা হয় নীলয়ের ইচ্ছায়,,,,,,,বেশ কয়েক মাস থাকে তাদের বন্ধুক্ত এই কয়েক মাসে ভালো লেগে যায় তাদের দুজনকে দুজনার,,সেই ভালো লাগা তার পর ভালোবাসা,,,,,,,২ বছর পর নীলয় তখন মাত্র ৩ মাস হয়েছে একটা ব্যাংকে একটা চাকুরী পেয়েছে,বেশ ভালোই চলছিলো তাদের সর্ম্পকের মান অভিমারের ভিতর তাদের ভালোবাসা আরো গভীর হতে থাকে দিন দিন,এর ভিতর হঠাৎ করে তাদের দুজনের সর্ম্পকের কথা যেনে যায় তাদের দুজনের পরিবার, নীলয় আর নিঝুম তাদের দুইজনের পরিবারই ছিলো বেশ প্রভাব শালি,তখন নেমে আশে তাদের মেলা মেশায় বিধি নিষেধ,পরিবারের সব চাপ এসে পরে তখন নীলয় আর নিঝুমের সর্ম্পকের উপর, কিন্তু তারা দুজন তখন সেই চাপের কাছে হার না মেনে জয় করছে তাদের ভালোবাসাকে,,,,,

নিজেদের মতো করে দুজন তাদের পরিবারকে বুঝাতে চাইলে ও তখন তাদের পরিবার তাদের দুজনের ভালোবাসার সর্ম্পক মেনে নিতে রাজি হয়নি,এর পর একদিন হঠাৎ নীলয় আর নিঝুম পারিয়ে বিয়ে করে তার পর তারা দুজন পরিবারের সামনে যেয়ে দাঁড়ায় তখন তাদের সাহস আর ভালোবাসার কাছে হেরে মেনে নিতে বাধ্য হয় দুই পরিবার,এর পর বিশাল আয়োজনে বিয়ে হয় তাদের দুজনের,,,,,,,”” ঘুরে ঘুতে বিকাল তখন নীলয় আর নিঝুম দুজনে বসে আছে একটা নদীর পাশে,নীলয়ের ডান হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে নিঝুম,,,,,,

~নিঝুম- নীলয়,,?
~নীলয়- হুম,,,,””?
~এই ভাবে ধরে রাখবে আমার হাত সারাজীবন,,
~হ্যা,,আমি রাখি,,,,,
~মোটে ও না সব সময় আমিই রাখি,,,,সেদিনের কথা তুমি ভুলে গেছো,,?
~কোন দিন,,,,”‘?
~আমাদের বিয়ের আগে যখন আমাদের পরিবারের চাপে আমাদের সর্ম্পক হয়ে যাচ্ছিলো তখন আমিই বলছিলাম যে চলো আমরা পালাই,,

~হুক বলছিলাম তো,,,,””
~একদম মিথ্যা বলবা না,তুমি সেদিন প্রথমে ভয় পাইছিলা তার পর আমি যখন জোরাজুরি করালাম তার পর তুমি রাজি হয়েছিলা,,
~তাতে কি,,? তুমি তখন সাহস না দেখালে আমি দেখাতাম,,আর আমি কি তোমাকে ছাড়া থাকতে বা বাঁচতে পারব,,,,””?
~না,,,,,আমি ও তো তোমাকে ভালোবাসি নিজের থেকে ও বেশি,,
~হুম সব জানি,,,,””

তাদের এই ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল, তাদের সব স্বপ্ন যেনো হয় দুজনের চোঁখে এক সাথে দেখা,বেঁচে থাকুক তাদের এই ভালোবাসা তাদেরকে ঘিরে,,,,,,””

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত