ভালোবাসার চাদর

ভালোবাসার চাদর

লাগবে না।

আমি সুপ্তির গায়ে চাদরটা জড়িয়ে দিতেই সুপ্তি কথাটি বললো।
মেয়েটা বেশ রেগে আছে।তবে মুখ দেখে তা বোঝার উপায় নেই।

আমাদের বিয়ের কিছুদিন পরেই সুপ্তির বাবা মারা যায়।আর সুপ্তির মা যখন মারা যায় তখন সুপ্তির বয়স ছয় কি সাত।
সুপ্তির বাবা মারা যাওয়ার পর মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে।

বাসায় সবসময় একাই থাকে।তাই ওকে বলেছিলাম আজ বাইরে কোথাও ঘুরতে যাব।কিন্তু অফিসের কাজে সব ভুলেই গিয়েছিলাম।
বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো।এদিকে মেয়েটা অপেক্ষায় ছিল কখন আমি আসবো আর কখন বের হবো।ওর ঘুরতে বেশ ভালই লাগে।

আমি ফ্রেশ হয়ে এসে দেখি মেয়েটা নেই।আরে কোথায় গেলো।পুরো ঘরের কোথাও খুজে পেলাম না।
হয়তো ছাদে গেছে।ওর মন খারাপ থাকলে ছাদে চলে যায়।হয়তো আকাশ দেখে না হয় রাতের অন্ধকারে ডুবে থাকে।

মেয়েটা একটু অভিমানী। এইতো কিছুদিন আগের কথা।অফিস ছুটি থাকায় বেশ রাত করেই ঘুমিয়েছিলাম।তাই সকালে উঠতেও বেশ দেড়িই হলো।
ঘুম ভাঙলো দশটার একটু পর।কিন্তু আশে পাশে সুপ্তিকে দেখতে পেলাম না।

প্রতিদিন তো সকালে ডেকে দিয়ে চা দিয়ে নাস্তা বানাতে যায় আজ আবার কি হলো।ভুলে গেলো নাকি।
আমি রুম থেকে বের হতে যাব তখনি দেখি টেবিলের উপর চায়ের কাপ রাখা।তবে দেখে মনে হচ্ছে অনেক আগের বানানো।

একদম ঠান্ডা হয়ে আছে।তার মানে সুপ্তি তাহলে এসেছিল।

রুম থেকে বের হয়েই দেখি মেয়েটা খাবার টেবিলে বসে আছে।তবে সামনে খাবার রেখেও খাচ্ছে না।আমি সুপ্তির পাশে গিয়ে বললাম,
-আজ ডেকে দিলে না।
-ডেকেছিলাম তুমি উঠো নি।
এই রে।সুপ্তি কথাটা একটি রেগেই বললো।তার মানে ও ঠিকই ডেকেছে, চা ও দিয়েছে কিন্তু আমিই ঘুমে ছিলাম।আমি সুপ্তিকে বললাম,
-খাচ্ছ না যে।
-তোমাকে ছাড়া কোনদিন খেয়েছি।
সুপ্তির কথায় আমি আর কিছু বললাম না।কিই বা বলবো।মেয়েটা এরকমই। একটু অভিমানীও বটে।

সেদিনের পর আমাকে তিন দিন সকালে ডেকে দেয়নি।যার ফলে উঠতেও দেড়ি অফিসে যেতেও দেড়ি।
“”
আমি ছাদে গিয়ে দেখি মেয়েটা এককোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে।এদিকে বেশ শীতও পড়েছে।

আমি কাপতে কাপতে সুপ্তির পেছনে গিয়ে দেখি মেয়েটাও শীতে কাঁপছে। কিন্তু কিছু বলছে না।বেশ ভালই রেগে আছে।

লাগবে না।

আমি আমার গায়ের চাদরটা সুপ্তির গায়ে জড়িয়ে দিতেই খুব রেগেই কথাটি বললো।

আমি আবার চাদরটা জড়িয়ে দিতেই সুপ্তি এবার একটূ জোরেই বললো,
-বললাম তো লাগবে না।দরদ দেখাতে আসছে।
-আমার সাথে কথা না বলো চাদরটা তো জড়িয়ে নাও।ঠান্ডা লেগে যাবে।
-লাগুক তাতে তোমার কি?
আমি এবার কিছু না বলে সুপ্তির গায়ে চাদরটা জড়িয়ে দিলাম।মেয়েটা শীতে একদম কুকড়ে গেছে।

আমি কিছু না বলেই সুপ্তির পাশেই দাঁড়িয়ে রইলাম।এদিকে আমারও কাপাকাপি অবস্থা।

সুপ্তি একমনেই দাঁড়িয়ে এই শীত অনুভব করছে আর আমি শীতে কাঁপছি।

এদিকে আসো।

আমি সুপ্তির কথায় কিছু বললাম না।সরলাম ও না।সুপ্তি আবারও বললো,
-বীর পুরুষ আসছে আমার।আসো চাদরের ভেতরে আসো।
সুপ্তি কথাটি বলেই চাদরটা একটু ছড়িয়ে ওর বাহুতে আমাকে আবদ্ধ করে নিল।

আহ।এখন বেশ ভালই লাগছে।এক চাদরে আমরা দুই জন। মেয়েটা আমাকে একদম শক্ত করেই জড়িয়ে আছে।

আর আমাদের ঢেকে রেখেছে ভালবাসার চাদর।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত