উগ্র ভালবাসা

উগ্র ভালবাসা

আমি যখন লিখাপড়া শেষ করে প্রায় এক বছর আজাইরা বসে বসে দিন কাটাতে লাগলাম বাবার মাথায় তখন আমাকে বিয়ে করানোর চিন্তা ঘুরপাক খাচ্ছে। চিন্তা করতে করতে বোরহান আংকেলের মেয়ের সাথেই ফিক্স করে ফেললেন। বোরহান আংকেল আর বাবা ক্লাসমেট ছিলেন। উনি এখন কয়েক টা কোম্পানীর মালিক আর আমার বাবা ওরকম কোনো অফিসের ম্যানেজার। বিয়েতে যখন অমত দিলাম না তখন বাবা আমার উপর আরেকটা ভার চাপিয়ে দিলেন। উনি বললেন…

-বেকার ছেলের কাছে ওরা বিয়ে দিবে না। আমি হেসে বললাম…
-কোনো বাবা মা-ই দিবেনা তাদের মেয়েকে বেকারের কাছে বিয়ে।
-গর্দভের মতো হাসবা না। বাবার ধমক শুনে চুপ করে ছিলাম। তারপর উনিই বলে উঠলেন…
-সাবিহাদের কোম্পানীতে তোমার চাকরী ঠিক করা হয়েছে।
-সাবিহা কে??
-গর্দভ। তোমার বোরহান আংকেলের মেয়ে। চিন্তা করো না। সাবিহা নিজেই এমডি।

ঠিক এই কথাটা শোনার পর আমার আপত্তি হলো। সাবিহাদের কোম্পানীতেই কেন চাকরী করতে হবে? চাকরী যখন করবো অন্য কোম্পানী গুলোতেই করবো। ওখানে আমার হবু বউ থাকবে এমডি আর আমি হলাম সামান্য এক কর্মচারী। ব্যাপারটা কেমন যেন হয়ে গেলো না?? বাবাকে বুঝানোর চেষ্টা করেও বুঝাতে পারলাম না। উনার কথাই মানতে হবে আমার। অফিসে জয়েন করার পর থেকে আমার জীবনের সবচেয়ে দুর্বিষহ সময় কাটাতে লাগলাম। অফিসের সব কিছুই অন্য সবার থেকে আলাদা নিয়মে চলতে লাগলো। কলিগদের সাথে কথা বলা,এক সাথে লাঞ্চ, আড্ডা দেওয়া কিছুই হয়ে উঠছিলো না আমার। আসলে সব কিছুতেই দেয়াল হয়ে ছিলো সাবিহা। ও সব সময় বলতো…

-সাজিদ তুমি আমার ফিয়ন্সি। এই অফিসের সবার সাথে আড্ডা দেওয়া, ওদের সাথে ক্যান্টিনে বসে লাঞ্চ করাটাও মানাবে না। যদিও ওরা জানেনা তুমি আমার ফিয়ন্সি তবে আমার দেখতে খারাপ লাগবে ব্যাপারটা। তুমি হয়ত বুঝতে পারছো আমি কি বলছি। তারপর থেকে কলিগদের সাথে কথা বলি না নিজ থেকে আর কলিগরাও আমার ভাব দেখে নিজে থেকে কথা বলতেও আসে না আর। তারা হয়ত ভাবছে আমি খুব ভাব দেখাচ্ছি,হিংসা করি ইত্যাদি। আজ সকালে নাস্তা খাওয়ার সময় বাবাকে যখন বললাম…

-বাবা আমি বিয়ে করতে পারবো না ওকে। তখন বাবা বলল…
-কাকে করবে?
-সেটা পরে দেখা যাবে।
-পরে না। তোমার যদি কোনো পছন্দ থাকে তো বলো।

আর যদি না থাকে তাহলে সাবিহাকে বিয়ে করতে হবে। এটাই আমার শেষ কথা। জোর করে কোনোকিছু চাপিয়ে দিলে সেটা মাথার ভারী বোঝা হয়ে যায়। আমার কাছে এখনি সাবিহাকেও বোঝার মতো লাগছে।সেটা কেন লাগছে তা বলাও মুশকিল হয়ে যাচ্ছে। কারণ গুলো আমি বুঝলেও অন্য কাউকে বুঝাতে পারছিলাম না। আমি খাওয়াদাওয়া রেখেই চলে আসলাম অফিসে।

অফিসের সবাই যখন আমার দিকে অন্যরকম ভাবে তাকায় সেটা আমার কাছে অস্বস্তিকর লাগে। আমি সেটা এভয়েড করার জন্য কারো দিকে তেমন করে খেয়াল করি না তবুও অস্বস্তিদায়ক অবস্থার অবসান হয় না। আজ সারাদিন আমার মধ্যে অন্যরকম একটা হ্যাপিনেস বিরাজ করছিলো আর সেটার কারণ হলো সাবিহা অফিসে আসেনি। তাই আজ সারাদিন যা ইচ্ছা করেছি অফিসে। সবাই চলে যাওয়ার পর ও বাসায় গেলাম না। আজ ইচ্ছা করছে না। বাবা মা হয়ত টেনশন করবে।

একটা কল দিয়ে বলে দিবো “আমি আজ অফিসেই থাকবো??” কল দিলাম মাকে। তারপর কথা বলে যখন ফোনটা রাখলাম খেয়াল করলাম একজন মেয়ে অফিসে এখনো আছে। রাত তখন সাড়ে নয়টা। কিছুক্ষণ পর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হওয়ার সময় যখন বাতাস বয়ে যায় তখন শো শো একটা আওয়াজ হয়। ঐ আওয়াজটা আমি বেশ উপভোগ করি। ভাবলাম কষ্ট করে আজ থেকেই যাই অফিসে কিন্তু অফিসে এত রাত পর্যন্ত একজন আছে এখনো। আসলে শহর এলাকায় এই সময়টা তেমন রাত না। তবে বৃষ্টি হলে রাত ঘড়ির কাটার চেয়ে বেশি দ্রুত চলে আসে। কেমন যেন ঘোর অন্ধকার বিরাজ করে। থমথমে ভাব চারদিকে।

একটু পর খেয়াল করলাম যে, মেয়েটা এখনো আছে। উনি কি যেন কাজ করেই যাচ্ছে। তারপর আমি কিছু না বলে বৃষ্টি দেখতে জানালার পাশে দাঁড়ালাম। কিছুক্ষণ পর আবার যখন গেলাম মেয়েটা আছে কি না দেখতে ঠিক তখনো মেয়েটা সেই আগের মতোই কাজ করেই যাচ্ছে। এত রাত হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি ও হচ্ছে সেদিকে কোন খেয়াল নেই। আমি মেয়েটার সামনে গিয়ে বললাম…

-এই যে মিস মেয়েটা কীবোর্ড এ আঙ্গুল চালানো বন্ধ করে বলল…
-মিস দিপা।
-হুম। মিস দিপা আপনি বাসায় যাবেন না??
-হুম যাব।
-বাইরে বৃষ্টি হচ্ছে কখন যাবেন?? কথাটা শুনে চমকে মেয়েটা চেয়ারে বসা থেকে দাঁড়িয়ে বলল…
-বৃষ্টি মানে?? কখন শুরু হলো??
-অনেকক্ষণ। আর রাত সাড়ে নয়টা বেজে গেছে।
-আপনি আমাকে ডেকে বলবেন তো বৃষ্টি হচ্ছে বাইরে। এতক্ষণ পর এসে বলছেন। আজব তো আপনি।

মেয়েটার কথা শুনে আমি খুব অবাক হলাম। আমাকেই উলটো ঝাড়ি মেরে দিলো। আমি চুপচাপ সেখান থেকে হেঁটে গিয়ে আমার ডেস্কে এসে বসলাম। মেয়েটার কথা গুলোর জবাব দেইনি কারণ আমি তর্ক করতে পারব না। এখানে যুক্তির দিক বিবেচনা করলে আমাদের কথোপকথন টা অন্য রকম হতো। যেমনঃ

-মিস দিপা বাসায় যাবেন না?
-জ্বী যাবো।
-বাইরে খুব বৃষ্টি হচ্ছে।
-বৃষ্টি মানে?? কখন শুরু হলো?
-অনেকক্ষণ। এটা শুনে মেয়েটা হাত ঝাঁকিয়ে বলতো…
-আমি এখন কিভাবে বাসায় যাবো? আমাকে একটু গাড়িতে উঠিয়ে দিয়ে আসবেন প্লিজ?? প্লিজ?

আমি তখন খুব যত্নের সহিত ওনাকে হেল্প করতাম। কিন্তু উনি আমার দিকে উল্টো যুক্তি ছুড়ে দিয়েছেন। যারা উল্টো যুক্তি দিয়ে কথা বলে তাদের সাথে কথা বললে বিতর্ক হবে। আমি এখন বিতর্কে যেতে চাই না। রাত দশটা বৃষ্টি বেড়েছে এবং বজ্রপাত ও হচ্ছে। মেয়েটা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর হাতের নখ কামড়াতে কামড়াতে চোখের পানি ফেলছে। মনে হচ্ছে নখ ঝাল। আর সেই ঝাল মেয়েটা সহ্য করতে না পেরে চোখের পানি ফেলছে। আবার হতেও পারে মেয়েটার নখে পেয়াজের মতো এসিড আছে। যার কারণ ওর চোখ থেকে পানি পরছে। যদি ওর হাতের নখ সত্যিই এরকম হয়ে থাকে তাহলে ওর হাতের আঙ্গুল নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হবে।পত্রিকাতে বড় বড় করে শিরোনাম আসবে, “আঙ্গুল ফুলে পেয়াজ”। বাংলার প্রবাদে এই বাক্যটা “আঙ্গুল ফুলে কলাগাছ” কিন্তু সাংবাদিকরা পাঠকদের মনোযোগ লাভের জন্য কলাগাছের জায়গায় দিবে পেয়াজ।

-এই যে শুনুন। দিপা হঠাৎ আমাকে ডাকলো আমি শুনেও না শুনার ভান ধরে রইলাম। ও জানালার কাছ থেকে আস্তে আস্তে হেঁটে এসে বলল…

-আম সরি। আসলে খুব ভয় পেয়ে গেছিলাম তো।
-হুম
-আসলে বৃষ্টি কমে গেছে।
-তো??
-আসলে আপনি কি একটু আমাকে আমার বাসায় দিয়ে আসতে পারবেন?
-আমার কাজ আছে অনেক।

মেয়েটা কি যেন ভেবে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। এত রাতে মেয়েটাকে একা ছাড়াটা ঠিক হবে না। তাই পিছন পিছন গেলাম। মেয়েটা গেটে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। আমি পিছন থেকে বললাম…

-এত রাত পর্যন্ত অফিস করার দরকার কি?? মেয়েটা আমার কথার কোনো উত্তর দিলো না। আমি আবার বললাম…
-আমি কি বললাম শুনেছেন??
-আপনার কাজ রেখে এখানে আসার দরকার কি?? আপনি নিজের কাজ যান। আর আমার যতক্ষণ ইচ্ছা কাজ করবো। কথাগুলো ধমক দিয়েই বলল। আমি বললাম…

-সরি।

মেয়েটা আমার দিকে কিভাবে যেন তাকালো। তারপর গাড়ির জন্য অপেক্ষা না করে বেরিয়ে পড়লো। আমিও পিছন পিছন হাটঁতে লাগলাম। তারপর একটু যেতেই একটা রিক্সা পাই। দিপা সেটাতে উঠলো। আমি উঠবো কি উঠবো না সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পরে গেলাম। দিপাই তারপর নিজ থেকে বলল…

-উঠে পড়ুন।

আমি উঠে গেলাম একই রিক্সায়। কেউ কোনো কথা বললাম না। দিপা ওর বাসার সামনে আসার পর রিক্সা থামাতে বলল। রিক্সা থেকে ও নেমে গেল আর ভাড়া দেওয়ার জন্য ব্যাগ থেকে টাকা বের করতে লাগলো। আমি রিক্সাচালককে বললাম…

-মামা আপনি যান তো।

দিপা বলল “দাঁড়ান ভাড়া নিয়ে যান।” আমি রিক্সা ঘুরিয়ে বাসার দিকে রওনা করলাম। এতক্ষণে বাবার প্রতি আমার রাগ সব পানি হয়ে গেলো। মনটা বেশ হালকা, ফুরফুরে মনে হচ্ছে। বৃষ্টি হওয়াতে হালকা কনকনে বাতাস গায়ে লাগছিলো। কিছুক্ষণ আগে তো এমন ঠান্ডা লাগছিলো না। কেমন যেন একটা উষ্ণতা বিরাজ করছিলো। কিন্তু এখন কেন এমন লাগছে বুঝে উঠতে পারলাম না। পরেরদিন অফিসে আসার পর আমার ডেস্কে এসে দেখলাম একটা খাম। সাধারণত খাম গুলো যেরকম হয় সেরকম না। এটা একটু স্পেশাল। হাতে বানানো আর নানারকম কারুকাজ আছে। কেন জানি মনে হচ্ছে এটা সাবিহার কাজ। আমি খামটা না খুলেই ওর রুমে গিয়ে বললাম…

-সাবিহা!!
-হাই। গুড মর্নিং।
-সুপ্রভাত। আচ্ছা খামটা কিসের? ও আমার কথা শুনে তাকালো কৌতুহলী ভাবে। তারপর বলল…
-কিসের খাম??
-তুমি আমার টেবিলে কোনো খাম রাখোনি?
-না তো।
-আচ্ছা আসি।
-শুনো। ওর ডাক শুনে পিছন ফিরে বললাম..
-হুম বলো।
-আজ আমি বের হবো তোমাকে নিয়ে।

আমি কিছু না বলেই আমার ডেস্কে চলে আসলাম। খামটার দিকে কিছুক্ষণ তাকিয়ে ছিলাম। তারপর খুলে দেখলাম একশত টাকার একটা নোট। আর একটা কাগজে লিখা ‘ধন্যবাদ’। উল্টিয়ে একটা নাম ও দেখলাম ‘দিপা’ আমি একটু হেসে দিপার ডেস্কের দিকে ফিরে তাকালাম। কিন্তু ও নেই।

-এহেম আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখলাম দিপা দাঁড়িয়ে। আমিও চেয়ার বসা থেকে দাঁড়ালাম। ও বলল…

-আপনাকে কাল আমি নিয়ে গিয়েছিলাম। তাই টাকাটা আমার দেওয়াই উচিত। আর ধন্যবাদটা দেওয়া হয়নি। সেজন্য ধন্যবাদ দিলাম। আমি কেবল হাসলাম ওনার কথা শুনে। মেয়েটা হাসি দেখে বলল…
-হাসছেন কেন??
-আপনি খুব হিসাবী।
-মানে??
-মানে খুব হিসাব করে চলেন। যত টাকা ভাড়া ঠিক ততটাকাই ফেরত দিলেন। এর কম ও না বেশিও না।

মেয়েটা মনে হয়ে আমার কথায় লজ্জা পেয়েছে। তারপর থেকে ওর সাথে আমার বন্ধুত্ব হয়। বলা যায় অফিসে প্রয়োজন ছাড়া আর কারো সাথে কথা বলতাম না আমি। এমনকি সাবিহার সাথেও না।কিন্তু দিপার সাথে অফিসের বাইরে ও ঘুরাফেরা করতাম। ব্যাপারটা অফিসের সবাই খেয়াল করে। কিন্তু কেউ কিছু বলত না। ঐদিন আমি যখন কাজ করতেছিলাম দিপা আমাকে মেসেজ দিলো ফোনে। লিখেছে “আমাকে আজ একটু ঘুরাতে নিয়ে যাবেন?? মনটা খারাপ।” আমি ওর মেসেজটা পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম। আসলে আমিও চাচ্ছিলাম দিপার সাথে একটু বাইরে ঘুরতে। তখনি সাবিহা আমাকে ডাকে। আমি ওর সামনে গিয়ে চেয়ারে বসে একটা কলম নাড়তে লাগলাম। ও বলল…

-সাজিদ। তুমি কি খেয়াল করেছো আজকাল আমি একটু চেঞ্জ?? ওর দিকে তাকালাম আমি। ওর পরনে ছিলো সেলোয়ার কামিজ। এটা অবশ্য সত্যি যে সাবিহার একটু চেঞ্জ হচ্ছে আজকাল। ও সেলোয়ার কামিজ কখনো পরেনি। সবসময় শার্ট প্যান্ট, মডার্ন ড্রেস পড়তো। কিন্তু গত দু তিন দিন যাবৎ ও সেলোয়ার কামিজ পরছে।

-কিছু বলছ না যে? সাবিহার ডাকে কল্পনার ব্যাঘাত ঘটলো। আমি বললাম…
-হুম খেয়াল করেছি। তুমি সেলোয়ার কামিজ পরো ইদানীং। ও ওর চেয়ার থেকে উঠে আমার সামনে এসে বলল…
-তুমি পছন্দ করো তাই সেলোয়ার কামিজ পরলাম।মডার্ন ড্রেস তুমি পছন্দ করো না জানি আমি ওর কথা শুনে কিছুই বললাম না।ও চেঞ্জ হলেও কেন জানি আমি ওর বিহেভিয়ারের চেঞ্জ দেখছি না।
-আমার সাথে এখন বাইরে যেতে হবে।চলো। আমি দিপাকে কথা দিয়েছি ওর সাথে যাব। এখন সাবিহা বলতেছে ওর সাথে যেতে। কার সাথে যাব ঠিক করতে পারছি না।দোটানায় পরে গেলাম। সাবিহা যখন বলল “চলো” আমি বললাম…

-আমি অসুস্থ একটু। তুমি যাও। সাবিহা বলল…
-কি হইছে? চলো ডাক্তারে কাছে যাই। আমি বললাম…
-তার দরকার নেই। তুমি যাও আমি একটু পর বাসায় চলে যাবো।
-আর ইউ শিউর?
-হুম। তুমি যাও।

সাবিহা চলে গেলো একাই। এখন মনটা হালকা লাগছে। মনে হচ্ছে যেন খুব ভারী কিছু মাথা উপর থেকে সরিয়েছি। দিপাকে সাবিহার রুম থেকেই কল দিয়ে বললাম…

-একটু পর বের হচ্ছি তাহলে। ও বলল…
-আচ্ছা সাহেব।
-আচ্ছা দিপা আপনার আজ হঠাৎ ঘুরতে ইচ্ছে হলো ক্যান?? বাদাম চিবুতে চিবুতে কথাটা বললাম ওকে। দিপা মুচকি হেসে ওর মুখের উপর চলে আসা চুল গুলো কানে গুজে বলল…
-রুটিনবাঁধা জীবন আর কত ভাল লাগবে বলুন।
-তা অবশ্য ঠিক।
-আচ্ছা আপনি ঘন ঘন সাবিহাা ম্যাডামের রুমে যান কেন?? ওর কথাটা ঘুরানোর জন্য বললাম…
-আইসক্রিম খাবেন?
-না না। আইসক্রিম খেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমার নাক বন্ধ হয়ে আছে।
-ওহ আচ্ছা। ও হাটা থামিয়ে বলল…
-সাজিদ সাহেব আমি যদি বলি আমি আপনাকে ভালবাসি তাহলে এই মুহুর্তে আপনি কি বলবেন?? আমার মস্তিষ্ক থমকে গেলো। দিপা মুচকি হাসছে আর হাটছে। দিপা কিছুক্ষণ পর আবার বলে উঠলো…

-খাবো।
-হুম।
-কি হুম? আমি খাবো আইসক্রিম।
-কি খাবেন??
-আইসক্রিম খাবো আইসক্রিম। কালা হয়ে গেলেন নাকি??
-না না।
-আসলে খুব পছন্দ করি তাই তর সইছে না। নিয়ে আসুন।

আমি হেসে আইসক্রিম আনতে গেলাম। আমি দুটো আইসক্রিম কিনলাম। একটা আমি খেতে খেতে আর অন্যটা নিয়ে যখন দিপার কাছে আসলাম আমি হিমশিম খেয়ে গেলাম। কারণ সাবিহা সেখানে এসেছে। আমাকে দেখে সাবিহা একটা হাসি দিয়ে বলল…

-সাজিদ সাহেব। শুধু দুটো আইসক্রিম আনলেন?? আমিও খাবো তো। আমি দিপারটা সাবিহার দিকে বাড়িয়ে বললাম…
-এই যে নিন।

সাবিহা রহস্যঘন হাসি দিয়ে আমাদের দুজনের দিকে তাকালো। তারপর আইসক্রিম টা নিয়ে দিপাকে দিলো। আর আমার হাতেরটা আচমকা টান দিয়ে নিয়ে গেলো। আমাদের সামনেই আমার খাওয়া আইসক্রিম টা খেলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। দিপা অবাক হয়ে ওর আচরণ দেখতে লাগলো। সাবিহার এরকম আচরণ দেখে ও যে ভড়কে গেছে তা বুঝতে ওর মুখখানা দেখলেই বুঝা যাচ্ছে। তারপর সাবিহা কিছু না বলে সেখান থেকে চলে গেলো। দিপা সারা রাস্তা আমার সাথে আর কোনো কথা বলেনি। এমনকি আইসক্রিম ও খায়নি। দিপা আর সাবিহার দুজনের সামনেই আমি দাঁড়িয়ে। দুজনের মধ্যে কার দিকে তাকাবো বুঝতে পারছি না। দিপার দিকে তাকালে ওর কান্নাজড়িত মুখ দেখতে হবে। আর সাবিহার দিকে তাকালে একরাশ বিরক্তি, হিংসা ছাড়া কিছুই না। তাই আমি মাথা নিচু করে আছি।

-দিপা তোমাকে আমি খুবই ভাল জানতাম। সাজিদ আমার সাথে এরকম করবে ভাবতেও পারিনি। দিপা চোখটা মুছে তারপর বলল
-আসলে সাজিদ এটুকু বলেই দিপা থামলো। তারপর দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল
-সরি।স্যার আমি জানতাম না আপনি ম্যাডামের ফিয়ন্সি। আর ম্যাডাম এখানে স্যারের কোনো দোষ নেই। আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। তবুও আপনি ভাবছেন আমাদের মধ্যে সম্পর্ক আছে। আর যদি সেটা ভেবে থাকেন তাহলে সেই সব দোষ আমারই। আমি ওর কথার উত্তর দিতে যাবো এমন সময় ও আবার বলল যে…

-আর আমার সাথে যোগাযোগ করবেন না প্লিজ। আমিও আপনার সাথে আর যোগাযোগ রাখবো না। এটা বলেই দিপা আমার সামনে থেকে দ্রুত গতিতে হেঁটে চলে গেলো। সাবিহা বলল…

-আমি জানি তুমি আমাকেই ভালবাসো। এটা বলেই সাবিহা আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ধরলাম না। নির্বাক হয়ে আছি এখনো।

-এক্সকিউজ মি। কথাটা শুনে সাবিহা আমাকে ছেড়ে দিলো লজ্জায়। আমি পিছনে তাকিয়ে দেখলাম দিপা আবার এসেছে। ওর চোখ ফুলে গেছে খুব। বুঝতেই পারছি বাহিরে গিয়ে খুব কান্না করে আসলো। সাবিহা দিপাকে বলল…

-হুম বলো।
-সরি ম্যাম। আমি আমার ফোনটা রেখে গিয়েছি। দিপা কথাটা বলার সময় আমার দিকে একবারো তাকায়নি। এমনকি ফোনটা আমার সামনের টেবিল থেকে নিতেও খুব দূরত্ব বজায় রেখে নিয়ে গেছে।

-কি হয়েছে সাকিব ভাই? আমি যখন অফিসে আসলাম দেখলাম সবাই কি নিয়ে যেন অনেক কথা বলছে। আমি তারপর আমার এক কলিগকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। উনি বললেন…

-দিপা ম্যাডাম এই অফিসের সবচেয়ে ভাল একজন ছিলেন। আজ উনি চাকরী ছেড়ে দিচ্ছে।
-দিপা চলে গেছে??
-হুম। আমি সাবিহার রুমে গিয়ে বললাম…
-দিপাকে কি বলেছো??
-সাজিদ তুমি আগে বসো মাথা ঠান্ডা করে।
-তুমি কি বলেছো দিপাকে?? সাবিহা কিছু বলছে না। চুপচাপ ল্যাপটপে কি যেন করছে। আমি ওর চেয়ারের সামনে গিয়ে চেয়ার ঘুরিয়ে আমার দিকে মুখ করিয়ে বললাম…

-কি বলেছো দিপাকে??
-কিছু বলিনি। ও নিজে থেকে চাকরী ছেড়ে দিয়েছে। তোমার তো ওর সাথে লটরপটর চলছে, তাই খারাপ লাগছে???
-মুখ সামলে কথা বলবে সাবিহা।
-কেন সামলাবো? তুমি করতে পারো আর আমি বলতে পারবো না??
-আমিও তোমার চাকরী ছেড়ে দিলাম এই মুহুর্তে।
-একটা বাইরের মেয়ের জন্য তুমি চাকরী ছেড়ে দিচ্ছো?
-চাকরীর সাথে তোমাকেও ছেড়ে দিলাম।
-মানে?? তুমি কি জানো কি বলতেছো??
-আমি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে বলছি।

তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। শুধুমাত্র বাবার কথায় রাজি হয়েছিলাম। তুমি ভাবছো তোমার বাবার টাকা দেখে আমি বিয়েতে রাজি হয়েছি?? এত হিংসা কেন তোমার?? অফিসের কলিগদের বলতে পারবে না তুমি আমার ওয়াইফ হবে, আবার ওদের সাথে কথা বললেও তোমার সমস্যা। মিডল ক্লাস ফ্যামিলি নিয়ে তোমার এত সমস্যা হলে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেকে বিয়ে করতে রাজি হইছো ক্যান?? আর ভালবাসা কি বুঝো তুমি? দিপার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত ছিলো স্মৃতিময়। আর তোমার সাথে কাটানো সময় গুলো ছিলো আমার জীবনের সবচেয়ে বাজে মুহুর্ত গুলোর মধ্যে অন্যতম। দিপাকে ভালবেসে ফেলবো বুঝতে পারিনি। ওর সাথে কাটানো সময় গুলোকে মিস করতে পারবো না আমি।আমি ওকেই ভালবাসি। যদি ওকে বিয়ে করতে না পারি তাহলে করবো না কোনোদিন বিয়ে। কথা গুলো এক নিমিষে বলে আমি অফিস থেকে চলে আসলাম। একবার ও পিছনে তাকাইনি।

দিপার বাসার ঠিকানাটা জানি না তাই ওর বাসায় যেতে পারছি না। ওর ফোন নাম্বারটাও বন্ধ বলছে। তাই রাগে আমার ফোনটাও অফ করে দিয়েছি। মাথাটা কেমন যেন গ্যাঁজ গ্যাঁজ করছে। বাসায় যেতেও ইচ্ছা করছে না। সারাদিন বাইরে ঘুরাফেরা করে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। ফিরে আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দিপা আমার বাসায় কিভাবে?? আর সাথে সাবিহা। মা আমার সামনে এসে বলল…

-তোর ফোন অফ কেন? আমি আস্তে বললাম
-এমনি।
-তোর বাবা বসে আছে। যা। আমি ওদের সামনে যেতেই বাবা বলল
-ও কে?? আমি দীর্ঘশ্বাস ফেললাম। তারপর বললাম
-দিপা।
-নামটা ও নিজেই বলেছে। ওর সাথে তোমার কি সম্পর্ক? দিপা মাথা নিচু করেই আছে। সাবিহা আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথাটা নিচু করে বাবাকে বললাম

-কেন? দিপা তোমাকে এটা বলেনি??
-না। আমি দিপার দিকে তাকিয়ে বললাম
-দিপা! আমি যে তোমাকে ভালবাসি এটা বাবাকে বলোনি?? দিপা আমার কথাশুনে বসা থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। এই প্রথম ওকে তুমি করে বললাম।ওর চোখ দিয়ে পানি পরছে। আমি ওর বিস্মিত মুখ দেখে নিচের দিকে তাকিয়ে ফেললাম। সাবিহা বাবাকে বলল

-আংকেল আমি যাই। আর যা যা বললাম সব করবেন কিন্তু। আমি বুঝতে পারলাম না সাবিহা কি করতে বলল। বাবা আমার কাঁধে হাত রেখে বলল
-মেয়েটা কাঁদছে। ওকে সামলা। এটা বলেই বাবা অন্য রুমে চলে গেলো। আমি দিপার সামনে বসলাম। ও কেঁদেই যাচ্ছে। এখানে কাঁদার কি আছে?? সাবিহা কি আবার কিছু বলেছে?? আমি দিপাকে বললাম

-সাবিহা কিছু বলেছে?? ও মাথা নেড়ে না বলল। তারপর বললাম
-বাবা কিছু বলেছে?? আবারো মাথা নেড়ে না বলল। আবার বললাম
-মা কিছু বলেনি তো?? এবারো ও মাথা নেড়ে বলল না। আমি বললাম
-বোকা কাঁদছো কেন তাহলে?? ও আমাকে জড়িয়ে ধরে আরো বেশি কাঁদতে লাগলো। আমিও ওকে জড়িয়ে ধরে বললাম
-সাবিহা বাবাকে কি করতে বলেছে?? ও একটু কান্না থামিয়ে বলল
-তোমার সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে বলেছে।

সাবিহার কাছ থেকে এরকম কিছু আশা করিনি। তবুও ও যা করেছে এর জন্য ধন্যবাদ প্রাপ্ত। বাবাকেও ও ম্যানেজ করেছে। সব সমস্যা যেন ও সমাধান করে দিলো।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত