আমার না বলা ভালোবাসা

আমার না বলা ভালোবাসা

পার্কে বসে বিকেল বেলে আমার GF কে নিয়ে আড্ডা দিতেছি,,,
— বাবু তুমি না পুরো চাঁদের মতো!
— ওমা,,,তাই নাকি!
— আমি কি মিথ্যে কথা বলতে পারি??
— হঠাৎ চাঁদের মতো মনে হলো কেনো?
— না আসলে সূর্য ছাড়া যেমন চাঁদকে দেখা যায় না মেকআপ ছাড়া তোমাকেও
— oiii,,,,,, কি বললি কুত্তা, বিলাই, বান্দর….etc
— আরে রাগ করো কেনো মজা করছিলাম
— অই বান্দর এটা কেমন মজা
— ওমা,,,,তুমি জানোনা,, কুখ্যাত গণ্য মাণ্য জগজ্ঞ্য কবি আক্কাস বলেছে,,,,,
” যেখানে রয়েছে ভালোবাসা
সেখানে রয়েছে একটু মেকআপ হালকা ঝগড়া”
— অহ,,,,,,তুমি জেমন তোমার কবিতা ও তেমন!!
— খুব রোমান্টিক তাইনা
— হইছে আর কবি গিরি লাগবে না

এমন সময় শ্রাবন্তীর আগমন। আমার দিকে চোখ বড়ো বড়ো করে তাকে আছে।
— এখানে কি হচ্ছে (শ্রাবন্তী)
— চোখ নাই দেখতে পারছিস না
— এই মেয়ে তুমি ওকে চিনো নাকি??
— চিনবো না কেনো ওতো আমার bf..৷
— ছেলে দেখলেই bf বানাইতে হয়??
— এইযে আপু আপনি কি সব আজে বাজে বকছেন??
— বকবোনা তুমি আমার স্বামীকে নিজের bf বানিয়ে নিছো
— কি? স্বামী, ….!
— শুধু স্বামী না আমার ৫টা বাচ্চা ও আছে
— ওই,,,,,,হারামজাদা আমার সাথে এমন প্রতারণার করলি কেনো।
— সত্যি বাবু আমি এই ময়েকে একদম চিনিনা!
— কি তুই আমাকে চিনিস না (শ্রাবন্তী)
— একদম না
— থাক তুই আমি গেলাম,,, প্রতারক,,

ওওওও,,,বাবু………. বাবু গোওওওওওও যেওনা। ওওওওওও টুনির আম্মু। অ,,,,,,,টুকটুকি যেওনা। ধ্যাত চলে গেল।

— অই,,,,, তোর সমস্যা কি??(আমি)
— কই,,,,,আমিতো ঠিকই আছি (শ্রাবন্তী)
— এইডা কি করলি??
— লুকিয়ে,, লুকিয়ে প্রেম করিস। জানিস না BAT দিতে হয়।
— oiiii…..hlw সময় কিন্তু আমারও আসবে
— যা পারলে কিছু করিস..!

সালার এই ফাজিল মাইয়াটার লাইগা আবারও backup হইছে। এটা নতুন না এই পর্যান্ত ৫টা হইছে।
পরিচয় টা দি। আমি তানভীর। আর এতোক্ষন যার সাথে ঝগড়া করছিলাম সে হচ্ছে আমার ফুপাতো বোন শ্রাবন্তী। আমাদের বাসায় থাকে। আমার ছোট বেলার শত্রু।

রাত্রির বেলা ছাদের উপর দাড়িয়ে সিগারেট খাইতেছি,, সালার জীবনে এতো কষ্ট ক্যারে। আল্লাহ এই মাইয়ার বিচার কইরেন..
— অই কার নামে বিচার দেস??
— এই তোর জন্যে কি এক মিনিট ও শান্তি পাইতাম না?
— আমি আবার কি করলাম?
— ছাদে আসলি ক্যান
— মানা আছে নাকি??.
— না
— সিগারেট খাস কেনো।?
— backup হইলে খাইতে হয়।
— আমাকেও তো আন্টির কাছে বলতে হয়
— এই একদম না!!
— সিগারেট পালা আর কানে ধর?
— কানে ধরবো মানে
— আন্টি………!
— আরে ধরলাম তো

পরের দিন সকালে আবার পার্কে গিয়ে ঘুরাঘুরি করতেছি। অরিশশশশশশশসালা এটা কি দেখতেছি,,! কালকে আমার backup করাইয়া আজ নিজেই bf নিয়ে ঘুরে। দেখাচ্ছি মজা….
— এই মেয়ে আর কয়টা ছেলের সাথে লাইন মারো(আমি)
— ভাই আপনি কে??
— প্রশ্ন টাতো আমার আপনি কে??আর এই মেয়ের সাথে আপনার কিসের সম্পর্ক?
— আমার gf.
— gf….oh…so funny. ভাই এই মেয়েটা কাল রাত পর্যান্ত আমার gf ছিলো।
— কি প্রমান আছে??
— আপনি pic দেখেন (ওর সাথে আমার তোলা কিছু pic দেখালাম)
— এই মেয়ে তুমি না বল্লা এটাই তোমার 1st love. তা হলে এ ছেলে কে??
— ও আমার cousins
— ছি আর কয়টা ছেলেকে Cousins বানাইবা??
— টুট…টুট…….টুট

বাকিটা ইতিহাস মানে backup with টুট,,,,টুট,,টুট। আমি আর ও দুজন দুজনের দিকে তাকিয়ে কিছুক্ষন থাকলাম। ওর..মুখের দিকে তাকানো যায়না মনেহয় এক্ষুনি খেয়ে ফেলবে।
— এটা কি হলো??
— প্রতিশোধ নিলাম।
— দাড়া কুত্তা তোর প্রতিশোধ বাহির করতেছি
— আমিও দিলাম দৌড়
— এই দৌড়াস ক্যান,, সাহস থাকলে দাড়া
— নারে বাবা আমার এতো সাহস নাই।

রাতের বেলা আমি শ্রাবন্তী আর দাদু টেবিলে খাইতে বসছি।
— তোদের একটা কথা বলি (দাদু)
— হ্যা বলো (একসাথে)
— তোদের দুজনকেই একসাথে খুব সুন্দর লাগছে
— তারপর
— তোরা এক কাজ কর। বিয়ে করে ফেল
— কি??…..বিয়ে তাও আবার ওকে। দাদু তুমি না এতো সুন্দর সুন্দর জোকস বলো??(আমি)
— নানা ভাই কেমনে বললা আমি ওকে বিয়ে করবো ও সর্বচ্চ আমার ঘড়ির ড্রাইভার হতে পারে।
— তাও ভালো। তুইতো আমার বাসার কাজের মেয়ে হওয়ার জগ্যতা কারিস না
— oiii….hlw তুইতো আমার বাসার দিকে তাকানোর জগ্যতা রাখিস না
— oiii….. বেয়ার মুখে মুখে কথা বলিস
— অই…বান্দর একদম চুপ
— তুই চুপ

আচ্ছা বাবা বাদদে আমার ভূল হয়ে গেছে তোদের বিয়ে করা লাগবে না।

খাবার শেষে আবার ছাদে আসলাম। এক দৃষ্টিতে স্রষ্টার সৃষ্টি দেখতেছি…। কি সুন্দর অপুরুপ দৃষ্টি।
— কিরে ঘুমাবি না??
— ঘুম আসেনা!
— নানা ভাই কি একদম খারাপ কাথা বলছে
— জানিনা..!
— আচ্ছা তুই কি সুফিয়া কামালের কবিতা পড়িস??
— হঠাৎ এ প্রশ্ন!
— দেখতো লাইন গুলো কেমন…
কহিল সে কাছে সরে আসি
কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাস গিয়েছে চলিয়া ধীরে পুস্তশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে তাহারেই মনেপড়ে
ভূলিতে পারিনা কোনো মতে

— হ্যা খুব সুন্দর
— আচ্ছা তোর তো এখন gf নাই আমার ওbf.
— তো এখন
— আমরা কি হতে পারিনা
— পারি তো
— তাহলে বলেফেল৷
— কি??
— ভালোবাসি
— না আমার লজ্জা লাগে তুই বল
— আমারও লজ্জা লাগে
— তা হলেতো হয়েই গেলো
— কি??
— আরে মাইনাসে মাইনাসে যেমন প্লাস তেমনি লজ্জায় লজ্জায় ভালোবাসা।
— আচ্ছা চল একসাথে কবিতা পড়ি?
— কোন কবিতা
— কেনো আবার “তাহারে মনেপড়ে ”
— ধ্যাত সেতো আমার সামনেই আছে মনে পড়ার কি দরকার..!

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত