নিশ্চুপ ভালবাসা

নিশ্চুপ ভালবাসা

এটা কেমন জামা পড়েছিস নীরু,নিচু হলে বুকের অর্ধেকটা দেখা যায়,তোকে কিন্তু এসব একদম মানায় না,যা খুলে আয় বলছি সুহান ভাইয়ের এরুপ কথা শুনে আমি কিছুক্ষণ নিস্তদ্ধ বনে গেলাম, এদিক ওদিক তাকিয়ে দেখলাম,নাহ্ কেউ নেই,থাকলে হয়তো লজ্জায় মাথা কাটা যেতো,আচ্ছা সুহান ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে,এই কথা এভাবে ডিরেক্ট বলতে হবে? আমার কি লজ্জা করে না নাকি,এই যে এই মুহুর্তে মনে হচ্ছে আমি লজ্জায় মরে যাবো,অন্যভাবে কি বলা যেতো না কথাটা.

:কিরে হাঁ করে দাড়িয়ে আছিস যে,যা খুলে আয়,নাকি আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না,দেখ আমি কিন্তু সত্যি বলছি,ছাঁদে হেঁটে হেঁটে পড়ার সময় যখন হুট করে তোর হাত থেকে বই আর কলম পড়ে গেলো তখন আমি খেয়াল করেছি বিষয়টা,ভাগ্য ভালো যে অন্য কেউ ছিলো না,তা না হলে…..

সুহান ভাইয়ের কথাটা শেষ হবার আগেই আমি দৌড়ে আমার ঘরে চলে এলাম,এখন তো নিজের কাছে নিজেরি লজ্জা লাগছে,গতকাল আমিনা চাচীর টেইলার্স থেকে জামাটা এনেছি,সবাই তো বললো আমাকে নাকি জামাটা বেশ মানিয়েছে, কে জানতো গলাটা বড় হয়েছে বলে এমন হবে,ছিঃ! না জানি সুহান ভাই কি ভাবছে,যার সামনে যেতেই আমার লজ্জা দ্বিগুন বেড়ে যায় আর তার সামনেই এমন হতে হলো,চোখের চশমাটা খুলে মুছে নিয়ে আবার চোখে লাগালো নীরু,জামাটা এখুনি বদলানো দরকার,তাড়াহুড়ো করে আলমারি থেকে আরেকটা জামা বের করে পড়ে নিলো নীরু,আঁটশাঁট গলা,ওড়নাটা খুব সুন্দরভাবে গলায় পেঁচিয়ে নিলো,এবার নো চিন্তা,তবু সংশয় দুর করার জন্য দুটো সেফটিপিন আটকে নিয়ে ঘর থেকে বের হলো,

নীরু মফস্বলের সাদামাটা মেয়ে,বন্ধু মহল থেকে শুরু করে কাজিনদের সবার কাছে সে লজ্জাবতী নামেই অধিক পরিচিত,এর কারন নীরুর প্রত্যেক বিষয়ে ভীষন লজ্জা পাওয়া,পাক্কা সায়েন্সের স্টুডেন্ট হয়েও নীরুর এতো লজ্জা পাওয়া নিয়ে সবাই অনেক ভাবে,এ মেয়ে বায়োলজি কিভাবে পড়ে? ডাক্তারই বা কিভাবে হবে? ঘর থেকে বের হবার পরই সুহান নীরুকে দেখে আবার হো হো করে হেসে উঠলো সবার সামনে..

:আরে দেখো দেখো আমাদের ভবিষ্যৎ ডাক্তারনি উল্টা করে জামা পায়জামা পড়েছে,ওরে খোদা এ মেয়ে ডাক্তার হলে নির্ঘাত মানুষের কিডনিও উল্টা করে লাগাবে,বাড়িসুদ্ধ সবাই নীরুকে দেখে হাসছে,এবার আর সইতে পারলো না,দৌড়ে আবার ঘরে চলে এলো,একটানে ওড়নাটা সরিয়ে নিজেকে দেখলো,হ্যাঁ তো,উল্টাই তো হয়েছে,কেন বারবার এমন হয়,আর হলেই কেন সেটা সুহান ভাইয়ের সামনেই পড়ে,এই লোকটা কি আমায় একটু শান্তি দিবে না,রাতের ঘুম কেড়ে নিয়েও এর শান্তি হয় না,ইচ্ছে করে শক্ত করে জাপটে ধরে বলে দি,ও সুহান ভাই তোমাকে দেখে যে আমার ভুল করা গুলো বেড়ে যায়,একটু নিজের হাতে ঠিক করে দাও না আমায়,তুমি নাকি মানুষের মন পড়ে নিতে পারো,তাহলে আমার মন কেন পড়তে পারো না,ডাক্তার হবার আগেই যে আমি রোগী হয়ে বসে আছি,তোমার প্রেমের রোগী,একটু বোঝো না আমায়,ভালবাসো না আমায়,কথাগুলা নীরু যা নিজের মনের সাথেই বলতে পারে,সুহানের সামনে গিয়ে বলার সাহস নেই তার,

লজ্জায় সারাদিন আর সে ঘর থেকে বের হলো না,না জানি আবার কোন ভুল করে বসে আর সেটা দেখে সুহান ভাই সবার সামনেই হিহি করে উঠে,যে মুখফোড়া লোক রে বাবা,একটুও লজ্জার বালাই নেই,শহরের ছেলেরা বুঝি এমনি হয়,ফুপুকে বলে দিতে হবে সুহান ভাইয়ের কিচ্ছু বলতে মুখে আঁটকায় না,দিবে নি বকে,তবেই শিক্ষা হবে ৭-দিনের মাথায় সুহান ভাই চলে গেলো আমাদের বাসা থেকে,বুক ভেঙে কান্না চলে আসলো আমার,সুহান ভাইকে না দেখলে কেমন যেন লাগে আমার,সেদিন সারা রাত সুহান ভাইয়ের ছবিটা নিয়েই কেঁদে পার করলাম,বড্ড অভিমান করলো সুহান ভাইয়ের উপর,কেন সুহান ভাই বুঝে নিতে পারে না আমায়,একবার জরিয়ে ধরে বলতে পারে না নীরু চল না এবার থেকে দুজনে মিলে ভুল করি,আমিও উল্টা করে শার্ট প্যান্ট পড়ি,তোর মতো মোটা ফ্রেমের একটা চশমাকে সঙ্গী করে নিই,কেমন হয় বলতো?কেন বলে না সুহান ভাই,

সুহান ভাই কি তাহলে আমাকে তার যোগ্য মনে করে না,সেই জন্যেই কি? ঠিক আছে আমিও ডাক্তার হয়েই সুহান ভাইকে নিজের করে নিবো,ইকুয়াল ইকুয়াল হবে.এ জিবনে সুহান ভাইকে ছাড়া অন্য পুরুষকে ঠাঁই কি আমি কল্পনাও করতে পারি না,সুহান ভাই আমার,শুধু আমার,তবুও কেমন ভয় হয় যদি সুহান ভাই আমার না হয়?অন্য কারো হয়ে যায়,নাহ্ এমন হবেই না,তাছাড়া সুহান ভাই তো বলতো যে নীরুর বিয়ের পরই আমি বিয়ে করবো,তাহলে ভয় কিসের,,

পরে মাস দেড়েক পড় আমাদের বাসায় ফুপু টেলিফোন করে জানালো সুহান ভাইয়ের নাকি বিয়ে,পাত্রী সুহান ভাই পছন্দ করেই রেখেছে,তার বন্ধুর এক বোন,ফুপুও নাকি মেয়েটাকে দেখেছে,সবাই পছন্দ করেছে,এই সপ্তাহেই বিয়ে,আমাদের সবাইকে যেতে হবে, পৃথিবীতে এর চাইতে খারাপ খবর আমার জন্য আছে কিনা তা আমি জানি না,কি এমন পাপ করেছি আমি যার জন্য নিজের ভালবাসার মানুষ অন্যের হয়ে যাচ্ছে,মনে তীব্র রাগ হলো সুহান ভাইয়ের উপর,কেন মিথ্যা বলেছিলো আমায় সে?

কেন বলেছিলো নীরু তোর বিয়ের পর কিন্তু আমার বিয়ে হবে,কেন আমার ভুলগুলো সে নিজে দেখিয়ে দিতো,এক মুহুর্তের মাঝে আত্মহত্যার কথা মাথায় আসলো আমার,এ জিবনে সুহান ভাইকে ছাড়া বাঁচা অসম্ভব,মনে হাজারগুন সাহস সন্চয় করেও আত্তহত্যা করতে পারলাম না ,কি করবো তাহলে?চোখের সামনে আমি সুহান ভাইয়ের বিয়ে অন্তত দেখতে পারবে না, মা বাবা দাদু দাদি সবাই সুহান ভাইয়ের বিয়ের কথা শুনে ভিষন ব্যাস্ত,এক তরফা ভালবাসা গুলো ঠিক এমোনি হয়, সিদ্ধান্ত নিলাম যে করেই হোক বিয়ের আগেই ইউএসএ চলে যাবো,বাবাকে দাদুকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে চলে এলাম আমি,কারন,বিয়েতে থাকলে হয়তো সত্যি সত্যি মরে যেতাম,তার চেয়ে এটা ভালো হলো না,নিজে নিজেই ব্যাথাটা নিয়ে বাঁচি,

মাঝখানে চারটে বছর চলে গেলো,মায়ের ফোনেই সুহান ভাইয়ের কথা শুনতাম,তবে মা সুহান ভাইয়ের চেয়ে তার বউ এর গল্পই বেশি করতো,ভাবতাম কতো ভাগ্যবতী মেয়ে হলে সুহান ভাইয়ের মতো মানুষ পাওয়া যায়,মাঝে মাঝে খুব ইচ্ছে করতো মেয়েটাকে দেখতে,তবে ইচ্ছেটাকে মনের ভেতরেই চাপা দিয়ে রাখতাম,ভালো থাকুক সুহান ভাই,

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত