ছোটবেলার অসমাপ্ত ভালবাসা

ছোটবেলার অসমাপ্ত ভালবাসা

আজ আমি তোমাকে আর মনে করিনা,,

কিভাবে মনে করবো বলো,,,

এতটা সময় পার হয়ে গেল খবর নিলে না,,,,, কিভাবে তুমি হীনা বেচে রয়েছি,

আমি কিন্তু তোমাকে ভুলি নেই,,জানো আজ ও না স্কুল ছুটিরঘণ্টা পরেই রাস্তার দিকে তাকিয়ে থাকি,

এলো মেলো চুল তোর পরা সেই হাসি ময়াবী সেই দুই চোখ,,

মনে পরে যায় আজ ও তোমার সেই ময়াবী চোখ দুইটি রাস্তার চারপাসে একসময় এই আমাকে খুজে বেড়াত,,

আমি ও না একটু দুষ্টামি করতাম তোমার সাথে,,,
তুমি যখন আমাকে খুজতে পরিয়ে থাকতাম তখন আমি,,,,

পিছ থেকে যখন ধীরে ধীরে এসে তোমায় মাথায় টোকা দিতাম,,

ইস্ তোমার সেই হাসির কিভাবে তুলনা করবো তার,,,

সারা পৃথিবীটা আলোকিত করে ফেলত তোমার সেই হাসি,

অবলা ছেলেটা ছিলো সেই আলোকিত পৃথিবীতার এক পাগল পূজারী ,,,,

কখন ও ভাবি নেই তোমার পথের দিশায় পরে থাকা এই পথিক টা একদিন রাস্তায় ভূলে দৃশাহীন হয়ে পরবে সারাটা জীবনের জন্য,,

তাহসিব ও মিমের স্কুল জীবনের সেই প্রথম ভালবাসার অনুভূতি,আমি ছিলাম এক গরিব ঘরের সন্তান,,,,লেখাপড়া ছিলো আমার জগৎ,মা বাবা আর ছোট দুই ভাই বোন ছিলো আমার আকাশের নিবানো তারা,,সেই তারার মাঝে তুমি ও ছিলে একজন,যাদের কে একদিন অনেক বড় মাফের মানুষ হয়ে আলোকিত করবো এই আমি,,আমি ছিলাম class 9 আর তুমি ছিলে class 7 আমি গনিতে খুব ভালো ছিলাম,,তুমি সকাল হলেই চলে আসতে আমার কাছে গনিত শেখার জন্য,আমি ঘুমানোর অবিনয় করতাম,,আর তুমি আমার কানের কাছে এসে বলতে এই যে মাস্টার বাবু রাতে কি চুরি করেছিলন নাকি,,তার জন্য এখনো বাবু সাহেব ঘুম ভাঙলো না,,,,,উওরে আমি বলতাম চুলি তো করেছি আমি তোমাকে,,,,তোমার বাবার কাছ থেকে,,,তবে সেটা রাতে নয়,,, দিনে করেছি চুরি,,,ইস্ কি রাগ তোমার এক জগ্ পানি পুরো টা ছুরে মারতে আমার শরীরে,, তা কি আর এভাবে বলা যায় তোমার মিষ্টি মিষ্ট দুষ্টামি গুলোর কথা,যানো আজ না আমার আকাশের আলোকিত তারা গুলো মাঝে তোমাকে আর খুজে পাইনা,যানো আজ ও আমি গবির রাতে খোলা আকাশের নিচে বসে থাকি কিন্তু সেটা তোমার কাছে চিঠি লিখার জন্য নয়,,,তোমার দেওয়া শেষ উপহার টা উপভোগ করার জন্য,,,,আমার চোখের জল গুলোনা খুবই সাৎপর,,আমার অনুমতি ছাড়াই বের হয়,তখন চিক্কার করে বলি,,, একবার ফিরে এসেছি বলে আমাকে জড়িয়ে ধরনা,,,অবলা ছেলেটি যানে,,,, তুমি এখন অন্যকে নিয়ে আগামী দিন গুলোর জন্য লাল নীল সবুজ সপ্ন বুনে চলছো,,,,,, কখন কি ভেবে দেখেছিস ভেঙে যাওয়া সপ্ন নিয়ে আমি কিভাবে বেচে রয়েছি, স্কুল থেকে তোমার আর আমার ভালবাসার গল্প শুরু,আমি যদি বখাটে হই তাইলে তুমি ছিলে একটা সাদ চুন্নি,,সারাখন তোমার আর আমার মধ্যে জগড়া লেগেই থাকতো,,আমি তোমাকে সবার থেকে লুকিয়ে রাখিতাম,,,,,,,তোমার কি মনে আছে স্কুল থেকে ফিরার রাস্তায়টার কথা,,,তোমাকে ভালবাসার দাবি করে প্রতিদিন অনেক গুলো ছেলে দারিয়ে থাকত রাস্তার ও পাসে,,, তুমি আমাকে ওদের থেকে লুকিয়ে রাখতে যখন ওরা আমাদের থেকে কিছুটা দুরে থাকত,,তখনই তুমি আমাকে চলে যেতে বলতে,পরের দিন স্কুলে যখন ছিরা জামাটা পরে আসতাম তখন তুমি বুঝে ফেলতে,,,,আর আমার সাথে কথা বলতে না,ওদের কে মারছি তার জন্য নয়,,,যদি আমার কোন খতি হয়ে যেতো তার জন্য,,সব সমই একটা কথা বারে বারে বলতে,আমি হইলাম তুমি,আরতুমি হইলাম আমি,তখন কি আর যানতাম একদিন হয়তো আমি নিজেকেই আর খুজে পাবোনা পুরাটা তুমি হয়ে যাব,,,,,,,তোমার সেই আবেগময় কথায় প্রতিদিন নুতন ভাবে নতুন করে প্রেমে পরেছিলাম আমি,,অনেক কষ্ট করে বাবার কাছ থেকে ফোন চুরি করতাম আমি,,,,, রাতে একবার তোমার সাথে কথা না বল্লে ঘুম আসতো না আমার এই দুই চোখে,,,শীতোময় খুব গবির রাত ছিল ২ দিন ধরে তুমি স্কুলে আসোনি,,,,,কিভাবে ঘুম আসতো আমার এই দুচোখে তোমাকে না দেখে,,,,শীতময় সেই রাতে ৮ম শ্রনীর একটা বাচ্চা ছেলে চলে গিছিলো,,সমাজের লোকেদের কোন পরর্বা না করে,তোমার রুমের ভাঙা জানালাটা দিয়ে প্রবেশ করেছিলাম আমি,,,, সারাটা রাত তোমার মাথার পাসে বসে কেঁদে ছিলাম ,,,, তুমি আমাকে বলে ছিলে দয়াকরে কেঁদো না গো আর,,,,আমি আশায় ছিলাম তুমি আসবে বলে ,,,,,, তোমাকে দেখার খুব ইচ্ছে জেগে ছিল মনের ভিতরে ,,,জ্বর ভালো হয়ে যাবে এখনি,,তোমাকে দুচোখ দেখেছে যখন,,,,,,, বিচ্ছিন্নতা বুকে নিয়ে নীলজ্জার মতো মনের মাঝে প্রেমের মায়া নিয়ে বার বার ছুটে যেতাম তোমার কাছে,,কিন্তু আর পেলাম না সেই প্রেম ফীরে,,বিচ্ছিন্নতা বুকে নিয়ে কিভাবে বেচে রয়েছি আমি,,সেটা কি আর বলা যায় এ ভাবে করে,,,,,,পাখির ডানা ছাড়া পাখি যেমন মূল্যহীন,,,,তেমনি তোমাকে ছাড়া একটা জীবান্ত রাশ হয়ে এখনো বেচে আছি আমি,,তুমি যদি তা যানতে তাহলে যাবার বেলা একবার হলো আমাকে জরিয়ে কেঁদে যেতে তাহসিব আর মিমের শেষের প্রতি টা কষ্টের অনুভূতির দিন গুরু,ভালবাসার গল্পটা শুরু হয়ে ছিলো তোমাকে দিয়েই এবং শেষটা হয় কিন্তু তোমারি কারনে,মনে পরে যায় আজো হাঠৎ একদিন তোমাকে ফোন দিয়ে পেলামনা,,,নাম্বারটা কেন যানি বার বার ব্যস্ত বলতে ছিলো,,,ভেবে ছিলাম হয়তো মা পাসে আছে তাই ফোন কেটে দিচ্ছো,,,,অনেক টা সময় পর আবার ফোন দিলাম কিন্তু তখন নাম্বারটা off বল্লো,আমি সারাটা রাত জেগে ছিলাম তোমার নাম্বারে বার বার ফোন দিতে ছিলাম,,,,কিন্তু সেই একি কথা তোমার নম্বার টা off ছিলো,,নিজ মনে ভাবতে ছিলাম তুমি তো যানো রাতে একবার তোমার সাথে কথা না বল্লে আমার এই দুচোখে ঘুম আসেনি কখনো,,প্রতিদিন তো ঠীকি ছিল আজ কেন এমনটা হলো,রাত পেরিয়ে সকাল হলো এমন ভাবে ৩ টা দিন আর জেগে থাকা ৩ টা রাত চলে গলো আমার,,,কিন্তু পেলামনা গো তোমার একটি ও খবর,,কিন্তু এটা না যে তোমাকে আমি ৩টি দিন একবারো খুজি নেই,,,প্রতিটা দিন পাগলের মতো তোমার বাসার সামনের রাস্তার ধারে পরে থাকতাম কিন্তু একবারো তুমি আসলে না জানালার কাছে পেরাম না গো তোমার কোন দেখা,পুরা ৩টি দিন নীরঘুম চোখে কাটিয়ে দেওয়া ৩টি রাত চলে গেলো,ভেবে নিছি আর বসে থাকব না,,,,ছুটে চরলাম তোমার সব বন্ধুদের কাছে,,কিন্তু অবাক হয়েছিলাম এটা ভেবেই কেউ কোন খবর দিতে পারলো না তোমার,অনেক কষ্ট হতে ছিলো সেই সময়টায় ৪ টা দিন তোমাকে না দেখে না আহার করেছিলাম আমি না একটি বারের জন্যে ও আমার এই দুচোখ off করেছিলাম,আমাদের সেই ছোট বেলা থেকে আজ ৪টা বছর হয়ে গেলো তোমার আর আমার ভালবাসার গল্পটা,,,, কিন্তু কখনো এমনটা হয়নি,,,,আমি তো পাগল হয়ে গিছিলাম,,,না খেয়ে না গুমিয়ে,,,সব থেকে বেশী তোমার চিন্তায় পুরাটা পাগল হয়ে গিছিলাম,,,,,মনে পরে যায় এখনো,, ৫ দিন পর যখন তোমার একটা খবর আসলো,তুমি আমার সাথে দেখা করবে ৫ মিনিটের জন্যে,, বলে বুঝাতে পারবনা সেইদিন আমি কতটা খুশী হয়েছিলাম আমার লাইফের সব থেকে বেষ্ট দিনগুলোর মধ্যে একটা ছিলো সেদিন,,আমি তোমার পছন্দের টি সার্ট এবং কালো পেন্টা পরেছিলাম, কিন্তু আমার এই খুশীটা খনিখের জন্য ছিলো,,তোমার সাথে সেদিনি আমার শেষ দেখা ছিলো,,হারিয়ে গিলাম দুজন চিরতলে এই মায়া ভরা বন্দন থেকে,

(দয়াকরে এই গল্পের পরবর্তি পর্ব জন্য অপেক্ষা করুন)

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত