হঠাৎ ইভার মেসেজ!যতই ব্যস্ত থাকি না কেন অনলাইনে থাকলে ইভার মেসেজের রিপ্লে দিতেই হবে!তা না হলে আমার বারোটা বাজিয়ে দিবে!তাই চট জলদি মেসেজটা সিন করে রিপ্লে দিলাম..
• হুম।বল!(আমি)
• একটা কথা ছিলো খুব গুরুত্বপূর্ণ!(ইভা)
• বলে ফেল,কেউ নেই আশেপাশে
• আমাকে বিয়ে করবি?
• মেসেজটা কি আমাকে দিলি নাকি ভুলে এসেছে?
• তোকেই বলছি! আমার সাথে রিলেশন করবি?
• তোর মাথা ঠিক আছে?
• হুমম।সবঠিক আছে!
• সত্যি বলতেছোছ?
• তুই আমাকে বিশ্বাস করিস না?
• তোকে বিশ্বাস করতে ভয় লাগে!আমি নিশ্চিত তুই মজা করতেছোছ!
• না সত্যি।আমি তোকে ভালোবাসি!
• আসলে হয়েছে কি জানোস?আমিও তোকে অনেক ভালোবাসি!কিন্তু বলি না কারণ তুই বিশ্বাস করবি না বলে।
• ধুরর বোকা!তুই আমার সবচেয়ে আপনজন তোর কথা বিশ্বাস করবো না সেটা কি হয়?
• I love you eva!!do you love me?
• দাড়া একটা স্ক্রিনসট দিয়ে নেই
• মানে??
• মানে সবাইকে দেখাইতে হবে না?আমাদের রোমিওর কাহিনী!
• হারামী!ভালো হবে না কিন্তু!!
• ভালো ভাবেই স্ক্রিনসট নিয়েছি।লেখাগুলো সব স্পষ্ট আছে!
• দেখ,এটা যদি কেউ দেখে তাহলে তোর সাথে আর কথা বলবো না!
[এভাবে চলতে থাকলো আমাদের conversation গভীর রাত পর্যন্ত!ও পরিচয় করিয়ে দেই,আমি ইবু অনার্সের প্রথম বর্ষের ছাত্র।ইভা আমার সবচেয়ে কাছের একজন মানুষ।একই সাথে পড়ি।সেই ছোটকাল থেকে আমরা একে অপরের খুব ভালো বন্ধু।কিন্তু ওর আরো একটা পরিচয় হলো আমি ইভাকে ভালোবাসি।কিন্তু কোনভাবেই ইভাকে বোঝাতে পারি না।আমার সব কথা ফান ভেবে উড়িয়ে দেয়।সেটা তো দেখলেনই] ও আমার সাথে একেক সময় একেক রকম ব্যবহার করে!এইতো সেইদিন এমন ভাবে কথা বললো যেন আমাকে চিনেই না বাসার সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম।তখন দেখি ইভা রিক্সা করে কোথায় যেন যাচ্ছে!সাথে ওর ছোট ভাইও আছে!চায়ের কাপটা রেখে দৌড়ে গেলাম রিক্সার কাছে…
• কিরে কই যাচ্ছিস?(ইবু)
• সেটা কি আপনাকে বলতে হবে?(ইভা)
• মানে কি?আমাকে আপনি করে বলিস কেন?
• ভদ্রতা বলে একটা ব্যবহার আছে,সেজন্য আপনি করে বলতেছিস কেন?
• অচেনা মানুষকে তো আপনি করেই বলা হয়!
• মানে কি?
• মামা আপনি যান।সময় নেই হাতে!
কিছুই বুঝলাম না! কিন্তু তার কিছু দিন পরই আর বোঝার বাকি রইলো না।ইভা সেইদিন রাত ১০:৪০এ কল দিয়ে বলতেছে…
-ইবু!কি করিস?(ইভা)
-কিছু না ।কেন?(আমি)
-আমাদের বাসার সামনে আয়তো!
-তোর আন্টি এতো রাতে বের হতে দিবে না!
-আমি এতো কিছু জানি না!তোকে আসতে বলছি,তুই আসবি ব্যস!
কল কেটে দিলো!সালার ইভাকে নিয়ে পারা যায় না!ভাগ্যিস রিলেশনটা হয়নি।হলে কি জানি করতো।মনে হয় মেরেই ফেলতো আমায়।মহারানীর আদেশ না গেলেও সমস্যা।বাসায় কাউকে না বলে লুকিয়ে চলে আসলাম।ইভার বাসায় আমাদের বাসা থেকে যেতে ৮-১০মিনিট লাগে।হেটেই গেলাম।বাসার নিচে গিয়ে কল দিলাম…
-কই তুই?(ইভা)
-তোর বাসার নিচে!(আমি)
-দোকানের ব্রেঞ্চে এক মিনিট বস আমি আসতেছি!
-আচ্ছা!!
বন্ধ দোকানের সামনে রেখে দেওয়া ব্রেঞ্চে বসে গান গাইতেছি।হঠাৎ দেখি ইভাদের বাসা থেকে কে যেন আসতেছে!সেই রকম সুন্দর এক মেয়ে,সাদা কাপড়ে যেন মনে হচ্ছে কোন এক পরি হেটে আসতেছে!একটু কাছে আসার পর বুঝতে পারলাম ওটা আমার ইভা।মানে আমার দোস্ত!হাতে কিছু একটা আছে হয়তো…
• কি হয়েছে তোর?এতো রাতে এখানে আনার কি দরকার ছিলো?(আমি)
• এমনি।আজকে আমি তোর পছন্দের সবজির নুডুলস রান্না করেছি,তাই তোকে ডাকলাম!(ইভা)
• ওও।তাই নাকি?থেংক্স অনেকদিন ধরে খাওয়া হয়না!
• এই নে।(নুডুলসের বাটি আমার দিকে বাড়িয়ে দিয়ে) [বাটি খুলে খাওয়া শুরু করলাম ব্রেঞ্চে বসে!পাশে ইভাও বসলো]
• অনেক মজা হয়েছে তো!এজন্যই তোকে এতো ভালো লাগে!(ইবু)
(ইভা তার উড়না দিয়ে আমার ঘামে ভেজা মুখটা মুছে দিচ্ছিলো।যেটা আমাকে আবারও ওর প্রেমে ফেলে দিলো)
• আচ্ছা তুই কি আমায় ভালোবাসিস?(ইবু)
• কেন?(ইভা)
• না বল!ভালোবাসিস?
• জানি না!
• তোর মধ্যে আমি আমার ভালোবাসা খুজে পাই।
• তাই নাকি?
• আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি কিন্তু তুই সেটা বুঝিস না।নাকি বুঝার চেষ্টা করিস না কিছু ই বুঝি না?
• জানি না।নুডুলস কেমন হয়েছে?
• হুম ভালো।আজকে তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে কত কিছুই না হতো!
• কি হতো শুনি?
• না।আর বলে লাভ নেই।
• মনে কর আমি তোকে ভালোবাসি।এখন বল!
• তাহলে বল I love you!
• না।কেউ শুনে ফেলবে!
• এখানে কেউ থাকলে তো শুনবে!
• ও।কেউ নেই?
• না।বল!
• চোখ বন্ধ কর!
• এই নে করলাম!বল
• i love you (কানেরকাছে ফিসফিস করে বললো)
• সত্যি বললি তো?
• হুমম।(বলেই উঠে চলে যেতে লাগলো ইভা)
• এই শুন।নিবি না?
• কি নিবো?
• একটা সারপ্রাইজ আছে!
• আচ্ছা দে!
• চোখ বন্ধ কর!
• আচ্ছা করলাম!তারাতারি দে!
(কপালের চুলগুলো হাতদিয়ে সরিয়ে,আস্তে করে কপালে একটা চুম দিলাম!ইভা সাথে সাথেই বুকে জড়িয়ে ধরলো!তখন আর বোঝার বাকি রইলো না যে ইভা আর কারো হতেই পারে না!ইভা শুধু আমার!)
[কখনো কিছু পাওয়ার জন্য ব্যাকুল হলে সেটা পাওয়া অনেক কষ্টকর হয়ে পরে।বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া হয় না।তাই ধৈর্য্য ধারণ করে একাগ্রতা সাথে মন থেকে চাইলে পাওয়ার সম্ভবনা একটু বেশি থাকে!!!!!