চলো না ভিজি

চলো না ভিজি

আভার কথায় আমি একটু অবাকই হলাম।একটু না, বেশ ভালই অবাক হলাম।বলে কি মেয়েটা! দুপুরে খেয়ে একটু শুয়েছি মাত্র,তখনি আভা কথাটি বললো। আমি ওর চুলের দিকে তাকিয়ে দেখি এখনও চুল শুকায়নি।আধ ঘন্টা হবে গোসল করেছে।চুল এখনও পুরোপুরি শুকায়নি।আর সে বলে এখন বৃষ্টিতে ভিজবে। বাইরে প্রচন্ড বৃষ্টি।ভেবেছিলাম ঘুমটা ভালই হবে কিন্তু এই মেয়েটা কখন কি আবদার করে বসে সেটাই বোঝা মুশকিল। আমি আভাকে বললাম,

-মাত্রই তো গোসল করলে,এখন আর ভিজতে হবে না।আসো একটু ঘুমাই।
-না, আমি ভিজবো।আর তোমাকে নিয়েই। আভাকে এখন কি করে বোঝাই যে ভিজলে আমার জ্বর চলে আসবে।
-আচ্ছা তাহলে আজ না,অন্য কোন দিন।
-না,আজকেই এখনি।চলো।

আমি এবার বিছানা থেকে উঠে আভাকে কোলে করে এনে শুয়িয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে আমিও শুয়ে পড়লাম।দেখি এবার কিভাবে বৃষ্টিতে ভেজে। আভা এবার একটু রাগ দেখিয়েই বললো,

-ছাড়ো আমাকে, আমি ভিজবই।
-না বলছি, না।
-হ্যা,আমি ভিজবো আর এখনি ভিজবো।

আভার কথায় এবার আমার রাগটা একটু বেড়েই গেলো।সবসময় যেটা বলে সেটাই করি।আর আজ ও এমন করছে।আমি এবার ওকে তুলে একটু তাড়াতাড়িই ছাদে উঠে গেলাম। বেশ জোরেই বৃষ্টি পড়ছে।ওকে ছাদে বৃষ্টির মাঝে রেখে চলে আসলাম।ভিজুক ইচ্ছে মত ভিজুক। আমি জানি মেয়েটা অবাক চোখেই তাকিয়ে আছে।ওর সাথে এমন আমি কোনদিনও করি নি।তবে আজকে একটু বেশীই করে ফেলেছিল। রুমে এসে শুয়ে পড়লাম।ঘুমটা অতীব জরুরী।তবে আভাকে এভাবে রেখে আসা ঠিক হলো না বোধয়।মেয়েটা তো শুধু আমার সাথেই ভিজতে চেয়েছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি।

ঘুমটা ভাঙতেই দেখি বাইরে আগের মতই বৃষ্টি পড়ছে।ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় ছয়টা বাজে।ঘুমটা বেশ ভালই হলো।আমি উঠে ফ্রেশ হয়ে আভাকে ডাক দিলাম।কিন্তু কোন সাড়াশব্দ নেই। মেয়েটা তাহলে বেশ রেগে আছে।আমি এক এক করে সব জায়গায়ই খুজলাম কিন্তু আভাকে পেলাম না।এই মেয়েটা আবার কোই গেলো। ও কি এখনও ছাদে।আমি আর কিছু না ভেবেই ছাতাটা নিয়ে ছাদে চলে গেলাম।যেটা ভাবছিলাম সেটাই। আমি ওকে যেখানে দাড় করিয়ে রেখে গিয়েছিলাম ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে।তার মানে এতক্ষন ও এই বৃষ্টির মাঝেই এই ভাবেই দাঁড়িয়ে ছিল।নিজের কাছেই কেমন যেন খারাপ লাগা কাজ করলো। আমি ছাতাটা নিয়ে আভার মাথায় ধরতেই মেয়েটা আমাকে দেখে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল।এদিকে ছাতাটা হাত থেকে পড়ে একদম ভিজে একাকার হয়ে গেলাম।আমি আভাকে কিছু বলার আগেই মেয়েটা বললো,

-আসলে আমি বুঝতে পারিনি তুমি এতটা রেগে যাবে। আমি তোমাকে অনেক বেশীই ভালবাসি।অনেক বেশী।
-কিন্তু তুমি এখনও ভিজতেছ কেন?
-তুমি না আসলে আমি এখানেই থাকতাম।তুমিই রেখে গেছো তুমিই নিয়ে যাবা।

আভার কথায় আমি কিছু বলতে পারলাম না।মেয়েটা একটু বেশীই অভিমানী।এই তিন ঘন্টা ও এখানে এক ভাবেই দাঁড়িয়ে ছিল।এই মেয়েটাকে আর যাই হোক কখনও ছেড়ে থাকতে পারবো না। এই তুমি তো ভিজে যাচ্ছ।কথাটি বলেই আভা ছাতাটা তুলে আমার মাথায় ধরলো।বৃষ্টির পানিতে ওর চোখের পানি মিশে গেলেও ওর মুখের অভিমান টুকু আমি স্পষ্টই দেখতে পেলাম। আমি এবার আভার হাত থেকে ছাতাটা নিয়ে ফেলে দিয়ে বললাম,

-আজ ভিজব আমার পাগলী বউটার সাথে।চলো ওদিকটায় যাই।

আমি আর আভা ভিজছি।মেয়েটা আমাকে এখনও শক্ত করেই জড়িয়ে ধরে আছে।তবে ওর মুখে হাসিটা দেখে আমার বেশ ভালই লাগছে।মনে হচ্ছে এই হাসিটা দেখেই সারাজীবন কাটিয়ে দিতে পারবো।অবশ্যই পারবো।।।।

(সমাপ্ত)

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত