বান্দবি যখন গালফ্রেন্ড

বান্দবি যখন গালফ্রেন্ড

কুত্তা, বিলাই, হনুমান, তোরে আমিইই আজ খুন করে ফেলব। আমারে পাপ্পি দেওয়া। (মিম)

– এহহহ আমায় ধরতে পারলে তো? (আমি)
– ওই শালা তুই দাড়াবি না আমার বাবাকে ফোন দিব?
– এহহ তোর ওই ভোটকা ঘুস খোর বাপরে আমি কি ভয় পাই নাকি হুহহহ?
– তুই শুধু দাড়া তোরে আজ আমিইইইইই।

ভাই এমনিতেই তো রাগের রানি। আজ আবার পাপ্পি দিছি। জানিনা কি করবে ধরতে পারলে। তার উপর আবার ওর বাপে ওসি। হে গড রক্ষা কর মোরে! আর। তারপর বাসায় এসে দেখি মিম এর বাপে আমাদের বাসায় ওরে বাপরে বাপ হে গড। আমারে বাচাও

– এই যে এদিকে আসো..? (মিমের বাবা)
– জ্বি হ্যা আংকেল ব ব ব বলুন? (আমি)
– কি ব্যাপার আমারে দেখে তো তো তোতালাচ্ছিস কেনো..?
– জ্বি আংকেল আ আ আপনিই তো নি নি নিজেই তোতলাচ্ছেন…?
– চু চু চু চুপ। বল আমার মেয়ে কোথায়…?
– জ্বি আংকেল বাসায় গেছে..!
– যদি বাসায় না থাকে তাহলে ত ত তোরে তারপর বলেই চলে গেলো মিমের বাবা ভাই আমার হাসি ও পেয়েছিলো আর ভয় ও লাগছিলো কারন। মিমের বাপে তোতলায়। আমি অবশ্য তোতলাই না তবে ভয়ে আজ কে…!

– কি রে দেখি কি ফোন আনলি…? (মা)
– মা আসলে না হয়েছে কি..? (আমি)
– কি হয়েছে?
– আমি ফোন কিনি নাই।
– সে কি তোর না ফোন টা নাকি চলে না।
– এই যে নাও টাকা গুলো তোমার কাছে রাখো। আর এটাই ভালো করে চালাতে পারব কোন সমস্যা নাই।
-আচ্ছা এবার মাসের বেতন পেলে আমি নিজে একটা কিনে দিবো তোকে…!

ঘরে শুয়ে আছি ওমনি অচেনা নাম্বার থেকে ফোন। আমি জানি এটা মিম এর কল তাই ধরলাম না। বার বার কল দিচ্ছে তবুও ধরলাম না। মোবাইল টা সুইচ অফ করে রাখলাম।

– ওই সকাল নয় টা বাজে কখন ঘুম থেকে উঠবি? কলেজ আছে না (মা)
– কিইইইইইইই নয়টায়ায়ায়ায়ায়ায়া_ আগে ডাকবা না?
– ৮ টা থেকে ডাকছি আমার কথা তো কোনো কানে জায় না তোর…!

তারপর আর দেড়ি না কর ঝটপট রেডি হয়ে গেলাম আর কলেজ এর উদ্দেশ্য রওনা দিলাম..! কলেজ গেট পার হয়ে
দেখছি আমার সামনে মিম। আমি অন্য পাশ দিয়ে চলে যেতেই

– এই এদিকে আয়…..? (মিম)
– হ্যা কি হয়েছে বলুন….? (আমি)
– ঠাসসসসসসসস_ঠাসসসসসসসসসস_..?
– কি ব্যাপার মারলে কেনো…? ( একটা গালে হাত দিয়ে)
– ঠাসসসসসসসসসস_ ..!
– আরে আজব তো শুধু মেরেই যাচ্ছে।(এবার দুই গালে দিয়ে বল্লাম)
– তোকে কাল ৪৩ বার কল দিয়েছে তুই কল ধরিস নাই কেনো?
– আমি কি জানি ওটা তোর নাম্বার? আমিতো ভাবছিলাম (পুরোটা শেষ না করতেই)

– চুপ একদম চুপ? আর একটা কথা বলবি তো.. তুই জানিস না ওটা আমার নাম্বার। আর তোরে তো এস এম এস দিছি তারপর ও ধরিস নাই ক্যান?
– আসলে আমার ফোন টা হঠাত অফ হয়ে গেছে তাই।
– যখন খোলা ছিলো তখন ধরিস নাই কেনো?
– না মানে ইয়েএএএ….
– চুপ (ধমক দিয়ে) গাল থেকে হাত নামিয়ে ক্লাসে যা ?
– আমি দারিয়ে আছি….!
– ওই শালা তোরে বলছি না ক্লাসে যা । ভ্যাবলার মতো দাড়াই আছিস ক্যান?

তারপর আর কিছু না বলে ক্লাসে চলে গেছি। কি মেয়ে রে ভাই কোন কথা না বলেই আগেই থাপ্পর ইসস গাল টা ব্যাথা করছে। চুপচাপ ক্লাসে বসে আছি। কিচুক্ষন পর ভুতের আগমন। কি ভাবছেন ভুত টা আবার কে? আসলে মিম আমি ওকে মাঝে মাঝে ভুত বলে ডাকি। একদিন ওকে ভুত বলছিলাম বলে সোজা থাপ্পর দিছে সেদিন থেকে আর ভুত বলি না তবে মনে মনে ওর সামনে বল্লে রক্ষা নাই। ও সোজা আমার পাশে এসে বসলো….? ক্লাস চলছে আমি ওর দিকে তাকাচ্ছি না ক্লাসে মনযোগী হওয়ার চেস্টা করছি। কিছুক্ষন পর মিম আমার হাত টা ধরলো। আমি একটা ঝটকা মেরে হাত টা সরিয়ে নিলাম। আবার হাত টা ধরলো…

– সরি….? (মিম)
-আমি চুপ!
– সরি… তো। রাগের মাথায় মেরে ফেলেছি।
– আমি ক্লাসেরর দিকে তাকিয়ে আছি!
– ওইইই রাফি সরি….!
– আরে ওটা কোন ব্যাপার না। আমার মতো ছেলে শুধু মার খাওয়ার জন্যই এসেছে!
– এভাবে বলছিস কেনো…? (দেখলাম চোখের কোনে জল জমে গেছে)
– তো কিভাবে বলব? আর তুই কেনো সরি বলছিস ভুল তো আমার। আমার সরি বলা উচিত… সরি….!

– মিম আর কিছু বলছে না। একবার তাকিয়ে দেখলাম কেদেই ফেলেছে।
– আরে কি আজব ক্লাস টা কাদার জায়গা?
– মিম তুমি কাদছো কেনো? (ম্যাডাম)
– চুপ (মিম)
– এই ফাজিল ছেলে রাফি তোমায় কিছু করেছে তাই না! ওকে দাড়াও।
এই কি করেছিস? (ম্যাডাম)
– ম্যাডাম কিচ্ছু করিনি আমি বিশ্বাস করুন?
– তোর মত ফাজিল রে আমার আগে থেকেই চেনা আছে। কান ধর?
– কিইইইইইইইইই?
– হ্যা যা বলেছি তাই কর। আর মিম কে সরি বল?
– মা সত্তিই আমি কিছু করিনি বিশ্বাস করো?
– ওই চুপ একদম চুপ। যখন বাসায় জাবো তখন তোর মা আমি আর এখন ম্যাডাম। চুপচাপ কান ধরে ১০ বার উঠবস কর আর মিম কে সরি বল!
– আমি পারব না!
– তারপর আমার মা ও থুক্কু এখন তো ম্যাডাম কারে যেন কল দিচ্ছে
– হ্যালো অফিসে মোটা লম্বা বড় বেত টা আছে ওটা ক্লাসে নিয়ে আসেন তো (ম্যাডাম)
– এহহহহ না না না বেত আনার দরকার নাই আমি কান ধরে উঠবস করছি…!

তারপর বাধ্য হয়ে আমি কান ধরে উঠবস করলাম দশবার। আর তা দেখে মিম হেসে ফেলেছে। যাক বাবা তবুও তো হাসলো? কি মা রে ভাই নিজের ছেলেকে এভাবে ক্লাসে সবার সামনে কান ধরাবে আমার একটা ইয়ে আছে না। কি ভাবছেন ইয়ে আবার কি ওটা মানে প্রেস্টিজ। ধুর আর কিচ্ছু ভালো লাগছে না তাই সোজা বাসায় চলে আসলাম। আর তার কিছুক্ষন পর দেখি মায়ের সাথে মিম ও চলে এসেছে। কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। হঠাত মিম আমাদের বাসায়। আসলে ভাই এর আগে মিম কে অনেক বার প্রোপোজ করেছি উপহার হিসেবে শুধু পাপ্পি ও সরি থাপ্পর ই পেয়েছি। কিছুইতেই রাজি হচ্ছে না। না আর এই বাড়িতে থাকব না। তাই ব্যাগ গুছিয়ে নিলাম কিছুদিনের জন্নি ঘুরতে জাবো। ব্যাগ গুছা শেষ দেখি মিম আমার রুমে..! আমি ব্যাগ হাতে নিয়ে চলে যেতে লাগলাম অমনি মিম আমার হাত টা টেনে ধরে…

-ঐ কই জাস?
– যেখানে ইচ্ছে সেখানে জাহান্নামের চৌরাস্তায় তাতে তোর কি?
– আমাকে ছেড়ে যাবি..?
– তুই আমার কে? তুই কি আমার বিয়ে করা বউ যে তোরে ছেড়ে যেতে কস্ট লাগবে।
– এমন ভাবে বলছিস কেনো..?
– তো কেমন ভাবে বলবো শুনি। আমি এর থেকে ভালো করে বলতে পারি না।
– আমাকে ছেড়ে জাস না?
– মিম আমার হাত ছাড়। আমার দেড়ি হয়ে জাচ্ছে ওদিকে আমার জিএফ অপেক্ষায় আছে?
– কিইইইইই বল্লি শালা তোর জি এফ মানে। তোরে আজ কে খুন করেই ফেলব। শাশুমা আমাকে ফল কাটা ছুড়ি টা দেনতো।

– এই নাও বউ মা। (আমার মা ছুড়ি টা মিমের হাতে দিয়ে আবার চলে গেলো ) ভাই আমার তো মাথা মনে হচ্ছে এখনই ব্লাস্ট হয়ে জাবে এ আমি কি শুনছি বিয়ে না করতেই শাশুমা
– ওই বল তো কই জাবি…? (ছুড়ি টা আমার গলায় টেনে ধরে)
– এএএএএহহহ কোথথাও যাবো না। ছুড়ি টা নামাও?
– ছুড়ি কি নামানোর জন্য ধরেছি নাকি?
– প্লিজ ছুড়ি টা নামাও আমার ভয় করছে?
– আগে বল কে তোর জি এফ?
– এহহহ আমার কোন জি এফ নাই এমনি বলেছি?
– তাইলে শালা আমি কি হই তোর?
– দুলাভাই….!
– কিইইইই বল্লি তুই? আমি তোর দুলাইভাই
– আরে তুমিই তো আমাকে শালা বললা তাই আমি দুলাভাই কইছি.. আমার কি দোষ।
– আই লাভ ইউ। (মিম)
-এহহহ পাগলামী বন্ধ কর যা ভাগ এখান থেকে? (আমি)

– রিয়ালি লাভ ইউ!
– হইছে হইছে এখন যা?
– ওই সোজা কথা কানে যাচ্ছে না তাই না। আই লাভ ইউ টু বল?
– আমি তোরে ভালোবাসি না কেন বলব?
– ওকে তাইলে তোর আর বাচার কোন অধিকার নাই ছুরি টেনে দিচ্ছি?
– এই এটা কিন্তু দুই নাম্বারি!
– ধুর কয় নাম্বারি হয় হোক তাতে কি! বলবি নাকি গলায় টেনে দিবো??
– আই লাভ ইউ দুই!
– উম্মমায়ায়ায়ায়াহহহহহহহ
– আর একটা দাও না?
– চুপ, একটাই শেষ আর দিতে পারব না!
– ওই দাও না দাও না প্লিজ প্লিজ প্লিজ….?
– আচ্ছা বাবা আচ্ছা দিচ্ছি তার আগে পাঠক দের চলে যেতে বলো। আর লজ্জা করছে….?
– কি ব্যাপার পাঠক ভাইয়েরা আপনারা এখন ও আছেন এখন যান। আমারে উম্মায়াহহহ দিবে।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত