আমি আসিফ,এবার অনার্স প্রথম ইয়ারে অধ্যায়নরত।বাবা মায়ের একমাত্র হারামজাদা!!! i love facebook and আমার সম্পর্কে আর কিছু বলার দরকার নাই!!! তো ফেসবুককে ভালবাসার দরুন,কলেজ কেম্পাসে বইসা, ফেসবুকে গল্প লিখছিলাম- এমন সমই এক পরির আগমন, গোলাপি ড্রেসে জাস্ট কি লাগছিল না,,,,বাহ বাহ,,,
— ওই পিংকি?? একটু শোন??
কি ভাবছেন? ওরে আমি চিনি? আরে নাহ? এই প্রথম তো ওরে দেখলাম,আর দেখেই ক্রাশ খাইলাম!!!
তো, এবার আমি আমার কাজে মন দিলাম। মানে ফোনে মুখ গুজলাম আর কি!!
—এইযে শোনেন, এই মিস্টারররর,,,( তুরি মেরে)
— হুম।।
— আমাই ডাকলেন কেন?
— কবে? কখন? কোথাই?(একটু ভাব নিয়ে)
— তো, পিংকি বলে কে ডাকল সুনি,আপনার মাথা????
এই খাইছেরে, আমি কেম্নে জানমু যে ওর নাম পিংকি!!! আমিত গোলাপি ড্রেসের জন্য পিংকি বলছি,,,,
— মানে আপনার নাম পিংকি?
— হুম,am jannatul maoa pinki.আর আপনি আমার নাম জানলেন কিভাবে?
—- দিলের একটা কানেকশন আছে না!( অস্পস্ট ভাবে)
— এই, কি বললেন? আবার বলেনত দেখি,,,
— নাহ,আসলে আপনি গোলাপি কালার জামা পরে আছেন তো তাই পিংকি বলছি!!!
—hmm.তা বুঝলাম কিন্তু ডাকেন কেন? (কি মাইয়ারে বাবা, সেই প্রথম থেকে প্রশ্ন করতেই আছে)
— এইযে, মিস্টার আপনাকে কিছু বললাম,,,
— আসলে,আমি কি আপনার বন্ধু হতে পারি??
— নাহ,(পিংকি)
— কেন?
— কারন,আমি চাই না!
— তো bfবানাবেন?
— কিহ,!!!!
— নাহ,কিছু না আমি এখন যাই পরে কথা হবে।
আরে বাহ যে রেগে গেছে,আর কিছুখন ওখানে থাকলে যে কি করত। তবে চান্দু,তোমারে যে আমি গফ বানাবই!!! hmm,
— hi.pinki.
—কি চাই।
— বন্ধু হতে চাই,,,
( কি ভাবছেন,আপনাদের কাছে বকবক করলাম, গফ বানাব আর এখানে বন্ধু হতে চাচ্ছি।আসলে ভালবাসার শুরুটা ফ্রেন্ডশিপ দিয়ে হলে তা দিরঘস্থায়ি হয়।।।।)
— পারবো না।
— তো, কি প্রেম করতে পারবেন?
— আপনি তো, বেশ ফাজিল।
— hmm.তো, আমরা কি ফ্রেন্ডস্।
—আচ্ছা,,,,ঠিক আছে।(পিংকি)
—অবশেষে,,,,
— হুম।আপনি,যে ফাজিল, নইলে তো কুকুরের মত পিছে পিছে ঘুরবেন।
— সে যাই বলিস,এখন চল ও দিকটাই যাই,,
— আমরা তো, এখন ফ্রেন্ড না?তোবে তো, তুই করে বলতেই পারি।
— ওকে,চল,,, ক্রিংক্রিং ক্রিংক্রিং,,,,,উইমা,এসময় আবার কোন হালা ফোন দিল। দুরররর,,,,এটা তো পিংকির ফোন বাজতাছে,,,
— হুম,আম্মু,,, (পিংকির আম্মু)
— কিহ,আমি এখনি যাচ্ছি।
—- পিংকি, কি হইছে?
—- আব্বু,খুব অসুস্থ, এখনি যেতে হবে। আমি যাইরে কাল কথা হবে।
বলে, পিংকি চলে গেল। দুরররর,,,ওর সাথে একটুও সময় কাটাতে পারলাম না। আমি আর এখানে থেকে কি করব,তাই বাড়ি চলে আসলাম। বারবার পিংকির কথা মনে পারছে। কিছুতেই কিছু করতে পারছিনা।দিনটা যে যেতেই চাচ্ছে না।কবে যে আবার ওর সাথে দেখা হবে। নাহ,এবার একটু ঘুম দিতে হবে।, আজ খুব জলদি কলেজ আসছি। কিন্তু পিংকি কো থায়।ওকে ত দেখছিনা। ওকি আসেনি!! এগার টা পর্যন্ত ওয়েট করলাম কিন্তু পিংকির দেখা মিল্লনা। আজ দিয়ে তিন দিন চোলে গেল,কিন্তু পিংকির দেখা নেই। কোন সকাল থেকে,কলেজ কেম্পাসে বসে আছি,আজ যদি প্রিওশির দেখা মেলে,,,, আরে ওই তো, পিংকি আসছে। হাই,পিংকি কেমন আছিস?
— ভাল।
— আংকেল কেমন আছে?
— হুম, ভাল আছে। এখন চল ক্লাশে যাই।
— হুম, চল। অতপর দুজনেই ক্লাশে এসে বসলাম।প্রথম ক্লাশ বাবর সারের, একেবারে বোরিং!!!
— ওই,আসিফ? এদিকে কি দেকছিস?(পিংকি)
— হুম, তোকে!!!!!
— আগে দেখিসনি বুঝি?
— দেখছিরে,দেখছি,,,তোকেই তো সারাক্ষন দেখি,,,কি করব বল তোকে যত দেখি, আরও দেখার ইচ্ছা করে।
— ওই,এবার তোর ফাজলাম রাখ,আর ক্লাশে মন দে।
— মন তো এক্টাই ছিল,আর সেটা তুই নিয়ে বসে আছিস।(অস্পস্ট ভাবে)
— ওই,কি বললি?( পিংকি)
— না কিছু বলিনি তো।
— না,আমি জানি তুই কিছু একটা বললি।যলদি বল।
— আমি বললাম যে,তোর মাথাটা অনেক বড়!!
— কি আমার মাথা বড়? তুই তো একটা মাথামোটা। ক্লাশটা শেষ হতে দে তারপর তো কে মজা দেখাচ্ছি।
— হুম,হুম,দেখা যাবে কি করতে পারিস।
— ওই, মাথামোটা? পাগলির জামাই! তুই তখন আমারে কি বললি? যে আমি তোর কিছু করতে পারবনা? এবার দেখ কি করি,,, ওই,থাম,কি করছিস? বাচ্চা ছেলে টাকে এভাবে মারছিস কান? মরে যাব তো!
— কি বাচ্চা ছেলে,?
— তা নইত কি, এখনও বউ এর আদর পাইনি, বাচ্চা নই কি,হুম।
— নাও বাবা ফিডার খাও,,,, হিহি,,,
— পিংকি?
— কি?
— তুই হাসলে না তোকে অনেক সুন্দর লাগে। বারবার তোর প্রেমে পরে যাই।
— তো, আমি কি করব?
— কি আর করবি আমার সাথে প্রেম কুরবি!!!
— ভাগ।তর মতো একটা মাথামোটা কে ভালবাস তে আমার বয়ে গেল।
ওকে যত বারি ভালবাসার কথা বলি,ও উরিয়ে দেয়।পাগলি টা যে কেন বোঝেনা, ওকে কত্তটা ভালবাসি।।।ওকি কখনই আমার ভালবাসা বুঝবেনা!!! নাহ ওকে এবার সিরিয়াছলি বলতে হবে।আর চেপে রাখতে পারছিনা। এবার ওকে একটা ফোন দেই। দেখি আমার পাগলি টা কি করে,,
—hello,কি করিশ?
— তর মাথা ফাটার প্লান করতাছি!!!
— কিহ, তর হবু বরের মাথা ফাটাবি?
— কে,হবু বর,হুম? তুই?
— তা নইত কে হবে?
— স্বপ্নদেখ!!
— হা,দেখি তো।,,,ওই শোন। তোর সাথে সিরিয়াস একটা কথা আছে।কাল একটু কলেজে যলদি আসিস।
— হুম। দেখব,,,,(পিংকি)
আজ, খুবি নারভাস লাগছে।ওর সামনে যেতেও যেন ভয় করছে।ওকি আমাই ভালভাসে? নাকি আগের মত কিল ঘুষি দিবে? আল্লাহ্ ই জানে!! না আর ভয় করলে চলবেনা এবার যাই, ঘট করে গিয়ে কট করে মানের কথাটা বলে ফেলি।
— hi,pinki.
—হুম,কি যেন বলবি বলে,আমাই এত সকালে কলেজে আনলি।এখন বলে ফেল দেখি তর সেই সিরিয়াস কথাটা।
— বলব তো,
— তো বলনা?
ওর সামনে হাটু গেরে,,,,, pinki,,i love u.. তোকে আমি আনেক ভালবাসি। প্রথম যখন তোকে দেখি সেদিনি ভালবেসে ফেলি।তুই কি আমার হবি?তোকে ছাড়া আমি একদম বাচবনা।প্লিজ আমাই একটু খানি ভালবাসা দে,কথা দিচ্ছি কখন ছেরে যাবনা।,, ওই শোন এবার কিন্তু সব সিরিয়াসলি বললাম,,হুম!!
—i love u too mathamota!!
কেন বুঝিসনা তকেউ যে আমি অনেকটা ভালবাসি।সত্যি বলতে সেদিনি তোর প্রেমে পরে গেছিলাম যেদিন তুই আমার বন্ধু হতে চাইলি।
— কিহ,তো, এতদিন আমাই ঘুরালি কান? হুম?
— একটু বাজিয়ে দেখছিলাম আর কি কতটা ভালবাসিস আমাই!!!!
— তাহলে কি দেখলি?
— হুম,দেখলাম যে আমার পাগলটা কখন আমাই ছেরে যাবেনা!!
— হুম,
অতপর শুরু হল এক নতুন পথচলা,,,℞
THE END