মেয়েঃ hi babu
 
ছেলেঃ হ্যাঁ sona বলো..
 
মেয়েঃ কি করছো..?
 
ছেলেঃ কিছু না..তুমি..?
 
মেয়েঃ আমি তোমায় খুব মিস করছিলাম,
 
ছেলেঃ সত্যি…?
 
মেয়েঃ হ্যাঁ babu সত্যি ।
 
ছেলেঃ
 
মেয়েঃ তুমি মিস করো না আমায়…?
 
ছেলেঃ হুম না..
 
মেয়েঃ কেনো…??
 
ছেলেঃ এমনি, তোমায় মিস করতে আমার আর ভালো লাগে না।
 
মেয়েঃ সত্যি বলছো
 
ছেলেঃ হ্যাঁ..
 
মেয়েঃ…
 
ছেলেঃ একটা কথা বলবো..?
 
মেয়েঃ হ্যাঁ বলো..
 
ছেলেঃ যদি তুমি কোনোদিন জানতে পারো আমি অন্য কাউকে ভালোবাসি তখন তুমি কি করবে..?
 
মেয়েঃ এই প্রশ্নের উওর আমার কাছে নেই।
 
ছেলেঃ বলো না…
 
মেয়েঃ কি করবো তুমি জাননা?
 
ছেলেঃ না,,তোমার মুখ থেকে শুনতে চাই বলো।
 
মেয়েঃ আমার বিশ্বাস আছে তুমি এই সব কাজ করবে না।
 
ছেলেঃ আর যদি বলি আমি সত্যি বলছি?
 
মেয়েঃ তাহলে আমি হাসি মুখে তোমাদের Relation টাকে মেনে নিবো।
 
ছেলেঃ সত্যি..?
 
মেয়েঃ হ্যাঁ সত্যি…
 
ছেলেঃ তাই বুঝি..?
 
মেয়েঃ নাটক করো না বলছি,,,বলো মেয়ে টা কে..?
 
ছেলেঃ আছে একজন ।
 
মেয়েঃ তুমি যদি ওকে বলতে না পারো তাহলে আমাকে বলো আমি বলে দিবো।
 
ছেলেঃ তুমি না আমায় ভালোবাসো..?
 
মেয়েঃ হ্যাঁ বাসি,কিন্তু আমার এই ভালোবাসাতে তুমি যদি খুশি না হও,,তাহলে আমি কি করে খুশি হতে পারি বলো..?
 
ছেলেঃ তুমি সুখে থাকতে পারবে তো..?
 
মেয়েঃ হ্যাঁ,,,তুমি যদি অন্য কাউকে ভালোবেসে সুখে থাকো তাহলে তাতেই আমার সুখ ।
 
ছেলেঃ পারবে আমাকে ছাড়া থাকতে?
 
মেয়েঃ হ্যাঁ পারবো,,বিশ্বাস করো তোমাকে কোনোদিনও বিরক্ত করবো না..।
 
ছেলেঃ আমার সুখের জন্য এতো কিছু ত্যাগ করতে পারবে..??
 
মেয়েঃ হ্যাঁ,,,কেনো পাবো না..?
 
ছেলেঃ তাহলে আমায় ভালোবেসে ছিলে কেনো..?
 
মেয়েঃ অভ্যাস হয়ে গেছে..।
 
ছেলেঃ I am So Sorry Sona
 
মেয়েঃ বাবু তুমি কাঁদছো কেনো..?
 
ছেলেঃ এতোটা ভালোবাসো আমায়..?
 
মেয়েঃ তুমি জানো না..?
 
ছেলেঃ জানি,,কিন্তু এতোটা ভালোবাসো জানতাম না…
 
মেয়েঃ আজ বুঝতে পেরেছো..?
 
ছেলেঃ হুম বাবু..
 
মেয়েঃ সত্যি কি জানো…?
 
ছেলেঃ কি…??
 
মেয়েঃ তোমাকে ছাড়া আমাকে থাকতে হবে এইটা আমি এক মুহূর্তের জন্য ভাবিনি.. তোমাকে ছাড়া সুখে থাকা তো দূরের কথা..আমি তোমাকে ছাড়া বাঁচতে পর্যন্ত পাবো না।
 
ছেলেঃ তাহলে বললে কেনো,,আমার সুখেই তোমার সুখ..?
 
মেয়েঃ আমি তোমাদের ভালোবাসার মাঝে কাটা হতে চাই নি….তাই বলেছি..।
 
ছেলেঃ আমি শুধু তোমার বাবু,,আমাকে ভালোবাসার অধিকার এক মাএ তোমারেই বাবু…।
 
মেয়েঃ আসলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না..
 
ছেলেঃ I Love You Babu..
 
মেয়েঃ I Love You too Sona…
 
  
 Loading...
Loading...












