এক তরফা ভালোবাসা

এক তরফা ভালোবাসা

আমিঃ Hi..

স্বপ্নাঃ Hlw..

আমিঃ কি করছিস..?

স্বপ্নাঃ কিছু না..

আমিঃ ওহ্

স্বপ্নাঃ তুই কি করছিস..?

আমিঃ কিছু না বসে আছি ।

স্বপ্নাঃ hmm

আমিঃ আচ্ছা একটা কথা বলবো ..?

স্বপ্নাঃ বল..

আমিঃ তোর BF নাই না?

স্বপ্নাঃ না নেই,, তুই জানিস না, দেবো একটা চর আবার জিজ্ঞাসা করলে।

আমিঃ না মানে…

স্বপ্নাঃ কি না মানে??

আমিঃ না কিছু না হাহাহা..

স্বপ্নাঃ পাগল কোথাকার..

আমিঃ হ্যাঁ তোর জন্য

স্বপ্নাঃ মানে..

আমিঃ কিছু না।

স্বপ্নাঃ “কিছু না” বলে একদিন তুই কিছু একটা হারাবি তখন বুঝবি বলে দিলাম।

আমিঃ তুই কি করে জানিস।

স্বপ্নাঃ না এমনি বললাম ,,জানিস আমাকে একটা ছেলে Like করে।

আমিঃ কোন ছেলে বললি না তো

স্বপ্নাঃ এমনি বললাম hehehe

আমিঃ এমনি বলছি বলে তুই আমাকে কোনোদিন ভুলে যাবি না তো।

স্বপ্নাঃ মানে.?

আমিঃ না কিছু না,, কি করছিস??

স্বপ্নাঃ তো মাথা বলবো না..

আমিঃ বলতে হবে না।Dinner করছিস..?

স্বপ্নাঃ না করিনি,,তুই করছিস..?

আমিঃ হুম করছি..।একটা কথা বলবো ..?

স্বপ্নাঃ হুম বল না..

আমিঃ আমরা তো Best Friend তাই না।

স্বপ্নাঃ হুম Best & Close Friend..

আমিঃ hahahaha

স্বপ্নাঃ তো কি হইছে,,

আমিঃ যদি কোনোদিন তের BF হয় আমাকে ভুলে যাবি না তো..?

স্বপ্নাঃ আরে না কি বলছিস তুই আমার best friend তোকে কোনোদিন ভুলবো না।

আমিঃ সত্যি তো..?

স্বপ্নাঃ হুম সত্যি,,,আবার তোর gf হলে আমাকে ভুলে যাস না ।

আমিঃ আমি gf বানাবো না।

স্বপ্নাঃ দেখা যাবে

আমিঃ হুম,,আচ্ছা যদি তুই bf বানাস তাহলে আমাকে বলিস তোকে আর মেসেজ বা কল করবো না।

স্বপ্নাঃ কোনো করবি না..?

আমিঃ না তখন তো তুই তোর bf সাথে কথা বলবি আমার জন্য কি তোর সময় হবে,,তুই কয়জন কে reply দিবি..?

স্বপ্নাঃ দুইজন কেই দিবো।

আমিঃ দেখা যাবে।

স্বপ্নাঃ আচ্ছা পরে কথা বলছি মা খেতে ডাকছে,,

আমিঃ আমি বেশি রাত পর্যন্ত জাগে থাকতে পারি না জানিস না।

স্বপ্নাঃ হুম তাই তো বলছি ঘুমিয়ে পর,,Good Night

আমিঃ Good Night You Too..

স্বপ্নাঃ Bye..

আমিঃ Bye Bye..

সেই রাতে কেনো জানি আমার ঘুম আসছিলো না “ওহ্ আমি তো আমার নাম বলতেই ভুলে গিয়েছি আমার নাম “সাকিব””। আমার বার বার তার কথাই মনে পরছিলো।আমি মনে মনে বলছিলাম তাকে ছাড়া আমি থাকতে পারবো তো ,,আমি তো তাকে অনেক ভালোবাসি,,তাই আমি ঠিক করলাম তাকে proposed করবো। এই গুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পরি,,,তো সেই রাতেই আমার গ্রামে বাড়ি থেকে খবর আসে যে দাদা নাকি অনেক অসুস্থ তাই মা বাবা ও আমি গ্রামের বাড়ি চলে যাই,,

কিন্তু তারাতারি করার ফলে আমি আমার মোবাইল তাই নিতে ভুলে গেছি। তার পর অনেক কষ্ট পেলাম। আর ভাবলাম এতো দিন যখন অপেক্ষা করতে পেরেছি না হয় আর কিছু দিন অপেক্ষা করলাম। প্রায় ৪ দিন পর বাসায় আসি ,এসেই প্রথমে মোবাইলটা on করি ,করেই facebook এ যাই দেখি সে মেসেজ করছে,,মেসেজ টা ছিলো “কিরে পাগল কোথায় গেলি,,তুই কি আমার উপর রাগ করছিস,,,আমি তো কিছু করি নাই তাহলে রাগ করে আছিস কেনো,,,,তোকে phone করসি কিন্তু যাচ্ছে না কিরে তুই কি মরে গেছিস নাকি আচ্ছা online এ আসলে আমাকে মেসেজ করিস,,ও তখন online নেই ছিলো।

আমিঃ Hi

স্বপ্নাঃ Hlw,,কেমন আছিস?,, এতদিন কোথায় ছিলি??

আমিঃ দাদা অসুস্থ ছিলো তাকে দেখতে গেছিলাম,,, আর মোবাইল টাও নিতে ভুলে গেছিলাম,,

স্বপ্নাঃ ওহ্,,

আমিঃ তোর জন্য একটা surprise আছে।

স্বপ্নাঃ আগে আমি তোকে একটা surprise দিবো,,

আমিঃ আচ্ছা বল..?(আমি মনে মনে ভাবলাম আমাকে মনে হয় proposed করবে)

স্বপ্নাঃ আমাকে না সেই ছেলেটা proposed করছে।

আমিঃ কোন ছেলেটা..??

স্বপ্নাঃ সেই দিন যে বললাম একটা ছেলে আমাকে খুব like করে,,,ছেলেটা দেখতে অনেক ভালো,,সে বলেছে সে আমাকে খুব যত্ন করবে,,আর এইটা বলার জন্যই তোকে phone করছিলাম ।

আমিঃ ও,,, কিন্তু আমি যে তোকে…

স্বপ্নাঃ তুই তো কি..?

আমিঃ না কিছু না,,,তা তুই কি বললি,,

স্বপ্নাঃ কি বলবো বুঝতে পারছি না,,,,তুই বল কি বলবো??

আমিঃ হ্যাঁ বল।

স্বপ্নাঃ ok thanks dost

আমিঃ welcome

স্বপ্নাঃ আচ্ছা bye ও Online এ আসছে।পরে কথা বলবো

আমিঃ bye

আপনারা হয়তো ভাবছেন যে আমি শেষ সময় proposed করলাম না কেনো।আসলে আমি বুঝতে পেরেছিলাম যে ও সেই ছেলেটাকে আপন করে নিছে তাই তো সে একবারও জানতে চাইলো না যে আমার surprise টা কি ছিলো ।
আর এইটাই ছিলো ওর সাথে আমার শেষ কথা তারপর থেকে আজ পর্যন্ত ওর সাথে কথা হয়নি। ভালোবেসেছিলাম ঠিকই কিন্তু বলার সাহস হয়নি আর এখন বলার সাহস হয়েছে কিন্তু সময়টা🕐 চলে গেছে। আমি এখনোও ওর মেসেজের অপেক্ষা করি। আসলে একটা ছেলে বা মেয়ে কখনো Best friend হতে পারে না যদিও পারে তাহলে একজনকে তার মনের কথা চেপে রাখতে হয় ।

অনেকেই আছে যারা বন্ধুত হারানোর ভয়ে নিজের মনের কথা বলে না। মনে মনে ভাবতে থাকে যদি বন্ধুত রাগ করে ভেঙে দেই। আপনারা আমার মত ভুল করবেন না। বলে দিবেন নিজের মনের কথা । বলে বন্ধুত যাবে না যদি তার উওর নাও হয় আপনাদের বন্ধুত থাকবে আর যদি উওর “হ্যাঁ ” হয় তাহলে তো কোনো কথাই নেই । তাই সময় থাকতেই মনে কথা বলে ফেলেন,,কারন সময় একবার গেলে আর আসবে না তাই সময়কে কখনো যেতে দিবেন না।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত