আমি তোর ভালোবাসার মানুষ

আমি তোর ভালোবাসার মানুষ

ওই তোর কত্তবড় সাহস তুই আমার ব্যাগ থেকে টাকা বের করে আবার আমার বান্ধবীর সাথে লাইন মারতে যাস? (আপু)

– ওই থাম থাম থাম। আমি কেনো তোর ব্যাগ থেকে টাকা বের করতে যাবো। আর আমি তোর বান্ধবীর সাথে লাইন মারতে যাই তাতে তোর কি??? (আমি)
– থাপ্পর দিয়ে দাঁত ফেলে দিবো বাদর কোথাকার? টাকা নিছিস স্বীকার করিস না কেনো? আর শোন তোকে শেষ বারের মতো বলে দিচ্ছি আমার বান্ধবীর আশে পাশে যেন তোরে আর না দেখি।
– এই শোন তোকে শেষ বারের মতো বলে দিচ্ছি আমি তোর বান্ধবীর আশে পাশে সব সময় থাকব তুই আর কিচ্ছু বলবি না।

– সেদিন আমার বান্ধবী তোরে এত্তজোরে একটা থাপ্পর দিলো তারপর ও তোর লজ্জা করে ওর পিছন পিছন ঘুরিস। আর তোর থেকে ও ২ বছরের বড়।
– আমি ওরে ভালোবাসি থাপ্পর মেরেছে তো কি হয়েছে ওর হাতের থাপ্পর সারাজিবন খেতে রাজি হুম্মম।আর ২ বছরের বড় শেটা কোন ইয়েই না।
– আমার লক্ষী ভাইটি এমন করে না প্লিজ। আমি ওর থেকে তোকে অনেক ভালো মেয়ে এনে দিবো প্রোমিস তবুও তুই ওর পেছনে আর লাগিস না।
– আমার লক্ষী দিদিটি এমন বলে না প্লিজ। আমার ওকেই চাই আর কাউকেই নয়।
– ওই কুত্তা তুই শুধু দাড়া আজ তোর একদিন কি আমার একদিন?
– হিহিহি আমারে ধরতে পারলে তো…

দিছি দৌর এক্কে বারে বাড়ির সীমানা পার হয়ে আসছি। কি আপুরে ভাই নিজের ভাইয়ের দুঃখ টা বুঝলো না। ওর বান্ধবীর পিছনে লাগি বলে শুধু শুধু এমন করে বলে। ও এখনো তো আমার পরিচয়ই দিলাম না আমি মৃনাল। আমি অনার্স ২য় ইয়ার এ পরি আর আর আমার আপুর বান্ধবী ৪র্থ ইয়ারে পরে। আমি আর আপু দুজনে একাই থাকি কারন বাবা-মা অনেক আগেই উপরে চলে গেছেন। আর আপু আমায় অনেক কস্ট করে বড় করেছে। আর এতক্ষন ধরে আপুর বান্ধবীর কথাই বলে গেলাম তার নামটাই বলা হলো না। তিনি হচ্ছে সাথী দেখতে তো পুরাই যেন একটা পরী। কিন্তু তার থেকে রাগটাই অনেক বেশি। এই দাড়ান দাড়ান ওমা এ তো সাথী ব্যাপার কি আজ একা একা কই জায়। সুজোগ পাইছি একটু লাইন মেরে আসি।

– ঠাসসসসসসসস? (সাথী থাপ্পর দিছে )
– এই থাপ্পর মারলি ক্যান?? (আমি)
– ওই তোরে না বলছি আমার পিছনে লাইন মারিস না। তা বলা সত্বেও আবার তুই আমার পিছন পিছন এসে আমারওরনা মুখের মধ্যে নিয়ে নাছিস..।
– নাহয় ওরনা টা একটু মুখের ভিতর ঢুকাইছি তাই বলে এমন ভাবে থাপ্পর দিবা ..?
– ওই তোর সাহস তো কম না তুই আমারে তুমি করে বলিস ?
– ভালোবাসার মানুষ রে কি কেউ আপনি করে বলে নাকি।
– কি বল্লি তুই আমি তোর ভালোবাসার মানুষ তাই দাড়াও বলছি আজ তোরে??

ভাই আবার দিছি দৌড় কি মেয়েরে বাবা সেদিন ও থাপ্পর দিছে আবার আজকেও দিলো। একটু কথার এদিক ওদিক হলেই এমন হবে। আমার কি ভালোবাসার অধিকার নাই। আমি তো ওরে এত্তগুলা ভালোবাসি সে বোঝে না ক্যান। কি আর করার আবার বাড়ি ফিরে আসলাম আর এসে না খেয়েই শুয়ে পরলাম।

– ওই ওঠ খেতে আয়? (আপু)
– আমি খাবো না তুই খেয়ে নে। আমার ভালো লাগছে না। (আমি)
– ইসসসসসস রে বেচারা না খেয়েই ঘুমাবে। হিহিহি……….?
– ওই হাসিস ক্যান?
– হাসব না তো কি কাদব নাকি। তোকে বলছি আমার বান্ধবীর পিছনে লাগিস না তারপর ও লেগেছিস আমার কথা শুনিসই না।
– আপু তুই প্লিজ এখান থেকে যা তো আমার ভালো লাগছে না।
– ইসসসস রে আমার ভাইয়াটার গালটা আজ এত্ত লাল হয়ে গেছে কেনো দেখি দেখি আজকেও মনে হয় খাইছে। হিহিহি…
– তুই প্লিজ যাবি না আমিই চলে জাবো বল?
– আচ্ছা আচ্ছা যাচ্ছি। গালে অসুধ লাগিয়ে নে নাহয় রক্ত বের হয়ে জাবে।

সত্তিই গালটা আজ লাল হয়ে গেছে। না আর পারছি না। আমি এর শোধ নিয়েই ছাড়ব আমার গাল থাপ্পর দিয়ে লাল বানাইছে আমি ওর গাল পাপ্পি দিয়ে লাল বানিয়েই ছারব হুমমম ?

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত