→এই (ছেলে)
→কি (মেয়ে)
→ভালোবাসি—-
→তো
→তো কি–বুজোস না??
→কি বুজবো —(রেগে)
→দোস্ত আমি তরে সত্যিই অনেক ভালোবাসি –তুই কেনো বুজোস না –
→এই বান্দর তরে না বলছি আমার সামনে //এই কখা নিয়া পক পক করবি না(রেগে)
→বাহ(হেসে)
→ঐ কি বাহ হুম(রেগে)
→বান্দরনি (হেসে)
→কিহ কে বান্দরনি(রেগে এই বুজি গলা চেপে ধরলো)
→আমি যদি বান্দর হই তুই বান্দরনি হিহিহি —
→কি বললি আমি বান্দরনি দাড়া তুই আজকে (রেগে বসা থেকে উঠে দাঁড়িয়েছে আমাকে মারার জন্য)
→আমি আর কি সোজা এক দৌড় (হাসতে হাসতে পালালাম)
(আমি সাকিব intr 2nd এবং মেয়েটি হলো নিসি এক ক্লাসেই পড়ি –) সেই intr 1st। ইয়ারে আমাদের পরিচয় আস্তে আস্তে ভালো বন্ধ হই দুজনে– আর সারাদিন তো ঝগড়া লেগেই থাকতাম –শুধু শুধু ঝগড়া করতাম ওর সাথে কারন ওকে রাগলে অনেক ভালো লাগে তাই ওর রাগি লুক দেখার জন্য ওকে রাগাতাম –
রেগে যখন চেঁচামেচি করে তখন আমি তাকে দেখে মনে মনে হাসি, তবে প্রকাশ করি না কারন প্রকাশ করলে মেরেই ফেলবে(ওহ হে নিসি অনেক রাগি মেয়ে -অল্পতেই রেগে যায়) আচ্ছা নিসি কেনো বুজে না যে আমি তাকে সত্যিই অনেক ভালোবাসি–ওকে অনেক বার বলেছি –যতবার বলেছি ততবারই বলে সে নাকি প্রেম ভালোবাসা বিশ্বাস করে না-আর আমি যে ভালোবাসার কথা বলছি সেটা নাকি আমার আবেগ –আচ্ছা আবেগ ছাড়া কি মানুষের মনে আর কিছু থাকতে পারে না -নাকি আমার ভালোবাসার কোনো অধিকার নেই –কেনো নিসি এটা বুজতে চায় না–আমি তো তাকে অনেক ভালোবাসি “ভালোবাসি তার মায়াবি চোখ + রাগি লুক—–ভালোবাসি তার মিস্টি হাসি “”ভালোবাসি তার মায়াবি চেহারা কিন্তু সে তো কিছুতেই বুজতে চেস্টা করে না – আমি জানি সে আমাকে একদিন ঠিক ই ভালোবাসবে –তাই এখনো আমি তাকে সেই আগের মতোই ভালোবাসি এভাবেই কেটে গেলো দুটি বছর –এখন ও আমার নিসির খুনসুটি -ঝগড়া লেগেই থাকে –এখন ও নিসি কে বুজাতে পারলাম না যে আমি ওকে কতট ভালোবাসি আমার ভালোবাসা কোনো আবেগ নয়– একদিন মেসে (যেখানে থাকি) বসে নিসির কথা ভাবছিলাম তখন রাফির আগমন (রাফি আমার রোমমেট)
→কিরে কি ভাবোস সারাদিন(রাফি)
→কই কিছু নাতো(আমি)
→আরে তর সাথে এতোদিন ধরে আছি আর এটা বুজবো না –বলেফেল কি হয়েছে যদি কোনো উপকারে আসি —
→অনেক্ষন ভাবলাম তার পর ওকে নিসির বেপারে সব কিছু খুলে বললাম–
→ওহ এই বেপার (রাফি অনেক্ষন চুপ থেকে) বললো একটা বুদ্ধি আছে নিসি তকে ভালোবাসে কিনা সেটা জানার জন্য–
→কি কি বল দোস্ত —
→আগে বল বুদ্ধি কাজ করলে যা চাইবো দিবি–(
→আরে দিবো বলতো বুদ্ধিটা কি(আমি জানি রাফি আমার কাছে বেশি কিছু চাইবে না)
→শোন তাহলে_(রাফি আমার কানাকানি বললো)
প্রায় ৭ দিন ধরে কলেজে যাই না —একদিন আমি আর রাফি রাস্তা দিয়ে আসার সময় হঠ্যাৎ একটা গাড়ি এসে রাফি কে ধাক্কা দিয়ে চলে যায় –,তাই রাফিকে নিয়ে হাসপাতাল –ওর পরিবারকে খবর দেয়া ইত্যাদি করতে করতে প্রায় ৭ দিন লেগে যায় (ওহ হে রাস্তায় রাফিকে হসপিটালে নেওয়ার সময় মোবাইল টা হারিয়ে ফেলি)–
এদিকে নিসি তো একেবারে পাগল হয়ে যাওয়ার অবস্তা –আমাকে সে কোথাও খুজে পাচ্ছে না — হাজারটা কল দিয়েও পাচ্ছে না –(কারন মোবাইলটা হারিয়ে ফেলেছিলাম) যেখানে থাকি সেখানেও খোজ নিয়েছে সেখানেও পাচ্ছে না–যার সাথে সারাদিন ঝগড়া করে যার সাথে সারাদিন কাটায় তাকে কাছে না পাওয়ার কস্ট নিসি হারে হারে টের পাচ্ছে —সারাদিন আমাকে না পেয়ে সে আমাকে অনেক মিস করছে–রাতেও বিছানায় শুয়ে চোখের জল ফেলছে—(ওহ হে এগুলো আমি জানলাম কিভাবে তাইতো – wait)
আর আমিও কিন্তু এ কয়দিন নিসিকে অনেক মিস করেছি প্রায় ১০ দিন আজ কলেজে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি –পিছন থেকে কারো টান অনুভব করলাম পিছন ফিরে দেখি নিসি– আমাকে টানছে
→কিরে কি হলো টানছিস কেনো (আমি)
→ঐ বান্দর একটাও কথা বিলবি না(নিসি রেগে)
→কি হয়েছে বলবি তো
→ঠাস -(বুজছেন ইতো কি হলো-)-কি হয়েছে জানোস না -কই ছিলি তুই এতোদিন- আর জানোস এতোদিন তকে কতো খুজেছি (প্রচন্ড রেগে)
→ওহ অনেক বেথা পাইছিরে –/বাড়িতেই ছিলাম(রেগে)
→ঐ কুত্তা “বিলাই”বান্দর”গরু “শিয়াল-তুই আমার লগে মজা লস —
→নাহ –(রাফির বেপারে সবকিছু খুলে বললাম–মোবাইল হারিয়ে ফেলেছি সেটাও বললাম)
→ইস আমি অনেক খারাপ রে না জেনেই তকে মারলাম(কেঁদে কেঁদে নিসি)
→আরে পাগলি কাদস কেনো /তুই কি জানোস নাকি–(আমি)
→আমাকে মাফ করে দে plzz
→ আরে পাগলি মাফ চাস কেনো আমি তো তোকে অনেক ভালোবা(কথাটা বলতে গিয়েও থেমে গেলাম)
→আমি তোকে কি বল plzz
→ কিছু না(মন খারাপ করে)
→ কিছুনা –(নিসি রেগে)
→নাহ
→বলবি নাকি( রেগে)
→নাহ,, তুই তো আর আমাকে ভালোবা– নাহহ
→বলবি না তাইতো(রেগে)
→চুপ করে আছি
→ঐ তরে একটু জটাইয়া ধরি(নিসি মুচকি হেসে)
→কিহ সবাই দেখবে তো (আমার আর বুজতে বাকি রইলো না যে নিসিও আমাকে ভালোবাসে,)
→দেখোক কার কি…বলেই জড়িয়ে দড়ে আছে আর লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে আমার কাদে আজ আমি অনেকক খুশি –কেনো তা বুজতেই পারছেন–হিহিহি ওহ হে এখানেই শেষ নয় — নিসি আমাকে জড়িয়ে ধরে আছে মাঝখানে রাফির আগমন —
→বাহ বাহ কেয়া বাত হে–(রাফি হাসছে)
→ঐ রাফি না এক্সিডেন্ট করছে (নিসি রেগে)
→আমি না ইয়ে মানে(,ভয়ে ভয়ে আর রেগে রাফির দিকে তাকিয়ে)
→ইয়ে মানে কি-/বলেই দাড়া আজ তর মজা দেখাচ্ছি,, কুত্তা -(নিসি রেগে মনে হয় সব বুজে গেছে)
আমাকে কি পাগলা কুত্তায়য় কামড়াইছে যে ঐখানে দাড়াইয়া থাকমু সোজা রাফির পিছন পিছন দৌড় (রাফি আমাদের কাহিনি দেখে আগেই দৌড়াচ্ছে আমি দৌড়াচ্ছি রাফির পিছিন– নিসি দৌড়াচ্ছে আমার পিছিন (পালাও পালাও) ভুজতেই হয়তো পারছেন রাফির এক্সিডেন্ট ছিলো সাজানো ওর কিছুই হয় নি-