বিয়ে

বিয়ে

-আমার বিয়ে ঠিক হয়ে গেছে (নীলিমা)
-শুভ সংবাদ….(আমি)
-তুমি কি সিরিয়াস হবা না…
-সিরিয়াসলি বলছি বিয়েটা করে নাও।
-হোয়াট, তুমি আমাকে বিয়ে করবা না।
-সরি..আমি পারবনা।
-তাহলে প্রেম করছিলা কেন?
-আবেগে…
-এখন কি?
-বাস্তব।
-প্রেম করার সময় তোমার বাস্তব কই ছিল।
-ভেবেছিলাম হয়ত এত দিনে কিছু একটা হবে।
-হল না কেন? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না।
-চিরকুমারীই থাকতে হবে তাহলে।
-দেখো …আমার কিন্তু কান্না আসছে।।
-ভালো,,তাতে আমার কিছু যায় আসে না।
-সত্যি তোমার কিছু যায় আসে না।
-না।

-এই কুত্তা তাহলে তুই আমার লাইফে আসছিলি কেন?
-আমি আসিনি তুমিই আমার লাইফে এসেছিলে।
-তুই অনেক খারাপ লজ্জা করে না একটা মেয়ের সাথে প্রেম করে আরেকটা মেয়েকে বিয়ে করতে।
-আমি বিয়েই করব না।দেখো আমি টিউশানি করেই নিজের খরচ চালাই তারপর আমার ছোট ২টা বোন ও আছে।এইসময় আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। মধ্যবিত্ত দের কষ্টটা তুমি বুঝবেনা।
-তাহলে আমার বাপ কোটিপতি নাকি?
-তুমি তোমার বাপের একমাত্র কন্যা…কোটিপতিনা হলেও আমার মত অভাবের সংসারে বড় হওনি।

-আমার লাইফের সব থেকে বড় ভূল টা জানিস কি হয়েছে..তর সাথে রিলেশন করা টা।তর জীবনে কখনো সুখ আসবে না।এইআমি বলে গেলাম নীলিমা রাগে এবং কাঁদতে কাঁদতে চলে গেল।ওর সাথে আমার প্রায় ৩বছরেররিলেশন।ওর বিয়ে ঠিক হয়েগেছে এই মাসেই বিয়ে। শুনেছি বর নাকি অনেক সুন্দর তাছাড়া ভাল একটা চাকরী ও করে। ওই তুলনায় আমার কিছুই নেই।আসলে বাস্তব জীবন কখনো গল্পের রোমান্টিক গল্পের মত হয় না ঠিক তার উল্টা হয়।আজ যদি ওকে আমি আটকাতাম তাহলে জীবনের সবথেকে বড় ভূল টা করতাম নইলে জীবনের সব থেকে সফল কাজ টা করতাম।

আজ নিজেকে খুব একা লাগছে। নীলিমা মেয়েটা নিজ থেকেই আমার লাইফে এসেছিল প্রথম প্রথম ওকে তেমন পাত্তা দিতাম না কারণ আমি জানতাম এটার শেষ পরিণাম খুব কষ্টদায়ক হবে যা আজ হল।কিন্তু অবশেষে ওর পাগলামোতে আমাকেওর প্রেমে পড়তেই হল।সব সময় আমাকে খুব কেয়ারিং করত এই টা করবা না সেইটা করবা না। সেইটা করবা না এইটা করবা।রাত জাগবা না এই সেই।এখন সবই অতীত।চোখের সামনে সবকিছু যেন ঘোলা ঘোলা লাগছে। আজ নীলিমার বিয়ে। ব্রিজের ধারে বসে আছি…এই ব্রিজে কাটানোস্মৃতি গুলা চোখের সামনেভেসে উঠেছে এক এক করে। এমন সময়নীলিমার ফোন…

-তুমি কোথায়??(নীলিমা)
-ব্রিজে..
-তোমার সাথে কিছু কথা আছে..
-বলে ফেলো..
-তুমি কি আমাকে সত্যি বিয়েকরবানা?(কেদেঁ কেদেঁ)
-না আমি পারব না।
-তাহলে আমি আর কাউকে বিয়ে করছি না। পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছি।
-ডিসিশন নেয়ার আগে কি ভেবেছ?
-ভাববার কিছু নেই…সত্যিই তোমাকে খুব মিস করব।জানো তোমাকে আমি অনেক অনেক ভালবাসি…
-দেখো পাগলামি কর না।কিছুদিন পর ঠিক হয়ে যাবে।
-কিছুই ঠিক হবে না।বর্তমান যুগের মেয়েদের মত আমি না।ভালো থেকো।

এই কথা বলেই লাইন টা কেটেদিলো আমি জানি নীলিমা সত্যি কিছু করে ফেলবে,বড্ড রাগী মেয়েটা। কিন্তু আমি এখন কি করব।মাথাটাও প্রচন্ড ঘুরছে। খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলাম, এমন সময় প্রচন্ড গতিতে আসা প্রাইভেট কার এসে ধাক্কা মারলো আমায়।তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। চারিদিকে আমার ফ্রেন্ডরা ঘিরে রয়েছে।শাওন কে বললাম..

-দোস্ত নীলিমা কই..
-হাসপাতালে..
-কেন?
-কেন আবার,তুই জানিস না?
-দোস্ত আমি ওরে দেখব নীলিমার এখনো জ্ঞান ফিরেনি। (শাওন) ৩ ঘন্টা পর নীলিমার জ্ঞান ফিরেছে আমি ওরপাশে রয়েছি।আমাকে দেখেই ও অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল..

-এখানে আসছ কেন?
-কাজ হয় নাই…৩-৪টা ঘুমের ট্যাবলেট খেয়ে কেউ মরে না।আরো কয়েকটা খাওয়া প্রয়োজন ছিল।
-তুমি এখানে এসেছো কেন?
-বারে আমার হবু বউ এই রকম একটা কাজ করবে আর আমি তাকে দেখতে আসব না।
-কে তোমার বউ।
-কেন তুমি হবে..কেন আমাকে বিয়ে করবা না।
-না করব না।
-তাহলে আমাকেও কি ঘুমের ট্যাবলেট খেতে হবে নাকি। দেখো এমনিতেই এক্সিডেন্ট করছি।
-কই কই দেখি,
-এই দেখো পায়ে ব্যথা পাইছি।
-কীভাবে এক্সিডেন্ট করলা না দেখে রাস্তা পার হচ্ছিলাম।তখনই গাড়ি এসে ধাক্কা মারলো,.
-হুহ দেখে চলতে পারো না।যদি কিছু হয়ে যেতো?
-আরে নাহ্ পাগলি,তুমি আছোনা, তোমাকে ছেড়ে কোথাও যেতে পাড়ি…
-হুহ….অতঃপর তাকেই বিয়ে করে নিলাম।।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত