আজও খুঁজি তোমায়

আজও খুঁজি তোমায়

–কিরে কি করিস(আমি)
–এই তো রে।তুই কি করিস(প্রিতি)
–এই তো।কি খবর তোর
–ভালো তোর
–হুম ভালো।
–তো বাসার সবাই কেমন আছে
–ভালো রে।তোর বাসার সবাই কেমন
–ভালোই রে
–তো তোর বিএফ কেমন আছে
–কুত্তা আমার বিএফ নাই।তুই জানস না।
–হেহেহে।
–চুপ কর।
–তুই চুপ কর
–তুই চুপ কর তুই তুই
–হুরররর যা তো
–কেন যামু।গেলে তোরে নিয়া যামু
–এ্যাহহহহহহ।আমারে কেন নিয়া যাবি
–তুই তো আমার বিএফ।হিহিহি
–চুপ কর। আমি তোর বিএফ না
–আল্লাহ তাইলে আমার কি হইবো।
–কি আবার হবে।কিছু হবে না
–হুমমমম তারপর আরও অনেক কথা হলো।সারাদিন আমারআর প্রিতীর এভাবেই অনেক কথা হয়।

ওহহ আপনাদের আমার পরিচয়টা দেই এখন, আমি জাহিদ। বাবা-মায়ের একমাত্র সন্তান।আর যার সাথে কথা হলো সে হলো প্রিতি তার সাথে ফেবুতে পরিচয়।তার বাসা বগুড়ায়। সেও বাবা-মায়ের একমাত্র সন্তান।ওর বাবা অনেক বড় ব্যবসায়ী।তাদের টাকার কোন অভাব নেই।কিন্তু প্রিতির সাথে কথা বলে তেমন কোন রকম মনে হয়নি।

-মেয়েটা অনেক ভালো।শুধু ভালো না অনেক নরম মনের।
-মেয়েটার সাথে আজ একমাস থেকে কথা হচ্ছে। হ্যা আমিও মেয়েটাকে ভালোবেসেছি। হয়তো অনেকেই ভাবতে পারে এটা তো ভার্চুয়াল।এখানে তো রিয়েল প্রেম হয়না। তাহলে আমি বলবো ভাই যদি মন থেকে কেউ চায় তাহলে সত্যিই রিয়েল প্রেম হবে।

-আমি তার সরলতাকে ভালোবেসেছি।

তার সেই দুষ্টামি গুলোকে ভালোবেসেছি। তবে বলতে পারিনা। মেয়েটা অনেক সময় বলে আমি নাকি তার বিএফ। আমার তখন এক আলাদা রকম অনুভূতি হয়।হয়তো মেয়েটাও আমাকে ভালোবাসে তবে আমি যে মেয়েটাকে ভালোবাসি। চলে গেলো এভাবে কয়েকদিন।তারপরে একদিন ভাবলাম না এভাবে আর না। মেয়েটাকে এবার বলেই ফেলবো আমি তাকে ভালোবাসি। পরের দিন ফেবুতে গিয়ে প্রিতিকে প্রোপজ করার কথা ভেবে ডাটা চালু করে ফেবুতে গেলাম। কিন্তু একি আমিতো ফেবুতে যেতে পারলাম না। অনেকক্ষন চেষ্টা করার পর বুঝলাম। আমার আইডি নষ্ট হয়ে গেছে।অনেক কষ্ট হলো তখন কিন্তু পরেই আবার মনে হলো আরে আমিতো অন্য একটা আইডি থেকে মেয়েটার সাথে কথা বলতে পারব।

-তাই পরেক্ষনেই আবার মনটা ভালো হয়ে গেলো।
-তারপরে আমি আরেকটা আইডি খুলে সেটাতে সার্চ দিলাম,  স্বপ্নের_রাজকন্যা এটাই ওর আইডি ছিলো। অনেক গুলা আইডি আসলো। আমিও একে একে সব দেখতে লাগলাম।

-কিন্তু না খুঁজে পেলাম না। এভাবে খুজলে লাগলাম। অনেক খুজলাম শুধু অনেক না আজও খুজতেছি মেয়েটাকে কিন্তু পাইনি।
-হ্যা আমি পাইনি পাইনি সেই
# স্বপ্নের_রাজকন্যাক# স্বপ্নের_রাজকন্যাকে ।
-খুঁজেছি অনেক খুঁজেছি।পাইনি সেই মেয়েকে যাকে আমার মনের কথা বলতে চেয়েছিলাম।
-আর ওর নাম্বারটাও আমি নেই নাই। কারন,সেটার কোন প্রয়োজন লাগেনি।বা আমরা কখনও নাম্বার কেউ চাইনি।
-তাকে আমি বলতে পারিনি। আমার মনের কথা।অনেক রকম চেস্টা করেছি। কিন্তু কিছু করতে পারিনি।
-আজ ১ বছর হয়ে গেলো এই এক বছরে একদিনও নেই যে আমি তাকে খুজি নাই। সারাক্ষন খুজেছি তাকে।ভুলতে পারিনি আজও তাকে।

-হয়তো আমার ভালোবাসাটা একতোরফা ছিলো।কিন্তু ভালোবাসাটা সত্যি ছিলো।
-এখনও মন থেকে তাকে মুছে ফেলতে পারিনি।কারন,সে যে আমার মনের মাঝে রয়ে গেছে।
-ভালোবাসি ভালোবাসি সেই পাগলিটাকে।তার মিষ্টি মিষ্টি কথাগুলোকে
-তার অপেক্ষা আজও করি। হয়তো কোন একদিন খুজে পাব তাকে। সেদিন না হয় আমার মনের সব কথা বলব তাকে।
-যদি আমার ভালোবাসা সতি হয়য়।তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাকে একদিন না একদিন প্রিতির সাথে মিলিয়ে দিবে।
-এখনও যখন মেয়েটার কথা মনে পড়ে তখন মনটা খারাপ হয়ে যায়।
-কোনদিন তাকে দেখিনি কিন্তু তার জন্য একটা আলাদা রকম অনুভূতি কাজ করতো।
-যেটা এক সময় ভালোবাসাতে পরিনত হয়। আজও ভালোবাসি ভালোবেসে যাব।

(ভালোবাসা একটা পবিত্র জিনিস।যেটা মন থেকে আসে।তবে আজকালকার অনেক ছেলে- মেয়ে আছে যারা ভালোবাসাটাকে খেলনা মনে করে।অনেকেই সত্যিকারের ভালোবাসাটা বুঝেনা। কেউ ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলে। আর কেউ এক টুকরো ভালোবাসার জন্য কত কিছুই না করে।ভালোবাসাকে সবাই সম্মান করুন। ভালোবাসা একটি পবিত্র জিনিস।হ্যা অনেকের কারনেই আজ সেটা অপবিএ। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। না হলে সেটাও পাবেন না)

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত