খুব ভালোবাসি

খুব ভালোবাসি

-Hi
-কে আপনি।
– ঢং!! এমন ভাব নিচ্ছ যেন আমায় চিনিন না।
– মিথিলা নাকি।
– না আমি মিথিলা না। মিথিলার ভূত। প্রোফাইল পিকচারে আমার ছবি তবুও নাচেনার ভান কর.।
– আমি কিন্তু ভূত কে খুব পছন্দ করি।
– তাই নাকি!!
– ঠিক তাই। এজন্যই তোমার মত ভূতকে পছন্দ করি। না না পেত্নী।।
– তুমি আবার শুরু করলা।

– আচ্ছা বাদ দাও এসব। তাহলে শেষ পর্যন্ত ফেসবুক আইডি খুলে ফেললা।
– আজই খুললাম। আর প্রথমেই তোমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালাম।
– ওহ। আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম সারা দিন পড়ালেখা না করে ফেসবুক চালাওতাহলে লাইফ সাইন।
– তুমি সব সময় আজাইরা কথা বল কেন??
– ভালো লাগে তাই।
– আজাইরা কথা বলতে কি ভাল লাগে কারো?
– আজাইরা কথা বলতে ভাল লাগে না তবে তোমাকে ভাল লাগে।
– কি সব আজেবাজে বল।
– সত্যি বলতাসি।
-আচ্ছা পরে কথা হবে। এখন একটু পড়ালেখা করি।
– তুমি তো ঐ একটা কাজই পার।
– ধ্যাত ভাল লাগে না তোমার সাথে।

মিথিলা অফলাইন এ চলে গেল। কথা হচ্ছিল মিথিলা আর রাফসান এর। রাফসান ছেলেটাখুব দুষ্ট। মিথিলাকে পাগলের মত ভালোবাসে।কিন্তু মিথিলা এখনো বুঝতে পারে নাই।আজকে মেয়েটা ফেসবুক আইডি খুলল। আর রাফসানকেই প্রথম রিকুয়েস্ট পাঠাল।মিথিলাও রাফসানকে পছন্দ করে। তবে ভালোবাসে না। প্রায় ৩০ মিনিট পর মিথিলা ফেসবুকে আসল।

-কি ম্যাডাম, আপনার পড়া কি শেষ?? (রাফসান)
– আরে পড়তে ভালো লাগছিল না। (মিথিলা)
– কি বল!!! তোমার পড়ায় মন বসছিলনা। (রাফসান)
– আরে একটু বিশ্রাম নিলাম। ( মিথিলা)
-তুমি আবার বিশ্রামও নাও।
– কেন বিশ্রাম নেব না।
– না এলিয়েনরা তো বিশ্রাম নেয় না। তাইবলছিলাম।
– কি আমি এলিয়েন (রেগে গিয়ে)।

তুমি খুব খারাপ তোমার সাথে কথা নাই।মিথিলা অফলাইন এ চলে যায়।রাফসান নিজেকে দোষ দিতে থাকে এসবের জন্য। মেয়েরা যে কেন এতো অল্পে রেগে যায়। পরদিন রাফসান ইচ্ছে করে কলেজে যায় মিথিলার কাছে ক্ষমা চাবে বলে। মিথিলাকে দেখেই রাফসান ছুটে যায়।

– এই মিথিলা এই। (রাফসান) মিথিলা হাটার গতি বাড়িয়ে দেয়। রাফসান মিথিলার হাটার পথ আটকে দাঁড়ায়।
– তুমি কি আমার কথা শুনতে পাও না। ( রাফসান)
– তোমার সাথে কোন কথা নাই। ( মিথিলা)
– আমি আবার কি করলাম। (রাফসান)
– কালকের কথা মনে নেই। (মিথিলা)
– ওহ ঐটা । আমি তো একটু ফাজলামি করছিলাম। আচ্ছা ঠিক আছে আমাকে মাফ করে দাও। ( রাফসান)
– মাফ করব যদি ১০ বার কান ধরে উঠ-বস কর।
-কান ধরব তাও আবার সবার সামনে।
– হ্যা। তাই করতে হবে। নয়ত মাফ করব না।

রাফসান কান ধরতে যাবে তখনই মিথিলা মানা করে দিল। ক্লাস শেষ। রাফসান রিক্সা ঠিক করে মিথিলাকে ওর সাথে যেতে বলে। কিন্তু মিথিলা মানা করে দেয়। মিথিলা কখনো রাফসান এর সাথে এক রিক্সায় যায় নি। আজও তাই হল। রাত এ,,

– কি কর? (মিথিলা)
– কিছু না। (রাফসান)
– আচ্ছা তুমি সব সময় এরকম কর কেন? (মিথিলা)
– কি করি আবার? (রাফসান)
– এই যে সব সময় তুমি ফেসবুকে পড়ে থাক। ( মিথিলা)
– এটা তো আমার কাজ। (রাফসান)
– তুমি যদি এসব কর তাহলে পড়াশোনা করবে কখন? ( মিথিলা)
– ঐসব পরে করা যাবে। ( রাফসান)
– আজ থেকে তুমি রেগুলারলি পড়বা। (মিথিলা)

এখন থেকে রাফসান প্রত্যেকদিন পড়ে। আসলে ছেলেরা এরকমই। প্রিয় মানুষের কথা কখনওই ফেলতে পারে না। এইচ.এস.সি পরিক্ষা শেষ। দুজনেই ভাল পরিক্ষা দিল। আজ রেজাল্ট দিবে। যদি রাফসান ভাল রেজাল্ট করে তবেই সে মিথিলাকে তার মনের কথা বলবে। রাফসান খুব ভাল রেজাল্ট করল। তাই আজ তার মনের কথা মিথিলাকে বলবে। সে মিথিলাকে পার্কে আসতে বলে। মিথিলা কিছুক্ষণ পর পার্ক এ আসে। দুজনেই খুব খশি কারন দুজনেই ভাল করেছে। মিথিলা রাফসানের পাশে এ বসে। রাফসানআগে থেকেই প্রস্তুত মিথিলাকে প্রপোজ করার জন্য।

– মিথিলা। (রাফসান)
– হুম বল। (মিথিলা)
– একটা কথা বলব? (রাফসান)
– বল। (মিথিলা) রাফসান গোলাপ ফুলগুলো সামনে নিয়ে বলে,,
– মিথিলা আমি তোমাকে ভালোবাসি!! (রাফসান)
– ঠাসসস…
-আমি তোমাকে সত্যি খুব,, (রাফসান)
– ঠাসস..। এই একটা কথা বলতে দুইটা বছর লাগালে। (মিথিলা)
– কি করে বলতাম। তুমি যেভাবে আমাকে শাসন করতে। (রাফসান)
– তোমাকে শাসন করতাম যাতে তুমি ভালো পথে থাক। তুমি ভাল কিছু করলে যে আমি কতটা সুখ পাই তা কি তুমি জানো। ( মিথিলা)

– এ কথা তুমি আগে বললেও পারতে। (রাফসান)
– এই বোকা তুমি কি জানো না যে মেয়েরা সহজে এই সব কথা বলতে পারে না। (মিথিলা)
– তার মানে তুমিও আমায় ভালোবাসতে? (রাফসান)
– কই না তো। (মিথিলা)
– তাহলে আর আমি এখানে থেকে কি করব? (রাফসান) কথা বলেই রাফসান একটু উঠে দাঁড়াল। তখনই মিথিলা রাফসানকে একটু কিল দিতে গেল। রাফসান মিথিলার হাতটা ধরে ফেলল।

– তোমার এই হাতটা আমার হাতের উপরেই ভাল মানায়। (রাফসান)
– তাই না!!! ( মিথিলা)
– তাহলে বল ভালোবাসি। (রাফসান)
– খুব ভালোবাসি এই পাগল্টাকে। ( মিথিলা)

আসলে বাস্তবতা এমনই। কাছের মানুষের কথাগুলো কখনই ফালানো যায় না। একটি মেয়ে সত্যি একটা ছেলের জীবনকে পাল্টে দিতে পারে।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত