আমি আর সেই মেয়েটি

আমি আর সেই মেয়েটি

চুম্মা চুম্মা দে দে..গানটা গাইতেছি আর লাফাই লাফাই কলেজ এ ঢুকতেছি হঠাৎ করেই ওমাআআআ…কীসের সাথে যেন ধাক্কা খেলাম তাই সামনে তাকাই দেখিএকটা আম গাছ…তাই তরিঘরি করে উঠে পরলাম..পাশে তাকাই দেখি এক পেত্নি থুক্কু একটা পরি হাসতেছে…আমি তো কেরাশ উপ্রে কেরাশ থুক্কু ক্রাশ খাইতাছি…

=>তোমার হাসিটা দেখলে মনে হয় হাজার বছর ধরে যেন ছিলো পরিচয়…(মেয়েটার দিকে তাকিয়ে বললাম)
=>ঐ পোলা ঐ কি কইলি তুই..?(মেয়েটা ডাবল ডোজ রেগে)

=>i have a sweet name Dhrubo..তাই ঐটা বলে ডাকলেই খুশি হবো..পেত্নি থুক্কু স্যরি..(আমি)
=>ঐ তুই কি কইলি আমি পেত্নি..তোরে আজ আমি কাচাঁ খামু..(রাগে লাল টুকটুকে হয়ে গেছে) (আমি তো দৌড় দেওয়ার জন্য রেডি হয়ে গেছি তার আগে আরো একটু রাগিয়ে নিই)
=>হো পেত্নিই তো..(আমি)
=>ঐ কেউ আমারে একটা লাঠি দে আজ ওর মাথাটা ফাটাই..(মেয়েটা এদিক ওদিক তাকাতে তাকাতে বললো) আর আমারে এখন পায় কে আমি তো ফুরুৎ এখন ক্লাশে এসে বসে বসে মেয়েগুলার সাথে কীভাবে ফ্রেন্ডশীপ করা যায় তাই ভাবতেছি ইতিমধ্যে একজনের সাথে ফ্রেন্ডশীপ কমপ্লিট..নাম প্রীতি.,দেখতে যথেষ্ট সুন্দরি বলতে গেলে আগুন সুন্দরি কিছুক্ষনপর দেখি ঐ ডাইনি থুক্কু পেত্নি ধুর থুক্কু পরি টা আসছে..তাই প্রীতি রে জিগাইলাম..

=>ঐ পেত্নি থুক্কু সুন্দরি..ঐ পরিটা থুক্কু ঐ পেত্নিটা কেডা..??(আমি)
=>শালা..কী কইলি তুই আমারে আমি পেত্নি? (প্রীতি)
=>আরে দোস্ত তুই পেত্নি হইতে যাবি কেন তুই তো আমার সাদা পাখি..পেত্নি তো ঐটা..কিন্তু ঐটা কে রে..??
=>ঐটা তো সাজুতি..অনেক দেমাগি তবে আমার অনেক ভালো ফ্রেন্ড..(প্রীতি)
=>দোস্ত..!!!plz introduce me with her plz plz..(আমি)
=>বিষয় কীরে..?দাল মে কুচ কালা হে (প্রীতি)
=>শালি তোর কালা কুলা বাদ দিয়া আমারে পরিচয় করাই দে..(আমি)
=>ওকে জান্টুস come here..(প্রীতি) অতঃপর সাজুতির কাছে গিয়া..
=>ঐ সাজুতি..এইটা আমার নিউ জান্টুস ধ্রুব.. (প্রীতি)
=>জানি জানি..একটা শয়তানের হাড্ডি (সাজুতি)
=>কি কইলেন আমি শয়তান..আমি শয়তান হইলে তো আপনি একটা পরি থুক্কু পেত্নি..হিহিহি সাদা পেত্নি..(আমি)
=>প্রীতি ওরে আমার সামনে থাইকা নিবি নাকি কিছু একটা করে ফেলমু..(সাজুতি)
=>ওকে সব বাদ..এখন থেকে ফ্রেন্ডস..(আমি)
=>না তোর মতো বান্দর আর শয়তানের সাথে নো ফ্রেন্ডশীপ..(সাজুতি)
=>দেকছোস প্রীতি কী কয় আমি নাকি শয়তান..? (আমি)
=>হালা তুই তো শয়তান না তুই তো শয়তানের নানা..(একটা পোলা) হঠাৎ এরূপ কন্ঠ শুনে পিছে তাকাতেই দেখি আমার ডান পকেট কাব্য দাড়াঁই আছে..

=>আহো ভাতিজা আহো বুকে আহো মেলা দিন পরে তোমার সাথে দেখা…(আমি)
=>এরা কারা?(কাব্য)
=>আমার বান্দরনি থুক্কু একটা আমার জান্টুস আর আর একটা কমুনা লজ্জা লাগে..(আমি)
=>হালা তোর ও আবার লজ্জা বিশ্বাস করি না…(কাব্য)
=>হো একদম ঠিক কইছো..(প্রীতি আর সাজুতি একসাথে)
=>ওকে বুজলাম..এবার তো আমরা ফ্রেন্ডস(আমি)
=>done..!!(সবাই একসাথে)

এই আমাদের ফ্রেন্ডশীপ..অনেক পাগলামি আর অনেক ভালোবাসা দিয়ে ভরপুর..আর ঝগড়া..তাহলে দেখেই নিন..

=>দোস্ত ফুচকা খামু(সাজুতি)
=>আগে i love u বল..তাহলেই খাওয়ামু..(আমি)
=>জিন্দেগিতে কমুনা তুই গিয়া মর গা (সাজুতি)
=>ওকে..(আমি)

সামনে তাকাই দেখি কাব্য আর প্রীতি হাত ধইরা ধইরা হাটঁতেছে…যেই সাজুতিরে দেখাইলাম..ওমনি চিৎকার..

=>প্রীতিইইইইই..(সাজুতি) ওরা তো আমাদের দেখেই হাত ছেড়ে দিছে…বুজলাম যে ওদের লাইন ক্লিয়ার।
=>কাব্য ভাইইই..একটা ট্রিট কী পামু?(সাজুতি)
=>ঐ তুই আমার বন্ধুরে ট্রিট দিতে কস কেন ট্রিট তো দিবো প্রীতি জান্টুস..(আমি)
=>কেন প্রীতি দিবো কেন? ট্রিট দিলে কাব্যই দিবো.,(সাজুতি) অতঃপর তুমুল ঝগড়া.. আমাদের ঝগড়া দেখে..কাব্য আর প্রীতি বললো..

=>তোরা ট্রিট চাস তো..নাকি?যা আমরা দুইজনই দিমু হইছে এইবার?(প্রীতি)
=>হি হি হি ওকে(আমি)
=>কুত্তা একদম হাসবি নাহ..খালি ঝগড়া করস (সাজুতি)
=>আর আপনি কী সাধু নাকি..(আমি)

অতঃপর আবার ঝগড়া এভাবেই চলছে আমাদের দিন,..কাব্য আর প্রীতি সবসময় বলে আমাদের ঝগড়া টা কমাতে তবে আমরা যে কমাতে পারিনা কারন এই ঝগড়ার মাঝেই রয়েছে এক বিশেষ ভালোলাগা আর ভালোবাসা ইতিমধ্যে ঝগড়ার সাথেই আমাদের কলেজ লাইফ শেষ..কাব্য আর প্রীতি বিয়ে করে ফেলেছে…আর আমরা সেই আগের মতোই ঝগড়াটেই রয়ে গেছি..ও আজো আমাকে ভালোবাসি শব্দটা বললো নাহ..তবে এখনো ও বিয়ে করেনি…আগের থেকেও বেশি যত্ন নেয় আমার।।।হয়তো এটাই ভালোবাসা।।।না বলা ভালোবাসা..হয়তো কোনো এক বৃষ্টির দিনে কাকঁভেজা হয়েও ঝগড়া করবো দুজনে হ্যাঁ বিয়ে আমি ওকেই করেছি তবে বিয়েটাতেও রয়েছিলো তুমুল ঝগড়া..

=>ঐ কুত্তা তুই আমাকে বিয়ে করলি কেন? (সাজুতি)
=>তুই আমাকে বিয়ে করলি কেন?(আমি)
=>আগে বল তুই আমাকে বিয়ে করলি কেন (সাজুতি)

বাসর রাতটা সম্পূর্ন গেলো এই ঝগড়া দিয়ে সেদিন অনেক অনেক খুশি হয়েছিলাম যেদিন শুনেছিলাম আমার পাগলিটাও মা হতে চলেছে..খুশিতে তো ওর সামনে কেদেঁই দিয়েছিলাম…তখনও ছিলো ঝগড়া।

যেদিন পাগলিটার অপারেশন ছিলো সেদিন প্রথমবারের মতো পাগলিটার চোখে কিছু হারানোর ভয় দেখেছিলাম…আমিও কেদেঁছিলাম..তবে না পাগলিটার কিছু হয়নি..কিন্তু সাথে যোগ হয়ে আর একটা জুনিয়র পাগলি..দুই মা-মেয়ে মিলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে আমার সাথে এটাই আমার ভালোবাসা..

সমাপ্ত

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত