ভালবাসা

ভালবাসা

-শোন আজ আমি আসতে পারবনা । (অপু)
-কেন? (ফোনের ওপাশ থেকে ফারজানা)
-আজ একটু কাজে ব্যাস্ত হয়ে পড়েছি যে ।

-তা তুমি আগে বললেই পারতে যে আজও আমাদের দেখা হবেনা তাহলে তো আমি আর শুধু শুধু আসিনা। (রেগে যেয়ে) পিছনদিক থেকে একজন আইসক্রিম- ওয়ালা

-মেডাম এই নেন আইসক্রিম।
-না, আমার লাগবে না।
-মেডাম আপনার মাথাটা খুব গরম হয়ে আছে নেন আইসক্রিম টা খেয়ে মাথাটা ঠান্ডা করেন।
-আমার মাথা গরম তোমাকে কে বলছে? ( রেগে)
– কেউ বলার কী আছে । এইবার নিয়া পাঁচবার বলছে আপনার সাথে দেখা করবে কিন্তু একবার ও আসল না তাতে মাথা গরম হবেনা তো কী হবে।

-আরে হ্যাঁ তার কথা আর বল না। সবসময় এমন। দেখা করবে বলে বলে আসেনা । মাঝে-মধ্যে খুব রাগ হয় ওর উপর। কিন্তু পারিনা রাগ করে থাকতে, খুব ভালবাসি যে তাকে।

-সেও খুব ভালবাসে আপনাকে।
-এই,এই, তুমি কে বল?সত্যি করে বল তুমি কে, কী করে জান আমি এখানে কিসের জন্য আসছি , কী করে জান যে সেও আমাকে খুব ভালবাসে??

-(অপু কোমড় থেকে গামছা টা খুলে ফারজানাকে আটকে ধরে ) আরে পাগলী আমিই তোমার পাগলটা,হীয়ার মাঝে লুকিয়ে রাখা ভালবাসার মানুষটা, মনের রাজমহলের রাজকুমারটা, তোমার চোখের নীরব চিঠি পড়ার মহা মানবটা।

-কী? তুমি, মানে!!
-হ্যাঁ । কেন বিশ্বাস হয়না? দাড়াও একটা কল দেই । এইবার হয়ছে?
-তু,তুমি আইসক্রিম বিক্রি কর?
-হ্যাঁ। কেন?

আমি আইসক্রিম বিক্রি করে বলে কী পাবনা তোমার ভালবাসা? পারবেনা কাছে টেনে মনের মাঝখানের ভালবাসার সিংহাসনে বসাতে? ভালবাসার বন্ধনে বাধতে? নাকি আইসক্রিম বিক্রি করি বলে এতদিনের ভালবাসাকে মিথ্যে করে চলে যাবে দুড়ে আমাকে একা করে?

-একবার ও কী বলছি এই কথা আমি তোমাকে (জড়িয়ে ধরে) আমি ভালবাসি তোমার মনকে ,

তোমার দেহ কে নয়, টাকা কে নয়, ব্যাক্তিত্বকে নয়। তোমাকে খুব ভালবাসি আমি অপু ।আমি প্রথম যেদিন তোমাকে ভালবেসেছিলাম আজও সেদিনের মতই ভালবাসি , সারাজীবন বাসবো। কোনোদিন ও তোমার প্রতি আমার ভালবাসার কোনো কমতি হবে না। এই ভাইজান আপনার সময় শেষ আমার এইগুলো ফেরত দিয়া দেন (আইসক্রিম ওয়ালা)

-মানে? কী বলে ছেলেটি অপু(ফারজানা)
-হা,হা,হা হ্যাঁ ঠিকই বলছে ।

এই গুলো তারই (অপু) সত্যি ফারজানা আজ আমি সবচেয়ে বেশি খুশি কারন আমার ভালবাসার মানুষটা আমাকে অনেক অনেক ভালবাসে। আমিও তোমাকে খুব ভালবাসি ফারজানা ।

-আমি তোমাকে ভালবাসিনা অপু
-কী বল?
-আমি একটা মিথ্যেবাদীকে কখনো ভালবাসতে পারিনা ,

আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে আমি এমন একটা মিথ্যেবাদী, ছোটমনের মানুষ, অবিশ্বাসী মানুষকে এতটা ভালবেসেছি, যে কিনা তার ভালবাসার মানুষের ভালবাসার পরীক্ষা করে । শোন অপু ভালবাসা কোন ধর্ম, ধনী -গরীব, দিয়ে হয়না ভালবাসা হয় সুন্দর একটা মনদিয়ে যেটা আসে অন্তরের অন্তস্থঃতল থেকে ।

-বিশ্বাস কর ফারজানা আমি কোনো পরীক্ষা করিনি তোমাকে,

এটাতো এমনিতেই দুষ্টামি করছি তোমার। সাথে। অপুর কথার কোনো জবাব না দিয়ে চলে যায় ফারজানা । তারপর থেকে আজ অনেকদিন হল তাদের আর যোগাযোগ হয়না। হঠাৎ একদিন, অপুর ফোনে ফারজানার ফোন থেকে একটা মেসেজ আসছে। ওই আইসক্রিম ওয়ালা আমাকে একটা আইসক্রিম এনে দিবা?? মেসেজ টা দেখে এক ঝলক হেসে আইসক্রিম নিয়ে দ্রুত চলে যায় ফারজানার কাছে।

-এক ঝলক হাশি দিয়ে হাপিয়ে, হাপিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে এই নাও আইসক্রিম। (অপু)
-আইসক্রিমটা হাত বাড়িয়ে নিয়ে , আচ্ছা এইবার যাও(ফারজানা)
-মন খারাপ করে পিছুনেরদিকে ফিরে চলে যাচ্ছে অপু।
-এই শোন,

নেও আইসক্রিম খাও মাথাটা ঠান্ডা কর। বোকা একটা, অই দিন ও আমাকে আটকাতে পারনি আজও কিছু না বলেই চলে যাচ্ছো । তুমি হয়ত থাকতে পার আমাকে ছাড়া কিন্তু আমি যে পারিনা। আমি যে তোমাকে খুব ভালবাসি আইসক্রিম ওয়ালা (জড়িয়ে ধরে)

-আমি ও তোমাকে খুব ভালবাসি।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত