সাজানো সংসার

সাজানো সংসার

সকাল ৭;৩২ বাজে,,ঘুম থেকে উঠেছে বাড়ির ছোট নবাব সিয়াম। ক্লাস ২য় তে পড়ে সে। গত রাতে ভুতের দুনিয়ার আলিফ খানের “যাদুকর” নামের ভূতের গল্প দাদির মুখে শুনতে শুনতেই ঘুমিয়েছিল সিয়াম। এখনো বিছানায় পাশে দাদি বসে তজবি জপছে। সিয়াম ঘুমু ঘুমু চোখে উঠল।

দাদিঃ উঠেছিস দাদু ভাই

সিয়ামঃ গুডমর্নিং দিদা

দাদিঃ তোর মা ৩বার ডেকে গেছে। জলদি যা ফ্রেশ হয়ে স্কুলে যেতে হবে।

সিয়ামঃ (দৌড়) ফ্রেশ হয়ে খাবারের টেবিলে সিয়াম, পাশেই বসা সিয়ামের বাপি,মাম্মী আর বড় ভাই নাইম।

সিয়ামের বাপিঃ নাইম তুমি আজ সিয়ামের স্কুলে গিয়ে স্কুল থেকে ছুটি নিয়ে আসবে। সিয়ামের মুসলমানি টা এবার সেরে ফেলবো!

নাইমঃ ঠিক আছে আব্বু। (সিয়াম কিছুই বুঝল না) স্কুলে এসেছে সিয়াম, সিয়ামের ভাই নাইম অফিস রুমে গিয়েছে। এদিকে ক্লাসে সিয়াম পলকহিন ভাবে তাকিয়ে আছে মিলির দিকে। মিলি সিয়ামের ক্লাসমেট। সিয়ামের হিসাবে “সে শাকিব খান আর মিলি তার অপু বিসসাস”।

সিয়ামঃ আমি কিছুদিন স্কুলে আসতে পারবো না।

মিলিঃ কেন?

সিয়ামঃ আমার নাকি মুলসমানি করাবে?

মিলিঃ এটা কি জিনিস?

সিয়ামঃ সত্যি বলতে আমি নিজেও জানি না। তবে জেনে রেখ বেচে থাকলে ফিরে আসবো তোমার তরে।

মিলিঃ বেচে থাকলে মানে?

সিয়ামঃ হয়তো মুলসমানি মানে পরিবারের জন্য জীবন ত্যাগ। যদি তাই হয়,তাহলে জেনে নিও তোমার নাম জপতে জপতেই এই সিয়াম জীবন ত্যাগ করবে।

মিলিঃ তোমাকে ছাড়া থাকবো কিভাবে?

সিয়ামঃ ভেবে নাও,,তোমাকে পাওয়ার জন্যই আমি যুদ্ধে গেছি! এদিকে স্কুল ছুটি নিয়ে,, নাইম আর সিয়াম বাসায় আসছে,,

সিয়ামঃ ভাইয়া মুলসমানি কি রে?

নাইমঃ মুলসমানি না ওইটা মুলসমানি। আর তুই এইটা করিস না ভাই। খুব কষ্ট এটা।

সিয়ামঃ বল না। কি এটা?

নাইমঃ তুই যেটা দিয়ে প্রসাব করছ সেটা কেটে ফেলে দিবে।

সিয়ামঃ (চিতকার) তাহলে আমি কি আর জিবনেও প্রসাব করতে পারবো না?

নাইমঃ প্রসাব তো করতেই হবে।

সিয়ামঃ ওইটা না থাকলে কিভাবে?

নাইমঃ মুখ দিয়ে ফেলতে হবে।

সিয়ামঃ আমি বাড়ি যাবো না। আমি বনবাসে চলে যাবো। তবুও কাটতে দিব না।

নাইমঃ চল ভাই। তুই চিন্তা করিস না। তোর ভাই তোর সাথে আছে। (নাইম এভাবেই মজা করতে করতে সিয়ামকে নিয়ে বাসায় গেল) অন্যদিকে,, মিলি স্কুলের এক বান্ধবী পুষ্পকে জিজ্ঞাসা করলো,,

মিলিঃ মুলসমানি কি?

পুস্পঃ (২ মিনিট ভেবে) আমার ধারনা মতে,,আমাদের যেমন নাক এবং কান কাটে,,তেমনি ছেলেদের প্রসাব করার ওইটারে কাটাকেই মুসলমানি বলে।

মিলিঃ হ্যা কি বলছ?

পুস্পঃ আর যেহেতু কাটবে,,তাই পুরোটা কাটবে,শুধু শুধু একটুরেখে লাভ কি!

মিলিঃ (কেদে) আমার জীবন শেষ!

এদিকে সিয়াম বাসায় এসে কান্নাকাটি, চিল্লাচিল্লি সে কাটতে দিবে না। তার মা আর দাদি মিলে তাকে বুঝাল কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তার একটাই কথা,, “আমি মুখ দিয়ে প্রসাব করতে পারবো না,আর পিছন দিয়ে খেতে পারবো না” তবুও সিয়ামের মা আর দাদি তাকে বুঝিয়ে যাচ্ছে!! এদিকে মিলির বড় আপু সিমি মোবাইল এ ফেসবুক চালাচ্ছে,মিলি পাশে গিয়ে বসলো,,

সিমিঃ কিছু বলবি?

মিলিঃ আপু একটু শুন,,একটা জরুরি কথা ছিল।

সিমিঃ বল,,

মিলিঃ আপু মনে কর,,আমার বিয়ে হলো,,

সিমিঃ ওলে বাবা,,

মিলিঃ শুননা! আমার বিয়ে হলো এমন একটা ছেলের সাথে,যার প্রসাব করার ওইটা নেই। তাহলে আমার কি কোন ক্ষতি হবে?

সিমিঃ (হাত থেকে মোবাইল টা পড়ে গেল,,মুখটা মলিন হয়ে গেল) ওই পাকনি তুই কি বলিস এগুলা?

মিলিঃ বল না!

সিমিঃ অনেক ক্ষতি হবে অনেক। তোরে বুঝিয়ে বলতে পারবো না।কিন্তু এইটা যাইনা রাখ। তুই কোন দিন মা হতে পারবি না।

মিলিঃ (ফুপাতে ফুপাতে) আপু তুই বুঝি আর খালামনি ডাক শুনতে পারবি না। (চলে গেল) এদিকে,,সিয়াম তার বাবাকে খুব ভয় পায়,,বাবার আদেশে ডাক্তারের কাছে চলে আসছে। কিন্তু এক হাত দিয়ে প্রসাব করার ওইটা ধরে রেখেছে।

নাইমঃ কি রে সিয়াম ওইটা ধরে রাখছিস কেন?

সিয়ামঃ শেষ দেখা তো আমাদের দুজনের,,তাই আমার হাত ছাড়ছেই না।

বাবার ভয়ে প্যান্ট খুলে ডাক্তারের বেডে শুয়ে পড়লো সিয়াম,পাশেই দাঁড়িয়ে আছে,,বাবা,মা,ভাইয়া এবং দাদি। অঝোরে কাদছে সিয়াম। ব্যাথা নিয়ে তার কোন চিন্তা নেই,,কিন্তু “মুখ দিয়ে প্রসাব করতে পারবে না সে,আর পিছন দিয়ে খেতে পারবে না” এদিকে ডাক্তার আংকেল ও সিয়ামকে বিভিন্ন কথা বলে নরমাল করার চেস্টা করছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।

সিয়ামঃ আংকেল আপনার নিজের ও আছে। প্লিজ নিজের ছেলের মতো ধরবেন।

ডাক্তারঃ ঠিক আছে সিয়াম,তুমি চিন্তা কর না। সিয়াম কাদছে,,পুরো ক্লিনিক মাথায় উঠিয়ে ফেলেছে!

সিয়ামঃ আংকেল একটু রাইখেন। প্লিজ তারপর কিছুসময় অতিবাহিত হওয়ার পর। সিয়াম জ্ঞান ফিরলে,,সিয়াম কান্না শুরু করে।

সিয়ামের মাঃ শেষ তো বাবা।

সিয়ামঃ হম শেষ দেখেই তো কাদছি। তোমরা কিভাবে পারলা??

সিয়ামকে বাসায় নিয়ে আসে।। কিছুদিন কেটে যায়,,সিয়াম সেড়ে উঠে। বাসায় অনুস্টান হয়। সেদিন সিয়াম যেন নতুন জীবন পায়। কারন ডাক্তার আংকেল পুরো টা কাটে নি। তারপর আরো কিছুদিন পর,,সিয়াম স্কুলে যায়,, সিয়ামকে দেখে মিলি দূর থেকে দৌড় দিয়ে আসে।কিন্তু সামনে এসে কাদতে কাদতে বসে পরে।

সিয়ামঃ কি হয়েছে প্রিয়তমা?

মিলিঃঃ আপু বলেছে,আমি কোনদিন মা হতে পারবো না।

সিয়ামঃ না এ হতে পারে না। কিন্তু কেন?

মিলিঃ তোমার ওইটা যে নাই। তাই

সিয়ামঃ কোনটা? ও ওইটা। আছে তো। ডাক্তার আংকেল পুরোটা কাটে নাই।একটু খানি কাটছে।

মিলিঃ সত্যি ?? এ আমি কি শুনছি।

সিয়ামঃ খুলে দেখাবো?

মিলিঃ এই না না। তোমাকে বিলিভ না করলে যে আমার ভালোবাসাকে অপমান করা হবে।

সিয়ামঃ ওমা তাই।

মিলিঃ আমরা বড় হলে,,বিয়ের দিন ডাক্তার আংকেল কে বিয়েতে দাওয়াত দিব। তার জন্যই আমার সাজানো সংসার টিকে আছে। (সিয়াম আর মিলি হাত ধরে ক্লাসে চলে গেল)

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত