অন্ধকার ভালোবাসা

অন্ধকার ভালোবাসা

-আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না! (রিমু)
-কেন? (আমি)
-আমার মনে হয় তোমার থেকে আরও ভালো কাউকে পাবো!
-ও,
-হুমমম।আমি চাই না আর কোন কিছু থাকুক আমাদের মাঝে!
-ঠিক আছে!
-আসলে দিন দিন ভালোবাসাটা কমে যাচ্ছে আমাদের!
-হয় তো না!
-আমি নতুন নতুন ছেলের দেখে বেশি ক্রাশ খাই!আমার মনে হয় তোমার থেকে ওরা বেশি ভালো হবে।
-ও আচ্চা!
-আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তবুও কেমন জানি তোমাকেভালোলাগে না! তুমি বেশি রোমান্টিক না! তুমি আমার হাত ধরলে না এতো দিনে!কোলে মাথা রাখলে না! আদর করে জড়িয়ে ধরলে না! কিন্তু আমার বান্ধবিদের দেখলাম সব তাদের বিএফের মধ্যে আছে।

-আচ্চা!
-আমি সত্যিই বলছি আমি আর চাই না তোমাকে, হয়তো রোমান্টিক কোন ছেলেকে পাবো!
-দোয়া রইলো। তবে একটা বারও ভাববে নাআমার কথা?
-আমি আর পিছু ফিরতে চাই না আশা করি তুমি ফিরাতে চাইবে না আমাকে! আমি তোমাকে ছাড়াই ভালো থাকবো।
-যেমন টা চাও তবে বলবো……
-আমি আর কোন কথায় শুনতে চাই না।বলেই চলে যাচ্ছে।
-আর হ্যা তুমি তো আমার সব ইচ্ছাই পুরন করো তাই না?
-হুমম
-আমার শেষ ইচ্ছা তুমি আমার সাথে আর যোগাযোগ করিও না।চলে যাচ্ছে। বসে আছি চোখে পানি গাল বেয়ে বেয়েপড়ছে। শেষ ইচ্চা টা পুরন করতে হবে? এই কি সেই মেয়ে? যে কি না একটু কথা বলারজন্য পাগল হয়ে থাকতো? দেখা করার জন্য রাতের অন্ধকারে বাসা থাকে বেড়িয়ে আসতো? যে আমাকে বলতো আমি নাকি ওর সব? কিন্তু আজকে? আমি ওর হাত ধরে না, কোলে মাথা রাখি না জড়িয়ে ধরি না এটাই কি আমার অপরাধ? ভেবে পাই না। কেটে যাচ্ছে ওকে ছাড়ায়। কষ্টের দিন গুলি।মেসেজ টিউনে চমকে উঠি এই বুঝি মেসেজ দিলো, কলিং টিউনে মনে হয় এই বুঝি ফোন দিলো। কিন্তু না সব আমার ভুল। হঠাৎ একদিন ফোন দিলো। নামটা দেখেই খুশি হয়ে গেলাম। আবার ফিরে এসেছে আমার কাছে?

-হ্যালো।
-কেমন আছো?
-ভালো তুমি?
-অনেক ভালো।একটা কথা বলার জন্য ফোন দিলাম। নতুন কেউ এসেছে আমার জীবনে। কথাটা শুনেই বুকের ভিরত আজানা চুরি এসে বিধলো।

-ও
-হুমমম আমি যেমনটা চেয়েছিলাম ও ঠিক তেমন। আমার হাত ধরে ঘুরে, আমার কোলেমাথা রাখে আমাকে জড়িয়ে ধরে, আর কতকি আমি খুব সুখি ওকে পেয়ে।তুমিও কাউকে খুজে নেও তোমার মত। কথাগুলো শুনে নিজের চোখে পানি আবিস্কার করলাম।

-দরকার হবে না ভালো আছি আমি।
-ওর নাম অনন্ত।
-ও আচ্চা

বলেই ফোনটা কেটে দিলাম। কথা বললে হয়তো আরও কষ্টটা বাড়বে।আবার ফোন দিলো! কেটে দিলাম চাইনা আর মায়া বাড়তে। ফোনটা অফ করে সিমটা জানালার দিয়ে ছুড়ে দিলাম।হয়তো আবার কোন খবর দিবে যা শুনে আমারকষ্টটা আরও বাড়বে।তা আমি চাই না। আমি জানি নতুন নাম্বারটা পাওয়া ওর কাছে কোন ব্যাপার না তবুও কেটে যাচ্ছে দিন ১মাস,২মাস, ৩মাস।হঠাৎ একটা অানননাম্বার থেকে ফোন আসলো ধরবো ধরবো ধরবো না করেও রিসিভ করলাম। কণ্ঠ শুনে বোঝলাম ও ফোন করেছে।

-তুমি নাম্বারটা চেন্জ করেছো কেন? কত বার ফোন দিয়েছি জানো?
-কেন?
-আসলে আমি বোঝতে পারছি আমি কত বড় ভুল করেছি।
-ও
-তুমি আমাকে ক্ষমা করবে না?
-কেন?
-আমি তোমার কাছে ফিরতে চাই।
-দরকার হবে না।
-প্লিজ ক্ষমা করে দেও আর এমন ভুল হবে না!
-ভুল না করলে ক্ষমা কেন করবো? আর তোমার বিএফের কি খরব?
-ও একটা লুইচ্চা! আমি চেয়েছিলাম একটু রোমান্টিক হতে। কিন্তু…..
-কি?
-রিলেশনের শুরুতে আমার হাত ধরে ঘুরতো, কোলে নিতো, জড়িয়ে ধরতো।
-তাতে সমস্যা কি?
-কিন্তু কয়েকদিন যেতেই আমার শরীরের দিকে নজর দেয়।

নানা ভাবে মানসিক নির্যাতন করে শারীরক সম্পর্ক করার জন্য যা আমি কখনোই চাই না। কয়েকদিন ওর সাথে কথা বলা বন্ধ করে দিই। পরে আমার কাছে ক্ষমা চায়। বলে আমার বাসায় আসো বাবা মা তোমাকে দেখবে। যা মিথ্যা কথা ছিলো পড়ে বুঝলাম। ওর বাসা ফাকা ছিলো।আমাকে দেখেই তার চোখে লোভটা দেখতে পাই আমার সাথে জোর করতে থাকে! অনেক  কষ্ট পালিয়ে এসেছি। বলেই কাদতে শুরু করলো। একটু পর আবার বললো, আমি তোমার কাছে ফিরে যেতে চাই একটা সুযোগ দিবা না?

-দরকার হবে না তো তোমাকে ছাড়াই অনেক ভালো আছি।
-আমি জানি তুমি ভালো নেই।
-সেটা তোমার ভুল ধারনা।
-আমার সব ইচ্ছাই তো তুমি রাখো তাই না? শেষ ইচ্চাটা রাখবে? আমাকে তোমার কাছে নিয়ে যাবে।
-শেষ একবারই হয় ২য় বার শেষ হয় না। তোমার শেষ ইচ্ছা ছিলো তোমার সাথে যোগাযোগ না রাখা। সেটা মেনেছি কিন্তু এটা তোমার শেষ ইচ্ছা না।

-প্লিজ আর একবার সুযোগ দেও। কোন কথা বলেই ফোনটা কেটে দিলাম। কথা বললে ওকে সুযোগ দিতে মন চাইবে কিন্তু সেটা আমি চাই না। অনেক বার ফোন দিলো রিসিভ করলাম না। ফোনটা অফ করে সিমটা বের করলাম, আবার জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। চাইনা আর পিছু টান দিতে। আমি তো ভালো যদিও ভালো নেই তবে ভালো থাকার চেষ্টা করবো।

সমাপ্ত

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত