আগামীকাল কলেজ জীবন এর প্রথম দিন,,এটা যেনে যতটা নাহ খুশি তার চেয়ে বেশি নার্ভাস ফিল করছি!!!
সম্পূর্ণ নতুন জায়গা,নতুন মানুষজন,,নতুন পরিস্থিতি!! মানিয়ে নিতে পারবো তো,,এইসব নিয়ে ভাবনার শেষ নেই!!
যাই হোক এইসব ভাবতে ভাবতে ই তাড়াতাড়ি শুয়ে পড়লাম!!
ভোর ৪ঃ৫০ মিনিট,,ঘড়ির এলার্ম এ
“আল্লাহ ওগো আল্লাহ,ক্ষমা করে দাও মাফ করে দাও”” গজল এর শুরে ঘুম ভাঙলো,,
ব্রাশ এ টুথপেস্ট লাগিয়ে,,মাথায় টুপি নিয়ে ফজর নামাজ এর উদ্দেশ্য বের হলাম!!
ব্রাশ করে ওজু করে মসজিদ এ ডুকলাম!!!
নামাজ শেষ করে আল্লাহর নিকট দোয়া চাইলেম যাতে কলেজ জীবন এর সব কিছু মানিয়ে নিতে পারি!!!
তারপর একটু হাটাহাটি করলাম,,নাস্তা করলাম,,একটু রেস্ট নিয়ে গোসল টা সেরে নিলাম!!
সময় তখন ঠিক ৮ টা,,ড্রেস আপ করে নিলাম,,আম্মুকে সালাম দিয়ে কলেজ এর উদ্দেশ্য পথ চলা শুরু করলাম!!
যাই হোক ৯ঃ৩০ এর সময় কলেজ এ গিয়ে পৌঁছলাম,, বুক টা ধুপ ধুপ করতেছে,,
বিসমিল্লাহ বলে যেই নাহ ডান পা রাখলাম,,তখন ই চোখ গেলো একটা হিজাব করা,,হাতে পায়ে মুজা পরিহিত একটা মেয়ের দিকে,,,কিছুটা অবাক হলাম এই ভেবে যে,,এই যুগেও এমন মেয়ে আছে,,যারা ইসলামিক নিয়মে চলাচল করে!!
যাই হোক নিজেকে সামলে নিয়ে ভিতরে ডুকলাম,,দুইটা ছেলের সাথে পরিচয় হয়ে নবীন বরন এর অনুষ্ঠান এ গেলাম!!!
শরীর টা অনুষ্ঠান এ থাকলে ও মন টা ছিল মেয়েটার কাছে!!!
অনুষ্ঠান শেষে ঐ দুই বন্ধু থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম!!
পরের দিন থেকে ক্লাস শুরু,,, যথাযথ প্রস্তুতি নিয়ে গেলাম কলেজ এ,,,ঠিক প্রথম দিন এর মত আজকে ও দেখা ঐ মেয়েটার সাথে,,
তারপর যে যার মত করে ক্লাস এ চললাম,,আশ্চর্য বিষয় টা হচ্ছে আমি যেই টেবিল এ বসছি মেয়ে টা ঠিক তার পাশের টেবিল টাতে ই বসছে,,,
তারপর স্যার আসলেন পরিচয় দিলেন,,আমাদের সাথেও পরিচিত হলেন,,,
আর তখনই মেয়েটার নাম জানার সুযোগ হলো আমার,,,
তার নাম ছিল”জান্নাতুল নাঈমা ইভু””
নাম টা অনেক ভালো লাগলো!!!
(ওহ আমার নাম ই তো আপনাদের বলা হলো নাহ,,”””আমি আব্দুল্লাহ আল নোমান””,,এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট)
(এবার আসি একটু ভিন্ন কথায়,,
যাই হোক স্কুল জীবন এ ১০ বছর কখন ও এই প্রেম এর প্রতি না কোন ফিলিংস ছিল,,নাহ কোন ভালোলাগা ছিল)
কিন্তু মেয়েটাকে দেখার পর থেকে ই কেমন একটা ভালো লাগা কাজ করলো মনের ভিতর,,কেন জানি তার সম্পর্কে সব কিছু জানার ইচ্ছে জাগলো,,ভাগ্য ভালো ছিল যে ইভুর বেস্ট ফ্রেন্ড ছিল আমার দুই ফ্রেন্ড এর মধ্যে একজন এর কাজিন,,সেই সুবাদে ইভুর সম্পর্কে অনেক কিছু ই জানা হলো!!
সবকিছু জানার পর বুঝলাম,,মেয়েটার পরিবার ইসলামিক,,ইসলামিক নিয়মে ই তারা জীবন যাপন করতো,,,
আমার পরিবারও ছিল অনেক টা ইসলামিক,,,
তো একদিন বন্ধির কাজিন এর সাথে পরিচিত হলাম সাথে ইভুর সাথে ও,,ও তেমন একটা কারো সাথে কথা বলতো নাহ আমি ছাড়া,,
সেই সুবাধে ইভুকে ইম্প্রেস করার জন্য ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন করতাম(যদি আমার জানা)
আর ও উত্তর দিতো,,ও যখন কথা বলতো আমি তখন তার কন্ঠের মাঝে হারিয়ে যেতাম,,
এভাবে ই চলতেছিল আমাদের বন্ধুত্ব,,, কখন যে এই বন্ধুত্ব টা ভালোলাগায় সৃষ্টি হলো তারপর ভালোবাসায় রূপ নিলো জানতে ও পারলাম নাহ,,,যাই হোক ইভুরে অনেক বুঝানোর চেষ্টা করছি ও বুঝতো কি নাহ জানিনা কিন্তু চুপ থাকতো তখন!!!
এভাবে আস্তে আস্তে সময় গড়িয়ে অনার্স ফাইনাল পরীক্ষার সময় চলে আসছিল….
কলেজ এ রেগ ডে ছিল আজকে,,অনেক প্লান করে ই কলেজ গেলাম,,যেই করে ই হোক আজকে তাকে প্রপোজ করবো আর আমাকে ভালোবাসে কিনা জানবো!!
যেই পরিকল্পনা সেই কাজ,,
সবাই যখন অনুষ্ঠানে তখন আমি তাকে ডেকে আলাদাভাবে কথা বলতেছে,,,হঠাত করে হাটু গেড়ে বসে তাকে প্রপোজ করলাম কিন্তু লাভ হলো নাহ, সেই আগের মত ই চুপ ছিল।অনেক বার জানতে চাইছি আমাকে ভালোবাসে কিনা? কিন্তু কিছুও উত্তর আসতো নাহ!!!
আমিও ঐ সময় জিদ করে চলে আসি,,আর কোন যোগাযোগ রাখি নাহ ওর সাথে,,আস্তে আস্তে পরীক্ষার সময় ঘনিয়ে আসলো আর আমার প্রস্তুতি ছিল অনেক বাজে,,সারাক্ষণ ইভুকে নিয়ে ভাবাতে পরে থাকতাম!!!
এক্সাম এর আগের দিন আব্বু জানতে চাইলো যে কি হইছে আমার,,কিছুই বললাম নাহ
পরে হঠাত বিকাল এ ইভুর নাম্বার থেকে ম্যাসেজ,,ইভুও নাকি আমাকে ভালোবাসে কিন্তু আমারু পড়ার সমস্যা হবে বলে জানায় নি,,,
যাই হোক তখন অনেক খুশি হয়ছিলাম,,আর স্টুডেন্ট ভালো ছিলাম বলে প্রিপারেশন ভালো নাহ থাকলে ও পরীক্ষার রেজাল্ট ভালো ই ছিল,,
ইভুর ও ভালো ছিল!!!
তখন থেকে আমাদের ভালোবাসার পথ চলা শুরু,,,আমি এখন আব্বুর ব্যবসা দেখাশুনা করি,,
সেই সুবাধে আব্বু আম্মু ও বিয়ের জন্য চাপ দিতে লাগলো,,তখন আমি ইভুর সম্পর্কে জানালাম,,তারপর ইভুকে বউ হিসাবে পাওয়ার জন্য বাকি সব তারা ই করলো!!!
আমরা অনেক হ্যাপি কাপল,,কারণ আমাদের ভালোবাসা টা ছিল পবিত্র!!!
তারপর থেকে ওর ডাকে ঘুম ভাঙতো,,নামাজ পড়ার জন্য জাগাতো,,ফজর নামাজ পড়ে শীতের সকালে হাটাহাটি,,মাঝে মাঝে ঘুরতে যাওয়া সব মিলিয়ে ভালো ই চলছে আমাদের ভালোবাসার বন্ধন!!!
দোয়া করবেন আমাদের জন্য,,আমরা জাতে সবসময় ইসলামিক নিয়ম মেনে চলতে পারি!!
![DMCA.com Protection Status](https://images.dmca.com/Badges/dmca_protected_sml_120l.png?ID=f8f7ddb3-c990-447d-a640-4ccef94c0642)