প্রিডেসটিনেশান

প্রিডেসটিনেশান

.১
-কি হয়েছে তোমার?
আমরা মানি কিংবা না মানি আমাদের জীবনের প্রতিটা বিষয় পূর্বনিদ্ধারিত।আমরা চাইলেও সেগুলো পরিবর্তন করতে পারিনা।

আমরা যে বিষয়গুলি এড়িয়ে যেতে চাই বার বার সেইগুলি আমাদের সামনে এসে হাজির হয়।আমার জীবনে তেমনি একটা বিষয় নিলিমা।

আজ অনাকাঙ্খিত ভাবে নিলিমার সাখে দেখা হওটাও আমার ধারনার বাইরে ছিল।
.
নিলিমাকে দূর থেকে দেখতে পেয়েছি। ও যাতে আমাকে না দেখতে পাই তার জন্য পাশের দোকানে যেয়ে দাড়ালাম।

একটা সিগারেট জ্বালিয়ে কেবল একটা টান দিয়ে ধোয়া ছাড়ছি তখন পিছন থেকে কেউ আমার কাধে হাত রাখলো।আমি পিছনে ঘুরে দেখি নিলিমা।

কিছুটা আবাক হবার ভান করে বললাম, আরে তুমি কখন এলে?
ও কিছুটা চোখ বড় বড় করে বলল, যদি কেউ দেখেও না দেখার ভান করে থাকে তবে কে কখন আসলো বা গেলো তা জানার অধিকার তার নেই।
আমি আজ পর্যন্ত এই মেয়ের কথা পরিপূর্ণভাবে বুঝে উঠতে পারিনি।প্রথম প্রথম আবার জানতে চাইতাম কি বলতে চাইছিল।

এখন যেটুকু বুঝি তার উপরেই কোন কিছু বানিয়ে বলে দেই।
-আমিতো তোমাকে দেখতে পাইনি।আর যদি দেখতাম তাহলে কি এখানে আসতাম বলো?
-হয়তো হ্যা অথবা না।
কি হয়েছে তোমার?
-কই আমার তো কিছুই হয়নি। আমিতো আগের মতোই আছি?
-তোমার কাছে মনে হতে পারে কিন্তু আমার কাছে না।মনে হচ্ছে সময়টা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে সাথে তুমিও।

তুমি কি এখন ফ্রি আছো? কিছুটা সময় কি আমার সাথে কাটাতে পারবে?
আমি কিছুটা আমতা আমতা করে বললাম
-কিছু কাজ ছিল আমার।আজ তো তেমন সময় নেই।
-প্রয়োজন যখন ফুরিয়ে যাই তখন কেউ আর খোজ রাখেনা।ওকে ঠিক আছে।বাই।
.
কিছুটা চাপা আভিমান নিয়ে চলে গেল নিলিমা।
একটা সময় ওর জন্য পাগল ছিলাম আমি।ঘন্টার পর ঘন্টা ওর জন্য অপেক্ষা করতাম শুধু এক পলক দেখার জন্য।

প্রেমের প্রথম দিকের সময় টুকু অনেক মধুর ছিল।অনেকের কাছে শুনেছি ভালবাসা নাকি ক্রমান্বয়ে বাড়ে।

কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা উল্টা।দিন যত বাড়তে থাকলো নিলিমার প্রতি আমার ভালবাসাটাও কেমন জানি কমে আসছে।

এমনটা নয় যে আমি অন্য কাউকে পছন্দ করেছি কিংবা ভালবাসি।
.
সিগারেটে আরেকটা টান দিলাম।আকাশের দিকে তাকিয়ে ধোয়াগুলো ছেড়ে দিলাম।

আস্তে আস্তে ধোয়া গুলো আকাশে মিলিয়ে যাচ্ছে তেমনি নিলিমাকে নিকে আমার বোনা স্বপ্ন গুলো কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে।

.
অনেকক্ষন ধরে নিলিমা ফোন দিচ্ছে।
The hearts wants what it wants……গানটা বেজেই চলেছে।
১১ তম বারে ফোনটা রিসিভ করলাম।
-সত্যি করে একটা কথা বলবে আমাকে আশিক?
-বলো চেষ্টা করবো।
-প্রতিটা গল্পের একটা শেষ থাকে।প্রতিটা চরিত্রের একটা সমাপ্তি থাকে।তোমার গল্পে আমার চরিত্রের প্রয়োজন কি ফুরিয়ে গিয়েছে?
আমি কিছুক্ষন আকাশের দিকে তাকিয়ে থাকলাম।তারাগুলো মিটি মিটি করে জ্বলছে।..-আজকের রাতটা অনেক সুন্দর।

যখন আকাশটা মেঘলা থাকে তখন তারা গুলি কিন্তু ওই মেঘের আড়ালেই মুখ লুকাই।

তখন কিন্তু এক বারও তারাগুলি রাতকে আলোকিত করার কথা ভাবেনা।

আবার যখন মেঘগুলি চলে যায় তখন আবার তারাগুলি রাতকে আলোকিত করে।
-তুমি কি বলতে চাও তোমার মনের আকাশেও মেঘ জমেছে?
-মেঘ জমেছে কি না জানিনা তবে তারাগুলি মুখ লুকিয়েছে।
-আমি কারনটা জানতে চাইবোনা। তবে এটুকু বলবো তোমার মনের আকাশে মেঘ গুলি সরিয়ে তারাগুলি আবার নিয়ে আসবো আমি।

আর যদি না পারি তবে তোমার গল্পে আমার চরিত্রের সমাপ্তি টেনে দিও তুমি।
.
নিলিমার হৃদয়টা অনেক কঠিন।আর সেই কঠিন হৃদয়ে আমি প্রেমের ফুল ফুটিয়েছি।কিন্তু সেই ফুল আজ নিষ্প্রান
.
নিলিমা নামটি যথার্থ ওর জন্য। নিলিমার চোখ দুটি নিল।ওর ওই চোখ দেখেই আমি ওর প্রেমে পড়ি।

যেদিন ওকে দেখি সেদিন শুধুই ওর চোখ দুটি দেখতে পেয়েছিলাম।
আর ওর চোখের মায়ায় সেদিনি আমি আমার হৃদয় হারিয়েছিলাম।
.
যদি আমার গল্পটা জানতে চাও তবে যেদিন যে সময়ে যে স্থানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে চলে এসো।আমি তোমার অপেক্ষায় থাকবো।
মেসেজটা নিলিমাকে সেন্ড করলাম।
.
.৩
আমাদের প্রথম দেখাটা হয় একটা পার্কে।একটা বেঞ্চে বসে ছিলাম আমি।আজও সেই একই বেঞ্চে বসে আছি।
দূর থেকে একটা কালো শাড়ি পড়া অয়োবয় আমার দিকে এগিয়ে আসছে।কাছে এসে আমার সামনে বসলো।

মুক্ত বাতাসে অবাধ্য চুলগুলি ওর মুখে লুটোপুটি খাচ্ছিল।হাত দিয়ে চুলগুলি ও কানে গুজে দিল।

তারপর বললো, আমার চোখের দিকে তাকাও।আমি না বলা পর্যন্ত আমার চোখ থেকে চোখ সরাবে না।
আমি নিলিমার দিকে তাকালাম।ওর ঠোট জোড়া কাপছে।ঈষৎ গোলাপি ঠোটজুগল।চোখে হালকা কাজল দেওয়া।
ওর চোখ আমাকে বলছে, আমার হৃদয়ের প্রতিটা স্পন্দন শুধু তোমার জন্য।কেনো আমাকে কষ্ট দাও।

কষ্ট দিয়ে যদি তুমি সুখ পেয়ে থাকো তবে তোমার দেওয়া কষ্ট আমি সুখের পরশের মতো গায়ে জড়িয়ে নিবো।
.
আর তাকিয়ে থাকতে পারলাম না ওর চোখের দিকে।ওর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।

আমি হাত পেতে অশ্রুগুলো মাটিতে পড়তে দিলাম না।অন্যদিকে তাকিয়ে বললাম, আমার গল্পে তুমি ছিলে।

কিন্তু তোমার নিয়ে আমার গল্পটার রং যেন বিবর্ণ হয়ে যাচ্ছে।আমার প্রেমের ফুলটা কেমন যেন নিষ্প্রান হয়ে যাচ্ছে।

আমি জানিনা কেন এমন হচ্ছে।আমার অনুভূতিগুলো যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে।
.
ও আমার কাধে মাথা রেখে বললো তোমার গল্পকে রঙিন করবো আমার চোখের রঙে।

তোমার প্রেমের ফুলে আমি আবার জীবন ফিরিয়ে আনবো আমার ভালবাসা দিয়ে।

তোমার অনুভুতিগুলো ও ফিরিয়ে আনবো একটি বার আমার দিকে তাকাও।
.
আমি ওর দিকে তাকালাম।ঠোট গুলো আরো বেশি কম্পিত হচ্ছে।আমি একটু এগিয়ে গেলাম ওর দিকে।

ও আরো একটু এগিয়ে আসলো আমার দিকে।এখন দুজনার ঠোটই কম্পিত হচ্ছে।

এখন শুধু একটা সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত