বন্ধুর ভালোবাসা

বন্ধুর ভালোবাসা

কিরে কি হইছে তোর মন খারাপ মনে হয়, আর ছাদের উপর ডাকলি কেন? আমার জীবনে আমি সবাই কে ফাঁকি দিতে পারি, শুধু তোকে ছাড়া তাই তোকে ডাকলাম, আমি জাম্প দিমু কসকি কইথেকে দেখছ না ৫তলা বিল্ডিং এর উপর আছি হা হা হা হা হাসোস ক্যান হাসবো না তুই এখান থেকে জাম্প দিবি ক্যামনে আমি আছি না তোর পাশে,

তুই আমাকে বাধা দিস না দোস্ত এই পৃথীবিতে বেচেঁ থাকার ইচ্ছা আমার আর নেই আমার মন ভেঙে গেছে
আমাকে মরতে দে কেন কি হইছে তোর যে মেয়েকে এতো দিন আপন বলে জানতাম যার মাঝে আমার সব কিছু হারিয়ে ফেলেছি, যার জন্য আমি রাতের ঘুম হারাম করে দিয়েছি যার জন্য আমার পড়ালেখার আজ এতো খারাপ অবস্থা, সেই কিনা আজ বলে সে শুধু আমার বন্ধু এর চেয়ে বেশি কিছু কখনো ভাবেও নি ভাবতে ও পারবে না।, এমন কি ভাববেও না আমি জানি তার কারন সে হচ্ছে ধনী আর আমি গরিব,

শোন দোস্ত মন খারাপ করিছ না আর এই সব বাজে চিন্তা মন থেকে মুছে ফেল, জীবন টা কোনো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিচার করতে হয়, তুই ৫তলা বিল্ডিং থেকে জাম্প দিয়ে কখনো তার ভালবাসা পাবি না, তার ভালবাসা পেতে হলে ৫তলার বিল্ডিং এর মালিক হতে হবে, জীবনে সব মানুষকেই কোনো না কোনো ভাবে কষ্ট পেতে হয়, কষ্ট না পেলে জীবন কে উপলব্ধি করা যায় না স্বপ্ন দেখে জীবন চলে না বরং স্বপ্নদেখে সেই স্বপ্ন ভাঙলে স্বপ্ন পূরনের লক্ষে কাজ করলে এক সময় মানুষ স্বপ্ন পূরনের লক্ষে পোছে যায়,

কিন্তু তার জন্য চাই নিজের সৎইচ্ছা আর চাই মনের অফুরন্ত ভালবাসা, আমি জানি সেইটা তোর আছে তোর মন ভেঙেছে কিন্তু ভালবাসাতো শেষ হয়ে যায় নি, তুই এক কাজ কর তোর পাসপোর্ট আমাকে দে আমি তোকে আমার সাথে প্যারিসে নিয়ে যাবো তুই দেশে থাকলে তার কথা বেশি বেশি মনে পড়বে আর কিছু করতে ও পারবি না নাহিদ চোঁখে টলমল পানি নিয়ে বলতে লাগলো সত্যি দোস্ত তোকে কি বলে ধন্যবাদ দিবো তা আমার জানা নাই আমার আপন ভাই থাকলেও হয়তো এত টুকু করতো না,

এক মাস পর নাহিদ কে নিয়ে আমি প্যারিসে চলে আসি আজ নাহিদ প্যারিসে আসার বয়স ৪ বছর এর মাঝে নাহিদ দুইটা দোকান এবং কয়েকটা গাড়ির মালিক আমি সালমান কে গিয়ে বললাম আমি বিয়ে করবো আমি দেশে যাবো নাহিদ তো শুনে অনেক খুশি তাহলে আমি তোর সাথে দেশে যাবো (মনে মনে বলি আরে পাগল আমিতো তোর জন্যই।দেশে যাবো) বাংলাদেশ এয়ারপোর্ট এ আসার পর গেট থেকে বাহির হওয়ার সাথে সাথে দেখলো সামনে তার সেই ভালবাসার মানুষ তনু দাড়িয়ে আছে।

সালমান পাশ কেটে যেতে চাইলে তনু হাত দরে ফেলে নাহিদ জোর করে হাত ছাড়িয়ে নিয়ে যা তা বলে তনু কে অপমান করতে শুরু করে কিছুক্ষণ পর আমি আসি আমি বলতে লাগলাম নাহিদ এইটা তোর সেই ভালবাসার মানুষ না না আমি ওকে চিনি না সত্যি বলছিস তুই যদি ওকে না চিনোস তাহলে তার জন্য মন খারাপ করতি কেন তোর মন খারাপ দেখেইতো আমি দেশে আসলাম তোর জন্য। আসলে আমি বিয়ে টিয়ে কিছু করতে আসিনি আমি এসেছি তোদের বিয়ে দিতে তোকে তনুর হাতে তুলে দিতে।

আমি যখন দেশে আসি তনু আমার কাছে এসে কান্নাকাটি শুরু করে এবং বলে সে তোকে অনেক ভালবাসে কিন্তু তার বাবা মা তোকে মেনে নেবে না, কারন তোর একদিকে টাকা পয়সা নেই অন্য দিকে তুই ভালভাবে পড়ছিস না,
তখন আমি তাকে এই বুদ্ধি দিই যা তোর সাথে ঘটেছে এবং তোর ভিসার টাকাও অর্ধেক তনু দিয়েছে বাকি অর্ধেকটা আমি চালিয়ে নিয়েছি। আর ও বড় লোকের মেয়ে বলে তোর সাথে প্রতারনা করেনি বরং তোকে সত্যিকারে ভালবেসেছে,

নাহিদের চোখে পানি নাহিদ আমাকে জড়িয়ে দরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে দোস্ত তোর এই ঋন
আমি কি দিয়ে শোধ করবো, ঋন শোধ করতে হবে না তুই শুধু আমার সারা জীবন বন্ধু হয়ে থাকিস, আর হ্যা ভুলে যাইসনা বিয়ের পর বঊকে পেয়ে হা হা হা।

আসলে বন্ধু নামের হারামি গুলা এই রকম ঈ হয়। তারা স্বার্থ ছাড়াই বন্ধুকে ভালবাসতে পারে বন্ধুর জন্য জীবন দিতেও পারে। তারা সামন থেকে বাশ দিলেও পিছন থেকে নিঃস্বার্থ ভাবে উপকার করতে জানে। তাদের ভালবাসায় কোন স্বার্থ থাকে না, কোন খাদ থাকে না, কোন কার্পন্যতা থাকে না। তারা হয় উদারমনা, হাজার অন্যায় করার পরেও একটা ছোট্ট সরি বললেই ক্ষমা করে দেই। কোখনো বা সেই সরিটাও বলতে হয় না। সরি বলার আগেই বুকে জড়িয়ে নিয়ে বলে আরে দোস্ত ব্যাপার না। আসলে বন্ধুত্বের সম্পর্কের তুলনা হয়না।। আর ডঃ এ.পি.জে আব্দুল কালাম এর একটা উক্তিই তো আছে “একটি ভাল বই একশ জন বন্ধুর সমান। কিন্তু একজন ভাল বন্ধু একটি লাইব্রেরির সমান।” যায় হোক বেচে থাকুক আর অটুট থাকুক এমন বন্ধুত্ব আজীবন।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত