রাইয়ান এদিকে আয় তো।(আম্মু)
:-জ্বী আম্মু,আসতেছি।(আমি) অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম।তখনই আম্মুর ডাক পড়লো,রান্নাঘর থেকে।
:-কেন ডেকেছো,আম্মু? রান্নাঘরে ডুকেই কথাটা বললাম,আমি।
:-আজকে দুপুরে অফিস থেকে পনেরো দিনের ছুটি নিয়ে আসবি।(আম্মু)
:-কেন,আম্মু?কোথাও বেড়াতে যাবো নাকি,আমরা?(আমি)
:-সেটা তুই এলেই জানতে পারবি।
:-কেন?এখন বলা যাবে না,নাকি?
:-না।
:-আচ্ছা।
অতঃপর আমি রুমে এসে সম্পুর্ণ রেডি হয়ে,নাস্তা করতে টেবিলে গেলাম।
:-বাবা,আজকাল শরীরটা বড়ই খারাপ যাচ্ছে।
নাস্তা টেবিলে রাখতে রাখতে বললো,আম্মু।
:-কেন আম্মু?কি হয়েছে?
:-আর বলিস না,সংসারের সব কাজ করতে করতে একেবারেই শরীরটা ভেংগে পড়েছে।
:-তোমাকে তো বললাম,একটা কাজের বুয়া রাখতে।কিন্তু তুমি তো আমার কোন কথা শুনছো না।
:-আচ্ছা,ওসব কথা বাদ দিয়ে নাস্তা সেরে নে।
:-আম্মু,তুমিও বসো।
:-আমি কি করে বসি?বল।রান্না বসিয়ে এসেছি যে।
:-ও,
অতঃপর আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। আমিও নাস্তা সেরে,আম্মুকে বলে অফিসের দিকে রওয়ানা দিলাম। অফিসে যেতে যেতে নাহয় আপনাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার নাম মোঃ রাইয়ান ইসলাম (কাব্য।) পড়ালেখা শেষ করে একটা সরকারি প্রতিষ্টানে চাকরি করি। আপন বলতে রয়েছে শুধু আমার মা।
বাবা আমরা গ্রামে থাকতাম।কিন্তু চাকরি সুত্রে আমি মাকে নিয়ে শহরে উঠি।গ্রামের সবকিছু বিক্রি করে,শহরে একটা ফ্ল্যাট কিনে এখানে স্থায়ী হয়ে যাই। আপাদতে পরিচয় পর্ব এখানেই থাক। আম্মুর কথা-মত আমি অফিসের প্রধান থেকে পনেরো দিনের ছুটি নিয়ে নিলাম। আবশ্যক,প্রধান স্যার এই নিয়ে আমাকে কিছু বলে নাই।কারণ,আমি অফিসে চাকরি করি আজ প্রায় একবছর হবে।কখনো নিজ থেকে ছুটি চাই নাই।তাই ছুটি দিয়ে দিলো। এরপর আমি আমার কেবিনে গিয়ে সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম। তারপর বাসার দিকে রওয়ানা দিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে আসলো। রুমে গিয়ে খাটে বসতেই,আম্মু রুমে ডুকলো।
:-কিরে,এসে গেছিস?(আম্মু)
:-হুমম।(আমি)
:-জহুর আর আছরের নামাজ পড়েছিস?
:-জ্বী,আম্মু।
:-এখন মাগরিবের আজান দিবে,মসজিদে গিয়ে নামাজ আদায় করে আয়।
:-আচ্ছা,আম্মু।
অবশেষে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে বাসায় আসলাম। রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। আমি রুমে আসার কিছুক্ষন পর আম্মু,আমার রুমে আসলো।এসে আমার পাশে বসে আমার মাথায় পরম স্পর্শে হাত ভুলিয়ে দিতে লাগলো। “আহ,কি অনুভূতি।” যা বলে আমি আপনাদের বোঝাতে পারবো না। আমি আমার মাথাটা আম্মুর কোলে রাখলাম।
:-রাজু
:-হুমম।
:-ছুটি নিয়েছিস।
:-হুমম।
:-জানিস,তোকে আমি কেন ছুটি নিতে বলেছি?
:-না বললে জানবো কি করে?
:-তাহলে শুন,আমরা আগামীদিন সকালে গ্রামের বাড়ির দিকে রওয়ানা দিবো।
:-কেন,আম্মু? সোজা হয়ে উঠে বসলাম।
:-তোর খালাকে বলেছিলাম,তোর জন্য একটা মেয়ে দেখতে।
:-কেন? অবাক হয়ে,বললাম।
:-কেন আবার?তোর বিয়ের জন্য।
:-আম্মু,তুমি কি যে বলনা?আমার কি এখনও বিয়ের বয়স হয়েছে?বলো।
:-আমি তোর কোন কথা শুনতেছি না।তোকে বিয়ে করতেই হবে।
:-আম্মু,
:-বাবা,তুই বল,তুই তো সকালে অফিসে চলে যাস আর সন্ধ্যায় বাসায় ফিরিস।সারাটা দিন আমি বাসায় একলা একলা থাকি।এটা কি তোর কাছে ভালো লাগে?আচ্ছা,এসব নাহয় বাদ দিলাম।আমার যে বয়স হয়েছে,সেটা তুই দেখতে পাচ্ছিস।তুই বল,আমার দ্বারা কি সংসারের সব কাজ একা চালানো সম্ভব?
:-আম্মু,তোমার কথায় নাহয় যুক্তি আছে।কিন্তু আমি তো বলেছিলাম,একটা কাজের বুয়া রাখতে।কিন্তু,
:-ব্যস,আর বলা লাগবে না তোর।তুই বিয়ে করবি কি না বল?
একটু কঠোর গলায় বললো,আম্মু।
:-আচ্চা,আম্মু,তোমার যেটা ভালো মনে হয়।
:-ঠিক আছে।তাহলে তুই তোর কাপড়-ছোপড় সব গুছিয়ে নে।আমরা সকাল সকাল রওয়ানা দিবো। আমি আর কিছু না বলে মাথা নেড়ে সায় দিলাম।
পরদিন সকালে আম্মুর কথা অনুযায়ী আমরা গ্রামে খালার বাড়ির উর্দেশ্য রওয়ানা দিলাম। আমরা খালার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেলো। গাড়ি জার্নি করতে করতে আমি খুবই ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম। তাই,আমি দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিতে একটা নির্দিষ্ট রুমে গিয়ে শুয়ে পড়লাম। অপরদিকে আম্মুকে দেখলাম খালার সাথে কথা বলতে। যাইহোক,আমি কখন যে ঘুমিয়ে গেলাম তা আমি টেরই পেলাম না। ঘুম ভাংলো আম্মুর ডাকে।
:-কি হলো,আম্মু?(আমি)
:-কি হলো মানে?আছরের আজান দিয়েছে কখন?তুই এখনো ঘুমিয়ে আছিস,যে?(আম্মু)
:-ও,আচ্ছা।যাচ্ছি।
:-হুমম,নামাজ পড়ে সোজা বাড়িতে আসবি।
অতঃপর আমি খালুর সাথে মসজিদের দিকে রওয়ানা। নামাজ শেষে,আমি আবারও খালুর সাথে বিভিন্ন কথাবার্তা বলতে বলতে বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছানোর পর দেখি আম্মু আর খালা উঠানে চেয়ার নিয়ে বসে গল্প করছে।
:-আম্মু,খালা তোমরা কি নিয়ে গল্প করছো?(আমি)
:-কি নিয়ে আবার?তোর বিয়ের ব্যাপারে কথা বলছিলাম।আর কি?(আম্মু) আম্মুর একথায় বলায় আমি বেশ লজ্জা পেলাম।
:-রাজু,দাড়িয়ে আছিস কেন?বস। এই বলে খালা আমার দিকে একটা চেয়ার বাড়িয়ে দিলো। আমি চেয়ারটা নিয়ে বসলাম।খালুও আমার পাশে একটা চেয়ার নিয়ে বসলো।
:-তাহলে আর কি?আগামীকালই বিয়েটা হয়ে গেলে,ঝামেলাটা সম্পন্ন হয়।কি বলেন,আপনারা?(আম্মু)
:-মানে কি?আম্মু। অবাক হয়ে বললাম,আমি।
:-তুই চুপ থাক।(আম্মু) আমি আর কিছু না বলে চুপ থাকলাম।
:-আপনি যেহেতু মেয়ের সাথে দেখা করে পছন্দ করেছেন,তাহলে আর কি?আগামীদিনই বিয়েটা হয়ে যাক।(আম্মুকে উর্দেশ্য করে বললো,খালু)
:-আম্মু,তারমানে তোমরা মেয়ের সাথেও দেখা করে ফেলেছো?(আমি)
:-হুমম।আর মেয়েকে আমার যথেষ্ট পছন্দ হয়েছে।(আম্মু)
:-তোমরা কি থেকে কি করছো,আমি কিছুই বুঝতেছি না।(আমি)
:-তোর বুঝে কাজ নেই।তুই শুধু বল,তোর আম্মুর পছন্দের মেয়েকে তুই বিয়ে করবি কি না?(খালা)
:-খালা,তুমি কি যে বল না?আমার আম্মুই তো আমার সব।আচ্ছা,তোমরা কথা বলো।আমি আছি।
এই বলে আমি ঘরে প্রবেশ করে আমার জন্য নির্ধারিত রুমে ডুকলাম। বিছানায় গা এলিয়ে দিলাম। “কি থেকে কি?কিছুই বুঝতেছি না।আম্মু আবার কখন কিভাবে গিয়ে মেয়ের সাথে দেখা করে এসেছে?কে জানে?ধ্যাত।কিছুই তো মাথায় ডুকছে না।আর আগামীদিন বিয়ের কোন মানে হয়?অনুষ্টান নাই,কিছু নাই।এসব কি?” এসব কথা মনে মনে ভাবছিলাম।তখনই আম্মু রুমে ডুকলো।
:-আম্মুর উপর বুঝি রাগ হয়েছে,আমার ছেলেটার?
আম্মু আমার পাশে বসতে বসতে কথাটা বললো।
:-আম্মু,তুমি কি যে বলো?তোমার উপর আমার কি কোন রাগ হতে পারে?(আমি)
:-তারপরেও তো।
:-আম্মু,আমি জানি তুমি কখনো আমার খারাপ চাওনা।তুমি আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নিবে আমি তাই করবো।
এই বলে আমি আম্মুর কোলে মাথা রাখলাম। আর আম্মুও আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।
:-আচ্ছা আম্মু,তুমি কোন সময় মেয়েটার সাথে দেখা করে এসেছো?আমি কিছুই বুঝতেছি না।যদি তুমি একটু বুঝিয়ে বলতে?(আমি)
:-আসলে মেয়েটার বাড়ি হলো,এখান থেকে পাঁচ মিনিটের পথ।তুই যখন রুমে গিয়ে ঘুমাচ্ছিলি তখন আমি আর তোর খালা গিয়ে মেয়েটার সাথে দেখা করে আসি।
:-ওহহ,আচ্চা তুমি গিয়ে দেখা করে আসলে,কিন্তু আমায় নিয়ে গেলে না কেন?
অভিমানী কন্ঠে বললাম,আমি।
:-তোকে কি করে নিয়ে যাই বল?মেয়েটা যে কোন পর পুরুষের সাথে দেখা করে না।তার উপর মেয়েটা আমার আর তোর খালার সাথেও তো দেখা করতে নারাজ ছিলো।
:-মানে?
অবাক হয়ে বললাম।
:-মানে,মেয়েটা হলো মাদরাসার ছাত্রী।তার উপর মেয়েটা হলো কুরআনে হাফেজ।তাই।
:-(আমি)
:-মেয়েটা যদিও মধ্যবিত্ত পরিবারের মেয়ে,তারপরও মেয়েটাকে আমার আমার যথেষ্ট পছন্দ হয়েছে।আচ্ছা,তোর কি কিছু বলার আছে?
:-না মানে আম্মু,আগামিকাল যদি বিয়ে হয়,তাহলে অনুষ্ঠান ও আয়োজন করবে কখন?
:-তেমন কোন অনুষ্ঠান-আয়োজন হবে না?
:-কেন?
:-কারণ,মেয়ের পরিবার থেকে বলা হয়েছে,যেন কোনরকম অনুষ্ঠান করা নাহয়। আর আমার ও ওসব করার ইচ্ছে নেই।
:-তাহলে আমারও আর কিছু বলার নাই।
:-হুমম,তাহলে আর কি?আয়,নাস্তা করতে আয়।
:-হুমম,আসতেছি।
অতঃপর আম্মু রুম থেকে বাহির হলে আমিও আম্মুর পেছন পেছন বাহির হয়ে গেলাম,নাস্তার টেবিলের দিকে।
:-তাহলে আর কি?রাজু তুই মাগরিবের নামাজ শেষে তোর খালুর সাথে বাজারে যা।(আম্মু) নাস্তা করা শেষ হলে কথাটা বললো,আম্মু।
:-কেন আম্মু?(আমি)
:-কেন আবার তোর বিয়ের জন্য বাজার করতে।(খালা)
:-কেন?ভাইয়ারা(খালাতো) আসলেই নাহয় যাবো।(আমি)
:-ওরা আসতে আসতে অনেক রাত হবে।তারছে বরং আমরা বাহির হই।(খালু)
:-আচ্ছা,আপনি যেহেতু বলছেন,আমরা রওয়ানা দিই।(আমি)
:-হুমম।(খালু)
অতঃপর আমি আর খালু রওয়ানা দিলাম,মসজিদের দিকে। অবশেষে আর কি? কোন আয়োজন ছাড়াই বিয়ে করে,বউ নিয়ে খালার বাড়িতে আসলাম। আমার বউকে একটা রুমের দিকে নিয়ে গেলো খালা।
:-রাজু,তাহলে আমরা আগামীকালই রওয়ানা দিবো।কি বলিস?(আম্মু)
:-আম্মু,তোমার যেটা ভালো মনে হয়।(আমি)
:-সেকি,আপনারা কোথায় যাওয়ার কথা বলছেন?(খালু)
:-কেন?আমাদের বাসায়।(আমি)
:-সেটা কি করে হয়?আপনারা এসেছেন যেহেতু,আরও দুইদিন থেকে যাবেন।(খালু)
:-আরে তা কি করে হয়?আমরা অন্য আরেকসময় এসে থাকবো।বুঝেনই তো,নতুন বৌ বলে কথা।(আম্মু)
:-হুমম।আচ্ছা,আমি গিয়ে খাওয়ার ব্যবস্থা করি।(খালু)
:-আচ্ছা। অবশেষে খালু খাবারের ব্যবস্তা করতে চলে গেলো।
:-রাজু,তুই রুমে যা।বৌমার কিছু লাগবে কি না,জিগ্গেস করবি।(আম্মু)
:-তোমার বউমার কিছু লাগলে ও নিজেই বলতে পারবে।আমার যাওয়ার দরকার নাই।(আমি)
:-কি বললি?
:-না মানে,আম্মু
:-দেখ,মেয়েটার এখানে সবকিছু অচেনা।তার উপর এটা আমাদের বাড়ি না।বুঝিস তো?
:-হুমম।
:-আচ্ছা,আমি এদিকটা দেখতেছি।তুই রুমে যা।
এই বলে আম্মুও চলে গেলো। ঘড়ির দিকে তাকালাম। রাত প্রায় সাড়ে দশটা বাজতে চলেছে। আমি রুমে ডুকলাম। রুমে ডুকেই তো আমি অবাক। মেয়েটা মানে আমার বউ কে দেখি নামাজ পড়তেছে। আমি আর রুমে না থেকে বাহিরে বের হয়ে আসলাম।
এই নে,তোর আর বৌমার খাবার। রুমের বাহিরে দাড়িয়ে ছিলাম,তখনই এই কথা আমার কানে ভেসে এলে আমি পেছনে তাকালাম। খালা,তুমি এখানে খাবার নিয়ে আসলে কেন?সবাই একসাথে খাব।(আমি) তোর বউ তো আর সবার সাথে বসে খেতে পারবে না।তাই নিয়ে আসলাম।(খালা) ওহ, এই বলে আমি খালার হাত থেকে খাবারের প্লেটগুলো নিলাম। আসসালামু-আলাইকুম। মাথায় হাত দিয়ে চেয়ারে বসেছিলাম। তখনই সালামটা আমার কানে ভেসে আসলো। আপনার নামাজ পড়া শেষ? সালামের জবাব দিয়ে বললাম,আমি। হুমম।(বউ) আসুন,আমরা খেয়ে নিই। (বউ) ও কিছু না বলে আমার পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলো। আপনি যদি অনুমতি দেন,তাহলে আমি মুখোসটা খুলতাম।(বউ) এখানে অনুমতি নেওয়ার কি আছে?আর আপনি মুখোস না খুললে,খাবেন কি করে?(আমি) না মানে খুলুন।
অতঃপর আমি আর ও একসাথে খাওয়া শেষ করলাম। সত্যি বলতে কি,আমি একটিবারের জন্যও ওর দিকে তাকাতে পারি নাই।তাই ওকে আমার দেখাও হয় নাই। আপনি যদি অনুমতি দিতেন আমি ড্রেস চেন্জ করতাম।(বউ) একথা শুনে আমি ওর দিকে তাকালাম। আমি ওর দিকে তাকানো মাত্রই ও মাথানিচু করে ফেললো। মেয়েটা অত আহামরি সুন্দরি নয়। তবে খুবই মায়াবী। আমি ওর দিকে তাকিয়েই আছি। অনুমতি দিলেন না যে?(বউ) আপনি কি এমন?(আমি) কেমন? সবকিছুতে অনুমতি নেওয়া লাগে? হুমম। কেন? কারণ,আপনি আমার স্বামী।আর আমার কাজকর্ম আপনার পছন্দ না ও হতে পারে।তাই। ও,আচ্ছা।
অতঃপর ও চেন্জ করে এসে আমার সামনে মাথা নিচু করে দাড়ালো। কি হলো?আপনি এভাবে আমার সামনে এসে দাড়ালেন যে?(আমি) আচ্ছা,আপনি কি আমায় স্ত্রী হিসেবে মেনেছেন?(বউ) আপনি আমার স্ত্রী।এখানে না মানার কি আছে? (বউ) সত্যি বলতে কি?আপনাকে আমার আম্মু খুবই পছন্দ করেছে।আর আমিও আপনার সবকিছুতে মুগ্ধ হয়ে গিয়েছি।আমার আপনাকে খুব পছন্দ হয়েছে।আচ্ছা,আপনি আমাকে স্বামী হিসেবে মেনেছেন তো? ছিঃ ছিঃ,আপনি এটা কি বললেন?আপনি আমার স্বামী।এখানে তো আমার কিছু বলার মত থাকে না। (আমি) আমি কিছু না বলে ওর কাঁধে আমার দুহাত রাখলাম। আমি আপনাকে স্ত্রী হিসেবে পেয়ে ধন্য।আচ্ছা আমি কি আপনার নামটা জানতে পারি?(আমি) আমার নাম হলো,সোনিয়া তাবাচ্ছুম জান্নাত। খুবই সুন্দর নাম। (জান্নাত) শুনেছি আপনি কুরআনে হাফেজ।
হুমম।আপনি কুরআন পড়তে পারেন? মোটামুটি আপনি এবার থেকে আমার সাথে প্রত্যকদিন সকালে কুরআন তিলওয়াত করবেন। ইনশাল্লাহ।আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে।সেটা হলো আপনি আমার মাকে আপনার মা হিসেবে দেখবেন।আর সর্বদা উনার খেদমত করবেন। সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না।আপনি শুধু আমাকে আপনার কাছ থেকে আমার ভালোবাসা আদায়ের সুযোগটা দিবেন। আমি আর কিছু না বলে জান্নাতকে জড়িয়ে ধরে ওর মাথায় একটা চুমু খেলাম। আচ্চা,আমরা তো আগামীকাল সকালে আমাদের বাসার উর্দেশ্য রওয়ানা দিবো।তাই আপনি আপনার সবকিছু গুছিয়ে নিন।(আমি) হুমম।
এই বলে জান্নাত ওর জিনিসপত্র গুছাতে লাগলো। আমিও আমার গুলো গুছাতে লাগলাম। রাত তো কম হলো না,চলুন আমরা ঘুমিয়ে পড়ি। আমার আর ওর সবকিছু গুছানো শেষ হলে,আমি কথাটা বললাম। হুমম,চলুন।আবার ফজরের সময় উঠতে হবে। হুমম। অতঃপর আমি আর জান্নাত খাটে গিয়ে শুয়ে পড়লাম। আমি জান্নাতকে আর জান্নাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি মনে মনে,আল্লাহকে ধন্যবাদ জানাতে লাগলাম,আমাকে এমন একটা মেয়েকে বউ হিসেবে দেওয়ার জন্য।
সমাপ্ত