~তোমাকে ভালবাসার পর অন্য কারো কথা কখনো মনে আনিনি।
তোমাকে ভালবাসার পর আর কাউকে নিয়ে ভাবার সময় পাইনি।
কিন্তু তুমি চলে যাবার পর আর কাউকে আজও ভালবাসতে পারিনি। নীলাদ্রি কি অপরাধ করেছিলাম বলতে পারো?
,
~”আলভি আমাকে ভুল বুঝো না”
~”তোমাকে আমি কখনোই ভুল বুঝবোনা, তুমি কেনো এমন করো?
তোমাকে যখন থেকে ভালবাসি, আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ তখন থেকে। আজ আমি ভাল নেই আমার থেকে দুরে সরে গেলে।
জানি তোমার ভুল নেই তবুও নিজেকে দমিয়ে রাখতে পারছিনা।
~”আলভি, জীবনে কখনো কখনো এমনো কিছু পরিস্থিতি এসে আমাদের কাছে ধরা দেয় যখন কি করবো সেটা কিছুতেই বুঝতে পারিনা।
আমি বড় একা। তোমাকে যখন থেকে ভালবেসেছি তখন থেকে বিষন্ন মুহুর্ত গুলোকে পেছনে ফেলে এসেছি। আজও আমি বিষন্ন নই।
কিন্তু মাঝে মাঝে খুব বিষন্ন হতে ইচ্ছে হয়। আমি না থাকলে তোমার কেমন লাগবে?
~তুমি আমার কথা গুলো বলে দিলে। ভাল থেকো আর কখনো বিষন্ন হয়ো না। আমি থাকবো না তো কি হয়েছে।
আমার থেকেও হয়ত ভাল কাউকে পেয়ে যাবে তুমি।
~এজন্য দুরে সরে গেছি আমি। তোমার ভাল মুহুর্ত গুলোতে ছিলাম। তুমি অসুস্থ তখনো তোমার পাশে আমি থাকতে চাই।
তুমি প্লিজ আর কখনো গিটার নিয়ে বসো না। তুমি গান গাইলে আবারও তোমার মুখ থেকে রক্ত বের হবে।আমি সহ্য করতে পারিনা।
~কিচ্ছু হবেনা একটা গান শুনবে?
~না আমি রিকুষেষ্ট করছি আর ক্ষতি করোনা নিজের।
~লাষ্ট একটিবার গাইবো। প্লিজ শোনো নাহ?
~আলভি তুমি কাদছো? এভাবেই গান গাইবে তুমি?
~কিচ্ছু হবেনা। আর আমার ফোনে কল রেকডিং একটা এপ্স অন করা। তোমার সাথে যত বলা কথা গুলো সব মেমরি গুলো সেভ করা।
দেখা হলে নিয়ে নিও। আমি না থাকলে সেগুলো শুনবে। আর যদি কখনো কারো হয়ে যাও তাহলে এই গানটা শুনো।
,
,
সময় যখন মরুর ঝড়ে, এ মন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা, আকাশ যখন আঁধারভীষণ,
একফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা। সমান্তরাল পথের বাকে, তোমার পথের দিশা থাকে,
সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা … গাছের সবুজ পাতার ফাঁকে, তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা…।
,
,
“আলভি তুমি কেদো না প্লিজ এমন করোনা।
“আমি অসুস্থ বলে তুমি আমার সাথে কথা বললে না, দুরে চলে গেলে।
“প্লিজ কেদোনা আই এম সরি। আমি সেজন্য চলে আসিনি। তুমি আমার কথা শোন না বলে অভিমান করেছি।
“এক সপ্তাহ ধরে কথা বলোনি তুমি আমার সাথে। এই অভ্যাসটা প্রতিদিন করতে পারবে তুমি প্লিজ?
“আমি ভালবাসি তোমাকে আলভি, অনেক ভালবাসি। তোমার নাক মুখ দিয়ে যখন রক্ত ঝরে আমার তখন খুব ভয় হয়।
তুমি তো আমার কথাই শোনো না। কতবার বলেছি চলো ডাক্তার দেখাই অথচ তুমি চাওনা।
“নীলাদ্রি, এখন আর কিছুই সম্ভবনা অনেক দেরি হয়ে গেছে। তুমি অভিমান করার পর ডাক্তারের কাছে গিয়েছিলাম।
সে বলেছে খুব দেরি করে ফেলেছি। তুমি একটা সপ্তাহ আমার সাথে কথা বলোনি। ভেবেছি চলে তো যাবোই তোমাকে আর ডিস্টার্ব না করি।
আজ হটাৎ মনে হলো জীবনের থেকে একটা সপ্তাহ চলে গেলো, একটি কথাও বললাম না।
পরে ভাবলাম, কিছু সৃতি না হয় নিজের সাথে নিয়েই চললাম। কি ক্ষতি হবে তাতে। আশ্চর্য এখন তুমি কাদছো কেনো?
“আমার বড্ড কষ্ট হচ্ছে আলভি, আমি তোমাকে একটিবার জড়িয়ে ধরতে চাই। তুমি প্লিজ একটু দেখা করো। আমি আর কখনো অভিমান করবো না।
“পাগলী মেয়ে এভাবে কেউ কাদে?
“দেখা করো প্লিজ নয়ত তুমি জানো আমি কতটা পাগলী। প্লিজ একটিবার দেখা করো।
“আসছি।
,
,
পরিশিষ্টঃ
“এভাবে ঝাপিয়ে পড়লে আমি বুঝি ব্যাথা পাইনা?
“আর তুমি ফোনের মধ্যে উল্টো পাল্টা বলো তখন আমার কষ্ট হয়না?
“আর কত সময় এভাবে জড়িয়ে রাখবে? যখন থাকবোনা তখন মাটি থেকে তুলে কিছু সময় জড়িয়ে ধরে আবার মাটিতে রেখে দিও।
এই আবার কান্না।
“তুমি আমার সাথে আর কখনোই কথা বলবেনা আলভি। আর দেখাও করবোনা। আজ সারাটা দিন কাদাচ্ছো তুমি।
“এজন্য যে আমি যখন থাকবোনা তখন আর কাদতে হবেনা।তখন তোমার চোখের জ্বল শুকিয়ে যাবে।
“হ্যা তুমি তো সব জানো। তাহলে এটাও জেনে রেখো ডাক্তার বললেই সব হয়ে যাবে না। আমি প্রতিদিন তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।
“আচ্ছা। আমি ওপরে গিয়ে আল্লাহ কে বলবো, আমার নীলাদ্রি কে তুমি সব সময় ভাল রেখো।
কারন মেয়েটা আমার জন্য তোমার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করে। একি দুরে সরে গেলে কেনো?
“আর কখনোই তোমাকে জড়িয়ে ধরবোনা।
“তোমাকে একটা কথা বলি?
“না শুনবোনা আমি।
“আমার জীবনের একটি শ্রেষ্ঠ উপহার তুমি। আমি হয়ত থাকবোনা তবুও আমার খারাপ লাগছেনা কেনো জানো?
কারন আমি আমার জীবনে খুব হতাশ ছিলাম। তোমাকে পেয়ে আমার এই পৃথিবীর সব পাওয়া হয়ে গেছে।
আর যখন সব পেয়ে যাওয়া হয় তখন বেচে থাকার জন্য কোনো মানে খুজে পাওয়া যায়না।
কিন্তু তুমি কখনো অভিমান করে দুরে সরে যেওনা। যে কয়টা দিন থাকবো তোমার কাছে কাছেই থাকতে চাই।
কিছু কিছু সৃতি আমি আমার সাথেই নিয়ে যেতে চাই।
~আবার?
~ওহ সরি।
~আমার হাতটা ধরে রাখো আর আমি যা বলবো তা চোখ বন্ধ করে কল্পনা করো।
~জীবন্ত স্বপ্ন দেখাবে?
~না তোমার থেকে তোমাকে অনেক দুরে নিয়ে যাবো। যেখানে আমি আর তুমি ছাড়া আর কেউ থাকবেনা।
তাই তোমাকে নিয়ে হারাতে চাই দূর বহুদূর। কারন তোমাকে ছাড়া একেকটা দিন ভীষন যন্ত্রনা।