ভালবেসে হয়েছি কাঙাল

ভালবেসে হয়েছি কাঙাল

ঝিরঝির বাতাস বইছে,
শীতল চারিপাশ পাশ।
সাদা আবরণে ঘন কুয়াশা,
জানিয়ে দেয় এটা শীতকাল।

জ্যাকেট গায়ে রাস্তা দিয়ে হাঁটছে সিয়াম।দূর দূর পর্যন্ত কোন মানুষ আছে বলে মনে হচ্ছে না।ফাঁকা শুনশান রাস্তা।
আচমকা কোথা থেকে এক মেয়ে হাজির।সিয়ামের মাথায় টোকা দিয়ে মেয়েটা বললে,’কোথায় যাও?’
সিয়াম হতভম্ব।চমকে উঠে জবাব দিলো,’এইতো সামনে।’

– আমায় চিনছো?
– নাহ্।
– মেহজাবিন।
– কোন মেহজাবিন?
– ওপ্স,ওকে পরে বলবো।তুমি গল্প লিখো না?
– লিখি।

– তাহলে তো ঠিক ধরেছি।ওয়াও,ভাবতে ভালোলাগছে তোমার সাথে দেখা করতে পেরেছি।
– আমি কি খুব বড় কিছু?

– খুব বড় কি না জানিনা।তবে প্রতিটা মেয়ে আপনার গল্পের মতন রাজকুমার ডিজার্ভ করে।আচ্ছা আপনি কি গল্পের মতো বাস্তবেও একই রকম।

– সম্ভবত।

– আপনি গল্পে যেভাবে গুছিয়ে কিস করেন বাস্তবেও কি সেভাবে কিস করতে পারেন?ডোন্ট মাইন্ড প্লিজ।খুব জানতে ইচ্ছা করলো তাই বললাম।

– হাহাহা,এর আগে ট্রাই করে দেখা হয়নি।তবে হয়তো পারি।
– ট্রাই করে দেখা হয়নি কেন?আপনার গার্লফ্রেন্ড নেই?
– লেখকদের গার্লফ্রেন্ড থাকতে হয় না।

ঠিক তখন কোথা থেকে লাল একটা জিপ এসে মেহজাবিনকে নিয়ে গেলো।
সিয়াম কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে আন্দাজ করলো,মেয়েটা বড়লোক বাবার একমাত্র মেয়ে।খুব সম্ভবত ছাদ অথবা বেলকনি থেকে তাকে দেখে কথা বলতে এগিয়ে এসেছে।পরিবারে যে কেউ থাকুক না কেনো,মেয়েটাকে খুব কম সময় চোখের আড়ালে রাখে।

গভীর রাত।শীতের তেজ দ্বিগুণ নেমে এসেছে।

সিয়াম কম্বল গায় শুয়ে।কানে হেডফোন।টাইম লাইনে পোস্ট পড়ছে।ঠিক তখন Angel Mehazabien আইডি থেকে মেসেজ এলো।

সচরাচর মেসেজের রিপ্লে দেওয়া সিয়ামের পছন্দ নয়।তবুও নামটা কেমন চেনা চেনা লাগছে।মনে পড়লো সকালের ঘটনা।

মেয়েটার ওপর সিয়ামের একপ্রকার আগ্রহ জন্মা নেয়।সেই আগ্রহ মেটাতে সিয়াম রিপ্লে দিয়ে ফেললো।

– হাই।
– হ্যালো।
– সকালের জন্য সরি।আপনায় দেখে আব্বুকে না বলে বের হয়েছিলাম।ওদিকে আব্বু টেনশনে শেষ।তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে খুজতে বের হয়েছিলো।ভাগ্য ভালো যে বাসার সামনে পেয়ে গেছে।

– ইট্স ওকে।

– আচ্ছা!লেখকদের চুল তো বড় বড় হয়।চোখে মোটা ফ্রেমের চশমা থাকে।পড়নে থাকে পাঞ্জাবি।কাঁধে ব্যাগ।কিন্তু আপনার এমন কিছু ছিলো না।কেনো?

– ডিজিটাল লেখক।
– হিহিহি,এই এখন দেখা করবেন?
– মানে?

– মানে তেমন কিছু না।গল্পে নায়িকার সাথে যেভাবে রাতে দেখা করতে যান আমার সাথে সেভাবে দেখা করতে আসবেন।আমিও হলুদ শাড়ি হলুদ চুড়ি মেহেদিতে হাত রাঙিয়ে গোলাপি লিপস্টিক ঠোঁটে অপেক্ষা করবো।

– বুদ্ধি খারাপ না।কিন্তু এই শীতে বের হলে বরফ হয়ে জমে যাবো।
– আসবেন না?[মন খারাপের ইমোজি দিয়ে]
– আপনার বাসা তো চিনিনা।
– মেহজাবিন ভিলা,বাড়ি নং ৬০৩।
– ডুপ্লেক্স বাড়িটা আপনাদের?
– হুম।
– তাহলে তো যাওয়া ঠিক হবে না।
– কেন?
– আপনার বাবা জানলে আমার জীবিত থাকা মুশকিল হয়ে যাবে।
– এতকিছু জানিনা।আপনি আসবেন ব্যস।প্লিজ না বলবেন না।
– ওকে আসতেছি।

রিপ্লে দিয়ে সিয়াম ডাটা অফ করে দিলো।তারপর কিছু সময় শুয়ে থেকে চিন্তা করলো,তাঁর বেছে নেওয়া পথ কি আগুনের চেয়ে কম?

পরক্ষনে নিজে উত্তর দিলো,নীরবে জীবন অতিবাহিত করার চেয়ে আগুনের পথে চলা ভালো।

বাড়ির সামনে সিয়াম দাঁড়িয়ে।মেহজাবিন বেলকনি থেকে সিয়ামকে দেখতে পেয়ে দৌড়ে নিচে নেমে এলো।
মুখে মিষ্টি হাসি।চোখে উল্লাস উৎফুল্লতা।ঠোঁট কিছু বলতে গিয়েও থমকে দাঁড়ালো।
অপর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সিয়াম।

ফরসা গালে হালকা মেকআপের ছোঁয়া,চোখে মাশকারা সাথে টানা কাজল,ঠোঁটে লিপস্টিক,হলুদ শাড়ি সব মিলিয়ে সুন্দরী শ্রেষ্ঠা।যা খুব ভালোভাবে সিয়ামের মন স্পর্শ করে গেছে।

সিয়ামের এমন তাকানো দেখে মেহজাবিন কিছুটা লজ্জা অনুভব করলো।মাথা নিচু করে জিজ্ঞাসা করলো,’আমায় কেমন লাগছে?’

সিয়াম নড়েচড়ে বললো,’তোমার প্রশংসা করতে গেলে শব্দ কম পড়ে যাবে।’
– পছন্দ হয়েছে আমায়?
– পছন্দ হওয়ার মতই মেয়ে আপনি।
– তাহলে একটা কথা বলতে পারি?
– বলেন।

মেহজাবিন মাথা উঁচু করে সিয়ামের চোখে চোখ রেখে বললো,’আমি গল্পে নয়,পড়েছি আপনার প্রেমে।
চেয়েছি যেমন,আপনি ঠিক তেমন।

এখন আপনার মনে প্রথমে যে কথা আসবে তা হলো আপনার এবং আমার জীবনযাপন অবস্থা।আমি ধনী পরিবারের মেয়ে।রাজকীয় ভাবে বড় হয়েছি।গাড়ি ছাড়া ভার্সিটিতে যাই না।আরো কত কি।

সত্যি বলতে এগুলো খুব বড় বিষয় নয়।আমার বাবার টাকা নিয়ে আমার কোন অহংকার নেই।মানুষ যেমন ইচ্ছে করে লো ক্লাস ফ্যামিলিতে জন্ম নেয় না ঠিক তেমন হাই ক্লাস ফ্যামিলিতেও জন্ম নেয় না।জন্ম মৃত্যু বিধাতার হাতে।
আমি আপনায় ভালবেসে ফেলেছি।এখন আবার আবেগ বলে উড়িয়ে দিবেন না।আবেগের বয়স আমার নেই।গুছিয়ে প্রপোজ না করতে পারার জন্য দুঃখিত।

i love you.’
সিয়াম কিছু বুঝে উঠতে পারছে।এক মুহূর্তের জন্য তাঁরও মনে হচ্ছে,সে মেহজাবিন ভিলার এই রাজকুমারীকে ভালবেসে ফেলেছে।

মেহজাবিন সিয়ামের নীরবতা দেখে বললো,’চুপ থাকার কিছু নেই।রাজি হলে ভালো,না হয় ভয়ংকর পথ অবলম্বন করতে হবে।’

সিয়াম মেহজাবিনের হাত ধরে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললো,’ভালবেসে হয়েছি কাঙাল,তোমার তেপান্তরে।
কিছু কথা বুঝিয়ে দেয়,ভালবাসার মানে।

অবুঝে রয়ে যায়,না জানা কথা।
বুঝে আসো শুধু তুমি।
তোমায় নিয়ে তাই রঙিন স্বপ্ন,
রাতে দিনে বুনি।’
মেহজাবিন সিয়ামের বুকে মুখ লুকালো।তারপর মিষ্টি করে বললো,’আমার লজ্জা লাগছে।’

টাকা দিয়ে ভালবাসা হয় না,
টাকা ছাড়া ভালবাসা রয় না।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত