ঘৃণা করি তোমাকে প্রিয়া

ঘৃণা করি তোমাকে প্রিয়া

প্রিয়া তোমাকে লেখা এটাই আমার শেষ চিঠি ,
আমি জানি এখন আর হয়তো তুমি আমার চিঠিটা পড়বে না । আমার চিঠি দেখলে তুমি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে। তারপরও

চিঠিটা লিখলাম ।
জানো প্রিয়া এখন আমি তোমাকে ঘৃণা করি ।
হ্যাঁ সত্যি বলছি প্রচন্ড ঘৃণা করি তোমাকে ।

ঘৃণা করি তোমাকে কারণ ” তুমি আমার জীবনে এসেছিলে বলে । আমার জীবনটা কখনো সুন্দর ছিল না । তুমি এসে জীবনটা সুন্দর করার চেষ্টা করছিলে। কিন্তু সেই তুমি আমার জীবনটা আবার আগের মত এলোমেলো করে দিয়েছো বলে ঘৃণা করি তোমাকে।

ঘৃণা করি তোমাকে প্রিয়া , আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছে বলে । আমি তো কখনো স্বপ্ন দেখতাম না । স্বপ্ন দেখতে খুব ভয় হতো আমার ।কিন্তু তুমি আমার জীবনে এসে আমাকে রঙিন রঙিন স্বপ্ন দেখতে শিখিয়েছ । যখন আমি স্বপ্ন দেখা শিখেছি । তখন তুমি আমার সব স্বপ্ন
মিথ্যে করে দিয়েছ বলে , ঘৃণা করি তোমাকে ।
জানো এখন আমি স্বপ্নের কথা মনে করলেই
শিউরে উঠি , প্রচন্ড ভয় হয় আমার ।
ঘৃণা করি তোমাকে প্রিয়া ” এক গোধূলি বিকেলে

তুমি আমার হাত ধরে বলছিলে আমার এই হাত কখনো ছেড়ে দিবে না । যত বাধা বিপত্তি আসুক না কেন মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার এই হাত ধরে রাখবে । কিন্তু মাঝপথেই তুমি কোন বাধাবিপত্তি ছাড়াই আমার সেই হাত ছেড়ে দিয়েছ বলে, ঘৃণা করি তোমাকে ।

ঘৃণা করি তোমাকে প্রিয়া ” আমার জীবনে এসে আমার জীবন টা কে আলোকিত করে দিয়েছিলে । সেই তুমি আবার আলো নিবিয়ে আমার জীবন টাকে অন্ধকারে ঠেলে দিলে বলে ঘৃণা করি তোমাকে ।

ঘৃণা করি তোমাকে প্রিয়া ” আমার জীবনের সুখ পাখি হয়ে তুমি এসেছিল । একদিন সেই তুমি
সুখ পাখিটা হত্যা করে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে ছিলে বলে ঘৃণা করি তোমাকে ।

ঘৃণা করি তোমাকে প্রিয়া ” একদিন তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে একা করে তুমি কখনো দূরে সরে যাবে না।

কিন্তু তুমি তোমার কথা রাখোনি , তুমি আমাকে একা করে দূরে সরে গেলে বলে ঘৃণা করি তোমাকে ।
ঘৃণা করি তোমাকে প্রিয়া ” তুমি বলছিলে পৃথিবীর সব কিছু মিথ্যে হলেও তোমার ভালোবাসাটা মিথ্যে নয় । আর এখন তুমি প্রমাণ করে দিয়েছো পৃথিবীর সব কিছু সত্য হলেও তোমার ভালোবাসাটা সত্য নয় ।
তাই ঘৃণা করি তোমাকে ।

সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানো ” সবচেয়ে ঘৃণা করি আমি আমার নিজেকে ।
কারণ , আমি এখনো আশায় থাকি।
তুমি আমার জীবনটা আবার আলোকিত করে দিবে ।

তুমি আবার আমাকে রঙিন স্বপ্ন দেখতে শিখাবে । কোন এক গোধূলি বিকেলে আমার হাতে হাত রেখে বলবে , এই হাত আমি কখনো ছেড়ে দেবো না।

আমার জীবনে সুখ পাখি হয়ে তুমি আবার ফিরে আসবে । আমার জীবনটা আবার আলোয় ভরে দিবে। তুমি এসে প্রমাণ করে দিবে তোমার ভালোবাসা মিথ্যে ছিল না।

আমি জানি এই আশা হয়তো আমার কখনো পূরণ হবে না তারপরও আমি আশায় থাকি বলে ঘৃণা করি নিজেকে ।
ঘৃণা করি নিজেকে কারণ , এখনো তোমাকে ভুলতে পারিনি বলে , হয়তো কখনো ভুলে যেতে

পারবো না বলে।এখনো তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি বলে , এখনো তোমার পথ চেয়ে অপেক্ষা করি বলে , ঘৃণা করি নিজেকে।

খুব বিশ্রীভাবে ঘৃণা করি নিজেকে কারণ
এখনো শুধু ভালোবাসি তোমাকে প্রিয়া, শুধু তোমাকে ।

সমাপ্ত

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত