উঠতে জেদ বসতে জেদ। জেদের উপর জেদ। আর পারিনা,বউ কে ছাড়া আবার থাকতে পারিনা। তাই চুপ করে থাকি।
আরে বাবা করবি কর তাই বলে আমার সাথেই?
বাসর রাতে,
কি এক কলেঙ্কারি। ঘরে ঢুকতেই,বিছানা থেকে ওঠেই আমার কলার ধরে ছিল। মাঝ রাতে দেখি আষ্টে প্রিষ্টে জরিয়ে আছে। আমি ধরিনি বলে আমাকে লাথি মরে নিচে ফেলে দিয়েছিল। আবার রান্না ঘরে জরিয়ে না ধরলে,তরকারির ঝাল দেখে কে? দেরি করে অফিস থেকে ফিরলে ব্যাস,রাতের খাবার অফ। রাগ ভাঙাতে হবে তা নাহলে নিজেও আর আমাকে তো নাই। আবার সপ্তাহে একদিন ঘুরতে না নিয়ে গেলে সারা সপ্তাহ কথা অফ। সহ্য হয়????।
হ্যা.আমার হয়।
কেনো,না আমার বউ তিকলি আমায় খুব ভালবাসে। আমিও ভালবাসি।হয় তো ওর থেকে কম।
যদিও ও জেদি তবুও আমার সব কথা শুনে।তাই মাঝে মাঝে বলি অনেক ভাগ্যের জোরে এরকম বউ পেয়েছি।
মা,বোন,ভাই,বাবা সাবার সাথে ভালো বাট অভিমান টা বেশি।আবার একটু আদর করলেই সব ঠান্ডা।
তাই পাগলি টাকে নিয়ে সুখেই আছি।দোয়া করবেন যেন এভাবেই থেকতে পারি।