সুর্য আর ইরা….খুব ছোটবেলার বন্ধু তারা….বন্ধুত এর রং টা তাদের জীবন কে এতটাই সুন্দর করে রেখেছিল যে ভালোবাসার লাল রং টা ধরতে তাদের অনেকটা সময় লেগে গেছে…
এখন আসি মুল গল্পে….সুর্য পরে মেডিকেল এ….থাকে সিলেট এ; মেডিকেল এর হোষ্টেলে এ…তার হোষ্টেল এর সামনে বহুদুর পর্যন্ত শুধুই চা বাগান…মাঝে মাঝে চা বাগানের নিরবতা সুর্য কে আরও নিরব করে দেয়্…অবশ্য সুর্য খুব ছোটবেলা থেকেই চুপচাপ থাকতে পছন্দ করে..আর ইরা তার ঠিক উলটো..সারা দিন ছটফট করার মাঝেই আনন্দ খুজে পায়্.. .ইরা সুর্যের চেয়ে ২ বছরের ছোট..এখন একটা পাবলিক ভার্সিটি তে পরছে..তারা একে অপর কে ভালোবাসে পাগোলের মত..ভালবাসা তাদের না যতটা আনন্দ দেয় তার থেকে বেশি কষ্ট দেয় তাদের মাঝের ২৬৯ কিমি. ব্যাবধান..ও বলতে ভুলে গেছি ইরা থাকে ঢাকা ..সুর্য সুযোগ পেলেই ছুটে যায় ঢাকায় ;ইরার কাছে..ইরার একটা জিনিস সুর্যর খুব ভাল লাগে..ইরা সব সময় বলে , “সুর্য,তুমি এত ছটফট কর কেন?” কিন্ত ইরা নিজেই যে কতটা ছটফটে এটা ইরা নিজেই জানে না..সুর্য যেদিন এ ঢাকার জন্য বের হবে ইরার ছটফটানি ঝড়ের মত বেড়ে যেত..৫ মিনিট পর পর সে খালি ফোন দিয়ে বলত আর কত সময় লাগবে ??? সুর্য কখনই বিরক্ত হত না,কারন সে জানত এটা ইরার ভালবাসার পাগলামি….
ভালই কাটছিল তাদের ভালবাসার দিনগুলি..ইরা তখন মাত্র ৪ সেমিষ্টার শেষ করেছে…এক বিকালে সুর্য কে ফোন করে বলে উঠে, “সোনামনি আমি ইউকে তে ৫ বছরের স্কলার্সিপ পেয়েছি”…সুর্যের মন্টা খুশিতে ভরে উঠে কিন্ত কেন জানি তার মনের আকাশে জমে উঠে কষ্টের মেঘগুলি…ভাবতে থাকে কিভাবে আমি ৫ বছর থাকব ইরা কে ছারা..যেখানে ১ তা সেকেন্ড ইরা ছারা সুর্য মুল্যহীন..সুর্য কিছু বলে না..পরের দিনেই সুর্য ঢাকা চলে আসে..শেষ এ
আর থাকতে না পেরে ইরা কে বলে উঠে ,”সোনামনি আমি কিভাবে থাকব এতদিন তোমাকে ছাড়া ??”ইরা হাসতে থাকে..সুর্যকে বুঝায় ভালোবাসা দিয়ে….
পরের দিন ইরা সুর্য কে ফোন দিয়ে বলে দেখা করতে..একটা গিফট আছে..সুর্য যায় ইরার সাথে দেখা করতে..ইরা সুর্যের হাতে একটা লাল গোলাপ গাছ দিয়ে বলে,”সোনামনি,৫ বছরের জন্য এটা আমি..তুমি যখন একে আদর করবে তখন তোমার ছোয়ার সবগুলো অনুভুতি আমার কাছে চলে আসবে..আর যেদিন
দেখবে সবচেয়ে বড় লাল গোলাপ টা ফুটোবে সেদিন দেখবে আমি তোমার সামনে দাড়িয়ে আছি..”
আজ ৩ বছর হয়ে গেলো সবগুলো গোলাপ ঝরে গেছে গাছ থেকে..সুর্য জানে সবচেয়ে বড় লাল গোলাপ তা দুরে থাক এই গাছে আর কখনো ফুল ফুটবে না..তবু সুর্য জেগে থাকে সারা রাত্…আশায় থাকে বড় লাল গোলাপের্ ;একাকি……
আজও সুর্য উঠে আকাশে..জীবনকে আলোকিত করতে..শুধু পায় না লাল গোলাপের ভালবাসা………..
লিখেছেন – আশিকুর রহমান মল্লিক |