মিষ্টি বোনের আবদার

মিষ্টি বোনের আবদার

রাতে ঘুমিয়ে আছি হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা ফোন আসলো। ওপাশ থেকে মেয়েলি কন্ঠ ভেসে আসছে, মেয়েটার সাথে কথা বললাম।
মেয়েটা মনে হয় আমাকে চিনে কথা বার্তা শুনে তাই মনে হলো,কথা বললাম বাট পরিচয় দিলো না ফোনটা কেটে দিলাম।

তারপর ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙ্গতেই ছোট বোন নিঝুম এসে হাজির।
_কিরে ভাইয়া সারারাত কার সাথে ফিসফিস করে কথা বললি(নিঝুম)
_আরে আননোন নাম্বার (আমি)
_কি তুই আজকাল ফোনে টাকা তুলে আননোন নাম্বারে ফোন করিস।
_ধুর না।
_আম্মু আম্মু দ্যাখো তোমার ছেলে কি করে।
আম্মু এসে হাজির।
_কি হইছেরে(আম্মু)
_এই যে রাতভর এই কর্ম কান্ড।
_নিঝুম বেশি বুঝিস দ্যাখ ইনকামিং না আউট গোয়িং।
_সরি ভাইয়া।
ধরলাম কান মারলো ভৌ দৌড়।
ফ্রেশ হতে ওয়াশরুমে যাচ্ছি পিছন থেকে নিঝুম চিমটি কাটলো, ঘুরে তাকাতেই অন্য সাইড দিয়ে ওয়াশরুমে ডুকে পড়লো।
_নিঝুম বের হ ভার্সিটিতে যাবো।
_তোমার খবর জানি ভার্সিটিতে কি করো লেট হবে।
_উফ সব সময় পিছনে সুপার গ্লু এর মতো লেগেই থাকিস।
অতঃপর বান্দরটা বের হলো ফ্রেশ হলাম আর ভার্সিটিতে গেলাম।
.
ক্লাশ করতাছি আবারো সেই অচেনা নাম্বার থেকে ফোন।
_হ্যালো বারবার ফোন কেনো করেন
(আমি)
ওহ আমার পরিচয় ই দিলাম না আমি শ্রাবণ এমবিএতে পড়ছি।
_কি ক্লাশ করছেন(অচেনা মেয়ে)
_হ্যাঁ রাখেন ব্যাই।
ক্লাশ শেষ করে বের হইতাছি, আবারো ফোন।
_কি মিঃ আপনার শার্টটা দারুন লাগছে।
_থ্যাংক ইউ।
_বাট আপনাকে মানাচ্ছে না।
_উফ রাখেন তো।
_বারবার ইগনোর করেন কেনো।
_চিনিনা জানিনা ক্যামনে কথা বলি।
_ক্যান অজানা কেউ কি বন্ধু হতে পারে না।
_বন্ধুর লিস্ট বিশাল আপাদত স্টক সীমিত।
অনেক বকবক করে ফোনটা কেটে দিলাম কি জ্বালাই মাইরি।
.
বাসায় আসলাম দেখি অনেক গুলা মেয়ে বসে আছে একজন দাড়িয়ে।
_ভাইয়া কেমন আছেন(অচেনা)
_ভাল কারা আপনারা(শ্রাবণ)
_আমরা নিঝুমের ফ্রেন্ড।
_ওহ আচ্ছা বসো তোমরা।
মেয়েটার কন্ঠটা কেমন জানি পরিচিত পরিচিত লাগছে, দাড়িয়ে পড়লাম।
_ভাইয়া কিছু বলবেন।
_হুম তোমার নাম কি।
_জান্নাত।
_একবার হ্যালো বলো।
_হ্যালো হ্যালো।
_তোমার ফোনটা বের করো।
_কেনো ভাইয়া।
_দিতে বলছি দাও।
_এই যে নিন।
ফোন করতেই ঐই নাম্বারটা আসলো।
_তুমি আমাকে ফোন করো কেনো শুনি।
চুপ কিছুই বলছে না মেয়েটা চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে, নিঝুম এসে হাজির।
_কি হইছে জান্নাত কাদো কেন।
_আমার ফোনে যে ফোন করে সে এই মেয়ে ধরেছি এসব কি নিঝুম।
_শুনো ভাইয়া আমি ওকেই ফোন করতে বলছি বুচ্ছ।
_কেনো।
_তুই এমবিএতে পড়ো পড়াশুনা শেষ প্রায়, জান্নাত তোকে অনেক দিন ধরে লাভ করে আর আমি ওকে ভাবি হিসেবে দেখতে চাই ব্যাস।
_আরে তোরা তো বাচ্চা একটা মেয়ে।
অতঃপর শুরু হলো ঝগড়া।
.
নিঝুম রেগে ফায়ার।
_কি আমরা বাচ্চা মেয়ে (নিঝুম)
_আরে তুই না ওরা (শ্রাবণ)
সবাই চিল্লানি মেরে আমরা বাচ্চা মেয়ে মানে, সবাই এক সাথে।
_আরে ভাই সবাই থামো তোমরা না জান্নাত বাচ্চা মেয়ে।
_কি আমি বাচ্চা মেয়ে, ঐই হ্যালো একবার চোখ মারলে রাস্তায় লাইন ধরে যায় বুঝলেন (জান্নাত)
_হুম, তাহলে রাস্তায় যাও।
_আপনি না একটুও রোমান্টিক না।
_ভাইয়া শোনও আম্মুকে বলছি সামনে সপ্তাহে তোর আর ওর বিয়ে।
_উহ হু তুই বিয়ে কর গিয়ে।
আম্মু এসে হাজির।
_কি হইছে এখানে(আম্মু)
_আম্মু এসব কি শুনি।
_কি।
_আমার নাকি বিয়ে, ঐই পিচ্চিটার সাথে।
_হ্যাঁ তো।
_আম্মু আমি বিয়ে করবো না।
_কেনো।
_বাচ্চা একটা মেয়ে, মাত্র ইন্টারে পড়ে।
_সামনে সপ্তাহে বিয়ে নো মোর টক।
কি যন্ত্রনা শেষমেস বিয়েটা হলো।
.
নববধূর সাজে বাসর ঘরে বসে আছে জান্নাত সত্যি বলতে মেয়েটাকে অপরুপ সুন্দরী লাগছে।শাড়িতে বাচ্চা না চারটা বাচ্চার মা মনে হচ্ছে।
সামনে যেতেই সালাম করলো।
_আজকে তো তোমাই চার বাচ্চার মায়ের মতো লাগছে (শ্রাবণ) চিৎকার মেরে নিঝুম ডাকলো।
_কি হইছেরে (নিঝুম)
_আমাকে নাকি চার বাচ্চার মায়ের মতো লাগছে(জান্নাত)
_এক দমিই না।
_এটা বললা ক্যান মিঃ শ্রাবণ।
_এ এ এমনি।
_জান্নাত চলো আজ আমার কাছে শুইবা।
_মানে কি এসব নিঝুম।
_মানে বুঝো না একে তো বাচ্চা মেয়ে দুইয়ে চার মায়ের মা।
সত্যি ওর আবদারের কাছে হার মেনে যেতে হয়, নিয়ে গেলো ওরে।
মাঝরাতে করিডরে বসে বসে ভাবছি, আচমকা কাধের উপর হাত।
_কি আমার কথায় ভাবছেন (জান্নাত)
_বাচ্চা একটা মেয়ের কথা ভাববো আমি হু।
_তাই ওকে যাই নিঝুমের কাছেই ঘুমাবো আজ থেকে।
পিছন থেকে জড়িয়ে ধরলাম।
_বউ আমার কেমন বিচার।
_উচিত বিচার।
অবেশেষে জান্নাত কে কোলে করে নিয়ে রুমে গেলাম।
.
দেখতে দেখতে দেড়টা বছর পার হয়ে গেছে।অফিসে বসে আছি নিঝুমের ফোন এলো।
_ভাইয়া জান্নাত হসপিটালে(নিঝুম) দৌড়ে গেলাম, গিয়ে দেখি আমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে নিঝুম কোলে নিয়েই দৌড়।
_আরে নিঝুম থাম পড়ে যাবি (শ্রাবণ)
_আমি আমার ফুপিকে বাড়ি নিয়ে যাবো, হসপিটালে থাকতে ওর মন চাইতাছে না।
_আমার মেয়ে কি কথা বলা জানে পাগলী।
_জানে জানে, এই শোনও তোমার বউরে নিয়া তুমি আসো আমি আমার অথৈই ফুপিরে নিয়া গেলাম।
_নাম-ও ঠিক করছিস।
_আমার নাম ই থাকবে এটাই ফাইনাল।
কি আর করা মিষ্টি বোনের আবদার চলতেছি ওর আবদারে সব সময়।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত