হয়তো হাতের রেখায় তুমি নেই

হয়তো হাতের রেখায় তুমি নেই

ভেবেছিলাম বৃষ্টি নামার আগেই ডায়াগনোস্টিক সেন্টারে পৌঁছে যাবো। মা বলেছিলো ছাতা নিয়ে বের হতে। বাহাদুরি করে সেইটা নিয়ে বের হইনি। পুরুষ মানুষের স্বভাব হচ্ছে এই, এরা হাতে করে কিছু বহন করতে অপছন্দ করে। মাতৃ আদেশ অমান্য করার ফল হাতেনাতে পেয়েছি। অর্ধেক রাস্তা এসে আমি কাকভেজা হয়ে গেলাম।

দোতলায় ওদের ওয়েটিং রুম আর রিসেপশন; রিপোর্ট ওখানেই দেয়। অতি সুন্দরী এবং স্মার্ট এক মহিলা সেখানে বসে আছেন। সুন্দরী মহিলার চোখে চোখ রেখে কথা বলার ইচ্ছা ছিল, কাকভেজা হয়ে যাওয়ায় কনফিডেন্স পাচ্ছি না। মাপা গলায় ভদ্রমহিলা বললেন, “ইয়েস?”

“আমার একটা রিপোর্ট দেয়ার কথা আজকে।”
“রিসিট?”

আমি রিসিট দিলাম। তিনি কম্পিউটারে খুটখাট করে বললেন, “সরি,আপনার রিপোর্টটা এখনো রেডি হয় নি। আপনি হাফ এন আওয়ার বসেন, রেডি হয়ে যাবে।”

অত্যন্ত বিরক্ত হলেও সুন্দরী মহিলাদের সাথে বিরক্তি দেখানো যায় না। আমি ‘কী আর করা’ টাইপ এক্সপ্রেশন দিয়ে চেয়ারে গিয়ে বসলাম।

এইধরণের ডায়াগনোস্টিক সেন্টারগুলিতে সবসময় বিশাল স্ক্রীনের টিভি থাকে। সেই টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি টাইপ চ্যানেল চলতে থাকে, সাউন্ড থাকে মিউট করা। কিছু মানুষ আগ্রহ নিয়ে সেই মিউট করা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখতেই থাকে। আমিও দেখতে থাকলাম। একটা হরিণের পিছনে একটা বাঘ দৌড়াচ্ছে। একসময় হরিণটাকে বাঘটা ধরে ফেললো। আমার আর দেখতে ইচ্ছা হলো না। তখন আমি চারিদিকে তাকিয়ে মানুষ দেখা শুরু করলাম।

এক ভদ্রলোককে দেখলাম কাউন্টার থেকে রিপোর্ট নিলেন, নিয়ে আমার দিকেই এগিয়ে আসছেন। আমার পাশের চেয়ারে বসে তিনি হাতের রিপোর্টটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। খাম না খুলে সেইটা ভাঁজ করে বুকপকেটে রেখে দিলেন। চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন। এরপর সেই খাম বের করে আবার হাতে নিয়ে কিছুক্ষণ ধরে রাখলেন। খুলতে গিয়েও খুললেন না খামটা। আবার সেইটা বুকপকেটে রেখে দিলেন। আমার ধারণা পুরোটা সময় আমি ড্যাবডেবে চোখে ভদ্রলোকের দিকে তাকিয়ে ছিলাম কারণ উনি আমার দিকে তাকিয়ে বিব্রত ভঙ্গিতে হেসে বললেন, “খামটা খুলতে ভয় লাগছে ভাই!”
আমিও একটু হেসে উত্তর দিলাম, “কিসের রিপোর্ট?”
“প্রেগন্যান্সি টেস্টের। আমার ওয়াইফের।”
এইবার আমি একটু বিব্রত হলাম। বিব্রতভাব কাটাতেই বললাম, “প্রথমবার বাবা হচ্ছেন?”
“হচ্ছি কিনা সেইটা তো রিপোর্টে লেখা আছে। সেইটাই দেখার সাহস পাচ্ছি না।”
আমি বললাম, “আরে ভাই খুলে দেখে ফেলেন। সুখবর জানতে দেরি করতে হয় না।”
ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে বললেন, “মিলি আর আমার বিয়ে হয়েছে আজ থেকে দশ বছর আগে।”
এইবার আমি বুঝলাম ভদ্রলোক কেন ভয় পাচ্ছেন। দশ বছর ধরে নিঃসন্তান একটি দম্পতির জন্য এই খবরটা কতোখানি আকাঙ্ক্ষিত, আমাদের বোঝার কথা না। পরিস্থিতি একটু হালকা করতেই বললাম, “ভাবীর নাম মিলি, আপনার নাম জানা হয় নাই।”
“আমার নাম সাগর।”
“আমি ইউসুফ আজাদ।”
“আজাদ ভাই, আপনাকে একটা গল্প শোনাই।”
রিপোর্ট দিতে দেরি আছে। সাগর নামের লোকটাকে খারাপ লাগছে না। তার গল্প শুনতে আমার কোনো আপত্তি নেই। তিনি বলা শুরু করলেন, “মিলির সাথে আমার পরিচয় প্রায় ষোলো বছর আগে। আমি তখন গ্র‍্যাজুয়েশন শেষ করেছি।সকাল বিকাল দুইটা টিউশনি করি আর চাকরির ইন্টারভিউ দিই। আমার বাসার অবস্থা ভালোই, বগুড়া শহরে বাবার করা বাড়ি আছে। হাত খরচের জন্যই টিউশনি করা। মিলি আমার ছাত্রীর মামাতো বোন। ও তখন পড়াশুনা করে ওই বাসায় থেকে। ওর বাবা মারা গেছেন। পড়াশুনা-ভরণপোষণ সব ফুপুর ওপরে। মাঝে মাঝে চা নাস্তা দিতে আসতো, সেভাবেই চিনতাম। একসময় বুঝতে পারি, ওকে আমার একটু একটু ভাল লাগে। আমি অপেক্ষা করি কখন চায়ের কাপ হাতে মিলি রুমে ঢুকবে। এটাও ভেবে ফেললাম, মোটামুটি একটা চাকরি হয়ে গেলে এই বাসায় প্রস্তাব পাঠাবো।”
সাগর ভাই বিরতি নিলেন। আমি বললাম, “তারপর?”

“একদিন আমি পড়াতে গেছি, সে হঠাৎ রুমে এসে আমাকে বলে, “আমাকে এই বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। যে লোকের সাথে দিচ্ছে, আমার বয়স তার বয়সের অর্ধেক। সেই লোক পড়াশুনাও করে নাই। আমি এই লোককে মরে গেলেও বিয়ে করবো না।” আমি হতভম্ব হয়ে তাকিয়ে বললাম, “জোর করে বিয়ে দিয়ে দেয় কীভাবে? কেন দিবে? দিলেই বা তুমি বিয়ে করবে কেন?” সে রেগে গিয়ে বললো, “আপনি জানেন না আমি এই বাড়িতে আশ্রিতা? উনারা আমাকে যা বলবেন, আমি তা মানতে বাধ্য?” আমি বুঝতে পারলাম। বললাম, “এখন কী করবে তুমি?” সে বললো, “সম্ভব হলে ঢাকায় পালিয়ে যেতাম। ঢাকা শহরে আমার আত্মীয়স্বজন নাই আর। পালিয়ে থাকারও জায়গা নেই। আমি জানি না আমি কী করবো।” আমার করণীয় কী সেইটা ঠিক করতে আমার এক মুহূর্তও লাগলো না। আমি ওকে জিজ্ঞেস করলাম, “দেখো, আমি তোমাকে পছন্দ করি। আমি ভেবেছিলাম একটা চাকরি হয়ে গেলে এই বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার আরেক জায়গায় এক আধাবুড়া লোকের সাথে বিয়ে হয়ে যাবে সেইটা আমিও হতে দেবো না। তবু একটা কিন্তু থেকে যায়। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো?”

আমি মাঝখানে বলে উঠলাম, “এইটা তো পুরা সিনেমার কাহিনী ভাই!”
সাগর ভাই হাসলেন। বললেন, “হ্যাঁ,সিনেমার গল্পের মতোই শোনায়। মিলি চুপ করে মাথা নিচু করে আমার কথা শুনছিলো। কথা শেষেও চুপ করেই রইলো। আমি বললাম, “দেখো,তুমি হ্যাঁ না কিছু না বললে আমি বুঝতে পারবো না কিছুই। কিছু করাও সম্ভব হবে না তখন।” এরপর সে চোখ তুলে তাকালো। চোখভর্তি পানি নিয়ে আমার দিকে যখন তাকালো, আমার আর বুঝতে কিছু বাকি রইলো না। আমি সেদিনই বাসায় বলে ফেললাম। বাসা থেকে সামান্য আপত্তি করেছিলো, আমি পাত্তা দেই নাই। মিলির বাসায় জানিয়ে দিলাম আমার চাকরিটা হওয়া পর্যন্ত ওয়েট করতে। এরপর খুব মন দিয়ে চেষ্টা করলাম চাকরির জন্য। ছয় মাসের মাথায় ওকে বিয়ে করে ওই বাসা থেকে নিয়ে আসছি আমাদের বাড়িতে।”

“সাবাস ভাই!”
“আমি প্রথম প্রথম খুব কনফিউজড ছিলাম। আমার মনে হতো, মেয়েটা কি দায়ে পড়েই আমাকে বিয়ে করলো? প্রথম প্রথম তো কথাই হতো না। আস্তে আস্তে ভাব হলো। একদিন সে কনফেস করলো, আমাকে তার ভালো লাগতো। তার সংকোচের জায়গাটা ছিল এইখানে, সে ভাবতো সে আমাকে আটকে ফেলেছে। আমি ভাল মানুষ বলে নাকি বের হয়ে আসতে পারি নাই!” এইটুকু বলে সাগর ভাই হো হো করে হেসে ফেললেন। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেলো।

আমি কিছু না বলে হাসি হাসি মুখে তাকে দেখলাম। মিলি নামের মানুষটাকে দেখতে ইচ্ছা করছে। তার স্বামী এইখানে বসে অপরিচিত এক লোকের সাথে তার গল্প করে হাসতে হাসতে কাঁদছে, এই ঘটনা দেখে তার অনুভূতি কী হবে তা জানতে ইচ্ছা করছে।

সাগর ভাই আবার বলা শুরু করেছেন, “বিয়ের পরে আমাদের প্রেম জমতে জমতে এক বছর চোখের পলকেই চলে গেলো। এরপরে আরেক বছর, আরেক বছর। আত্মীয়স্বজন, পরিবারের মানুষজন ততোদিনে ইশারা ইঙ্গিতে আরো অনেকভাবে আমাদেরকে বলে ফেলেছে, আমরা কেন বাচ্চা নিচ্ছি না, সমস্যা কার ইত্যাদি ইত্যাদি। এক একজন ঘুরিয়ে পেঁচিয়ে অমুক ডাক্তার, অমুক ওষুধ, অমুক পীরবাবা, টোটকা আরো কতোকিছুর কথা বলে! আমি যতোটা শুনি, তারচেয়ে বেশি শোনে মিলি। শোনে আর একা একা কাঁদে। আমি কষ্ট পাবো ভেবে আমাকেও বলে না। আমি দেখি, আমিও কষ্ট পাই, কিন্তু এই মেয়েকে সান্ত্বনা দেবার ভাষা আমার কাছে থাকে না।”
“আপনারা ডাক্তার দেখিয়েছিলেন?”

“অন্তত একশ ডাক্তার দেখিয়েছি! সবাই বলে সবকিছু নরমাল দুইজনেরই। একটু হরমোনাল ইমব্যালেন্স ছিল,সেইটা ওষুধপত্র দিয়েই ঠিক হয়ে যাবে বলে সবাই। বছর যায় ওষুধ খেতে খেতে, মিলি কনসিভ করতে পারে না। সমস্যা হলো, আশেপাশের সবার কথা, নিজের হতাশা, সব মিলিয়ে মিলি যেন কেমন হয়ে গেলো। রাতের পর রাত সে ঘুমায় না, চোখের নিচে কালি, মেজাজ খিটখিটে হয়ে গেলো। একদিন রাত তিনটায় ঘুম ভেঙে উঠে দেখি সে ছুরি হাতে নিয়ে বসে আছে। বুকের সাথে জাপটে ধরে বললাম, “কী করতেসো তুমি?” সে কাঁদতে কাঁদতে বললো, “মরে যাই। আরেকটা বিয়ে করো তুমি!” আমি বললাম, “খবরদার, আমার কোনো বাচ্চাকাচ্চা লাগবে না। তুমি যদি সুইসাইড করো, আমিও করবো!” এইভাবে বলায় কাজ হলো কতোটুকু জানি না। সে এরপরেও রাতের পর রাত ঘুমাতো না। কখন কী করে ফেলে সেই টেনশনে আমিও ঘুমাতাম না। আমাকে বলতো, “আচ্ছা ভয় নেই,মরে যাবো না। তুমি ঘুমাও!”

সুন্দরী রিসিপশনিস্ট আমাকে ডেকে পাঠিয়েছেন। রিপোর্ট রেডি। খাম হাতে নিয়ে ফিরে এসে আবার বসলাম সাগর ভাইয়ের পাশে। বললাম, “আপনারা দুজন দুজনকে পেয়ে খুব লাকি,জানেন?”
সাগর ভাই হাসলেন, “জানি।”
“এরপর কী হলো?”
“আমাদের বাড়ির সামনে বেশ খানিকটা খোলা জায়গা আছে। বাবা সেইখানে গাছটাছ লাগিয়েছিলেন। একটা কদম গাছ আছে। এক একটা বর্ষা যায়,কখনো ফুল আসে না। এই গল্পটা বিয়ের পরে একদিন মিলিকে বলেছিলাম। মিলি হাসতে হাসতে বলেছিলো, “এই গাছ আর আমি একসাথে মা হবো। আমারও একটা বাবু হবে,এই গাছেও ফুল আসবে।” পরশু হঠাৎ মিলি বললো, একবার টেস্ট করাবে। আমি আশা ছেড়ে দিয়েছি। তবু ও বলেছে তাই নিয়ে এসে টেস্ট করিয়ে গিয়েছিলাম। গতকাল রিপোর্ট নিতে আসার কথা ছিল, একটা ঝামেলায় আটকে গেলাম শেষে,তাই আর আসা হয় নি। আজকে সকালে আমাকে ঘুম থেকে উঠিয়ে মিলি কোনো কথাবার্তা না বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেলো বারান্দায়। আমি অবাক হয়ে দেখলাম, কদম গাছভর্তি ফুল!”

আমি ছোট একটা নিঃশ্বাস ফেললাম। বললাম, “ভাই,আপনি খামটা খুলে রিপোর্টটা দেখেন। সুখে দুঃখে দশ বছর তো কাটিয়ে দিলেনই, নতুন কেউ আসুক বা না আসুক, আরো একশ বছর আপনারা একসাথে অনায়াসে কাটাতে পারবেন। অন্য কারো কথা জানি না। আপনাদের গল্পটা শুনে মনে হলো,আপনারা পারবেন। আমি উঠি।”
“খাম খোলার সাহস হচ্ছে না ভাই। আপনি কি আমার পাশে আরেকটু বসবেন,আপনার পাশে বসে আমি খামটা খুলে দেখি?”
আমি দুইদিকে মাথা নেড়ে না করলাম,আমি আর বসতে পারবো না। মানুষের প্রচন্ড আনন্দ এবং প্রচন্ড কষ্টের মুহূর্তে আমার নিজেকে খুব বেশি অসহায় লাগে। অল্পসময়ের পরিচিত লোকটি এবং তার স্ত্রীর জন্য আমি হঠাৎ করে গভীর ভালবাসা অনুভব করলাম। উঠে দাঁড়িয়ে উল্টোদিকে ঘুরে দেখি আমার চোখে পানি চলে এসেছে। জোরে পা চালিয়ে হাঁটতে হবে এখন। গল্পটার শেষটা জানা হলো না। সব গল্পের শেষ জানতে হয় না।

শহরে আবার ঝুম বৃষ্টি নেমেছে। আজকে সবাই ভিজবে। আমি ভিজবো, সাগর-মিলিরা ভিজবে, কদম গাছটাও!

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত