আজ নিহার বিয়ে

আজ নিহার বিয়ে

দীর্ঘ চার বছর প্রেম করার পর যখন নিহা এসে আমাকে বললো নীল আমার বিয়ে ঠিক হয়ে গেছে ।

আমি কিছুটা স্তব্ধ হয়ে গিয়েছিলাম, নিচু হয়ে তাকিয়ে আছি, সাহস পাচ্ছিলাম না নিহার চোখে চোখ রেখে বলতে নিহা তুমি কি পাগল হয়ে গেছ,

বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নিহা কাঁদো কাঁদো কন্ঠে বলে উঠল নীল তোমার কি কিছুই বলার নাই,

আমি বার বার নিহার চোখের দিকে তাকাতে চাচ্ছিলাম,

কিছু একটা বলার চেষ্টা করছিলাম কিন্তু আমার গলা বার বার শুকিয়ে আসছে কি বলবো বুঝতে পারছিলাম না,

কারণ আমি যে নিহা কে অনেক অনেক বেশি ভালোবেসেছি…
.
অনেক কষ্টে নিহার চোখে চোখ রাখতে সক্ষম হলাম….,

আমি টলমল চোখে নিহার পানে তাকাতেই নিহা শক্ত করে আমার হাত দুটো ধরে বলতে লাগলো……

* নীল আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, চলো আমরা পালিয়ে যাই…
তখনো আমি চুপ করে আছি, কি উত্তর দিবো ভাষা হারিয়ে ফেলেছি, কখনো ভাবিনী এতো কঠিন প্রশ্নের সম্মুখীন হবো,

তবুও নিহার হাত শক্ত করে ধরে বললাম আরে পাগলী আমরা পালাবো কেন আমরা চোর না কি,

সত্যিকার ভালোবাসার প্রেমিক প্রেমিকারা কখনো পালিয়ে যায়না, সব ঠিক হয়ে যাবে,

হয়তো সে দিন এটিই ছিল আমার পক্ষ থেকে নিহার জন্য শান্ত্বনা বাক্য,

এছাড়া যে আমার আর কিছু বলার ছিল না…
.
সেদিন নিহা অনেক কেঁদেছিল, আর আমিও, কারণ আমরা দুজনে ছিলাম নিরুপায়,

কারণ স্টুডেন্ট লাইফে প্রেম যারা করে তারা জানে না তাদের ভবিষ্যৎ কি,

তবুও তারা প্রেমে পড়ে, শক্ত করে কারো হাত ধরে,
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে হাত কেউ কেউ হয়তো সারা জীবন ধরে রাখতে পারে না……
.
নিহা শেষ একটা কথা বলেছিল নীল এটাই কি ছিল আমাদের কপালে, শত চেষ্টা করেও বিয়ে আটকাতে পারি নি,

আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না, আমি বলেছিলাম তোমার হাত কখনো ছাড়বো না, কিন্তু আজ আমি হেরে গেছি,
নিহা জানে আমি তাকে কতটা ভালোবাসি হয়তো তাই সে বলে।,… নাই যদি পালাতেই না পারবে ভালোবাসলে কেন..!
.
পার্কের বেঞ্চের এক কোণে বসে আছি, আর তার কথাগুলোই ভাবছি,

এই সে বেঞ্চ যে বেঞ্চ এ দীর্ঘ চারটি বছর আমরা পাশাপাশি বেশ কিছু সময় এক সাথে কাটিয়েছিলাম,
আজ সে বেঞ্চ এ বসে আছি তবে একা, আর নিহা হয়তো এসে বলবে না সরি সরি নীল একটু লেট হয়ে গেছে,

আর হয়তো আমিও রাস্তাই জ্যাম ছিল বলে শত অজুহাত দেখাবো না,
আজ নিহার কান্না ভেঁজা মুখটা বার বার মনে পড়ছে, যাওয়ার বেলা অনেক কেঁদেছে, সে কান্নার ধ্বনি এখনো আমার কানে বাঁজে,

ও যখন বলেছিল নীল সন্ধ্যা ঘনিয়ে এলো আমি উঠব এখন,আমার বুকের বাম পাশটাই যেন চিন চিন করে উঠল,..
শুধু একটা কথা বলেছিলাম ভাল থেকো, জানি এটিও ছিল শান্তনা,…
.
আজ নিহার বিয়ে, মন কে কিছুতেই বোঝাতে পারছিলাম না তাই তো পার্কে এসে সে জায়গাতেই বসে আছি,

মনে হচ্ছে নিহা আসবে, আমার কাঁধে হাত রেখে বলবে নীল কখন আসলে..
জানি সবই মরীচিকা, তবুও মিছেমিছি স্বপ্ন দেখা…
.
আজ থেকে পাঁচ দিন আগে যে নিহার সাথে দেখা হলো আর কথা হয় নাই, ইচ্ছা করেই কথা বলি নাই, কারণ আমি ওর কান্না সহ্য করতে পারবো না,

মেয়েটা হয়তো এখনো অনেক কাঁদছে, কারণ কেউ না জানুক আমি তো জানি ওর সমস্ত পৃথিবী জুড়ে শুধু আমি,…..
.
আর এমনি করে হাজার হাজার নিহারা শত কষ্ট বুকে চেপে রেখে অন্যের ঘরে বউ সেজে চলে যায়,

আর অপর প্রান্ত থেকে নীল নাম প্রেমিকরা নিহাদের স্মৃতি আঁকড়ে ধরে জনম জনম ধরে বাঁচতে চাই…
কারণ চোখের আ্ড়াল হলেও সহজে মনের আঁড়াল হওয়া যায় না….

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত