অন্যরকম ভালোবাসা

অন্যরকম ভালোবাসা

নদী আনমনে ভাবছে তার প্রিয়জনের কথা, রাত গভীর থেকে আরো গভীর হচ্ছে, চোখে কত স্বপ্ন, রঙ্গীন পৃথিবীর স্বপ্ন।

একটা কথা খুব মনে হচ্ছে, প্রিয় মানুষটিকে হারানোর ভয়।লোকে বলে অল্পে পাওয়া সুখ নাকি খুব দ্রুত চলে যায়।

তাহলে তার কাছ থেকেও কি তার প্রিয় মানুষটি হারিয়ে যাবে? এইতো সেদিনের পরিচয়,আজ দুজন কত কাছে।ভালোবাসা বুঝি এমনি হয়।

সাগরের সাথে নদীর প্রথম কথাগুলাতে কেমন জানি শূন্যতা কাজ করছিলো,আবার ভালও লাগছিলো।

এখনকার যুগে মানুষ বেশির ভাগ ফেসবুক রিলেশনে আবদ্ধ।নদী আর সাগরও তাদের দলে।

নদী আর সাগরের প্রথম দিনের কিছু কথা ছিলো এমন –
–কখনো স্বপ্ন দেখেছো?
–না,
–কেনো?
–আমি স্বপ্ন দেখি না।
–কিন্তু কেনো দেখ না?
–যে স্বপ্ন পূরন হয় না,এমন স্বপ্ন দেখে কি হবে তাই!
–জীবনে অনেক কষ্ট পেয়েঁছো।
–হুম আবার না।
–আচ্ছা তোমাকে যদি কেউ স্বপ্ন দেখাতে সাহায্য করে?
–যে স্বপ্ন দেখাবে, সেই তো স্বপ্ন ভেঙ্গে দিবে তার থেকে স্বপ্ন না দেখাই ভালো।
–আমি যদি তোমার কাছের মানুষ হয়ে স্বপ্ন দেখাতে সাহায্য করি?
–আমার কোন কাছের মানুষের প্রয়োজন নেই।
–আমি কিন্তু তোমার কাছের মানুষ হতে চাচ্ছি বিফ না।
–মানুষ যখন খুব কষ্টে থাকে, তখন দুইটা ভরসার হাত চায়।আমি তোমার কাছের মানুষ হয়ে সেই হাতটা বাড়াতে চাই।
–কিন্তু…
–কোন কিন্তু নেই শুধু কাছের মানুষ হয়ে সেই হাতটা বাড়াতে চাই।আমি তো আর প্রেম করতে চাচ্ছি না, বাকীটা তোমার ইচ্ছা।
–ওকে, শুধু কাছের মানুষ।
এরপর থেকে নদী আর সাগরের ভালই চ্যাটিং হতো। যদিও নদী ফেসবুকে কারো সাথে তেমন কথা বলে না।তবু সাগরের সাথে কথা বলতো।

প্রথম প্রথম চ্যাটিং করতে তেমন ভাল লাগতো না। পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে তাদের ভালবাসতে হয় না, ভালবাসা ভাললাগা এমনি চলে আসে।

সাগর যেদিন প্রথম নদীর কাছে ফোন নাম্বার চেয়েছিলো নদীর তেমন কিছু মনে হয়নি। সাধারণত নদী ফোনে তেমন কথা বলতো না।

পরিচিত হলে রিসিভ করে, নয়ত ফোনে রিসিভ করে না। তাই এসব নিয়ে ডিস্টার্ব হয় না।

সাগর নাম্বারটা পেয়ে ফোন দিতে চেয়েছিলো, কিন্তু নদী ফোন দিতে বারণ করে। ফোনে কথা বলা নদী তেমন আগ্রহ নেই,আর একটু প্রবলেমও ছিলো।

কেনো জানি নদীর মনে হচ্ছিলো সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অনেক ভেবে নদী সাগরকে ফোন দিতে বলে। সাগর ফোন দেয়,
–কেমন আছো?
–ভালো,আমি সবসময় ভালোই থাকি।
–জানো কারা সবসময় ভালো থাকে?
–না।
–যারা সবসময় একা একা থাকে তারা সবসময় ভালো থাকে।
–হয়ত,
–আমার সম্পর্কে কিছু জানতে চাইবে না?
–না।
–তাহলে কাছের মানুষ কেমনে হবো?
–আমি কারো অতীত জানতে চাইনা, ইচ্ছা হলে বলো নয়ত বলার প্রয়োজন নাই।
সাগর ওর রিলেশসহ পরিবারের সব বর্ণনা দেয়।সাগরের জীবনটা সত্যি অনেক কষ্টের।

জীবনে অনেক মানুষের গল্প শুনেছে নদী, কিন্তু সাগরের জীবনের কষ্টের তুলনায় নদীর জীবনের কষ্টগুলা কিছুই না।

সাগর এতো কষ্ট পাবার পরেও দুচোখে কত স্বপ্ন, একটা নীলপরীর স্বপ্ন। সাগরের কথাগুলা শুনে খুব হাসছিলো নদী, পৃথিবীতে ১০০টা রিলেশন হবে।

তার মাঝে ৯৫ টা ভেঙ্গে যাবে ৪টা রিলেশন বিয়ের পর ডিভোর্স হবে আর ১টা রিলেশন সারাজীবন থাকবে সেটা হলো সাগর যে নীল পরীর সাথে রিলেশন করবে।

সাগরের কথা গুলা বুঝা যায় সাগর অনেক ইমোশনাল ছেলে। সেদিক থেকে নদীও কম না। কারো কষ্টে ভাগ নিতে ভালই লাগে নদীর।

সাগর অনেক করে নদীকে বুঝায় আবার স্বপ্ন দেখতে, ভালবাসার স্বপ্ন, অন্যকে নিয়ে সুখি হওয়ার স্বপ্ন।নতুন একটা স্বপ্নের পৃথিবীর।

সাগরের কথা গুলা বড্ড বেমানান লাগছিলো নদীর। মনে হচ্ছিলো নদীর জীবনের সাথে অন্য একটা জীবন জড়ানো মানে অন্যের ক্ষতি করা।

নদী এমন একটা মেয়ে, যে কারো মনের মত হতে পারে না। হয়ত যে আসবে সেও চলে যাবে, কারণ মনের মত না হলে থেকে বা কি করবে।

এসব ভাবতে ভাবতে সাগর আবার নক করে,
–তুমি কি এখনো স্বপ্ন দেখো না?
–দেখি।
–কিন্তু ভয় হয় যদি ভেঙ্গে যাই।
–আগে তো দেখো?
–হুম।
–আচ্ছা কেউ যদি তোমাকে বলে ওর জন্য চার বছর অপেক্ষা করতে, তাহলে কি অপেক্ষা করবে?
–যদি তাকে ভালবাসি চার বছর কেনো,চার যুগ অপেক্ষা করতে রাজি।
–আচ্ছা তুমি জার্নি কেমন উপভোগ করো?
–জার্নি করতে তেমন খারাপ লাগে না।
এভাবেই আস্তে আস্তে দুজনে কথার মাঝে ভালবাসা শুরু হয়। সাগর কেমন ছেলে নদী জানে না, কারণ এ কয়দিনে কারো সম্পর্কে এতো জানা যায় না।

কিন্তু সাগরের চোখে অনেক স্বপ্ন নদী দেখতে পায়। নদী চায় সাগরের স্বপ্ন গুলা পূরণ হোক। হয়ত সেদিন নদী পাশে থাকবে হয়ত থাকবে না।

এভাবে দুজন অজানা পথে হাটঁছে জানেনা কোথায় এর শেষ।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত