দূরের সীমানা

দূরের সীমানা

>> একটু শুনবেন। কিছু কথা ছিল?
>> কি কথা? (অধরা)
>> আপনি এই রাস্তা দিয়ে প্রতিদিন কলেজ যান?
>> জ্বী।
>> ও ভালো। চলেন হাঁটি।
>> আমি আপনার সাথে হাঁটতে যাব কেন?
>> আমার সাথে নাতো। আপনার প্রেমিকের সাথে।
>> আমার প্রেমিক!
মানে?
>> না। কিছু না আমি যাই।
>> ওই আপনি কি পাগল?
>> পাগল না। তবে ওই বাসা টা আমার।
>> হিহিহিহি। তা দিয়ে আমি কি করবো?
>> জানি না। তবে কেন বললাম তাও জানি না।
.
>> আপনি এখানে কি করেন? (তামিম)
>> কলেজ যাব তো। তাই বাসের জন্য অপেক্ষা করি। আপনি এখানে কি?
>> না এমনি। দেখলাম আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন তাই আসলাম।
আমি এখানে বসি?
>> বসেন।
>> ধন্যবাদ।
>> ঠিক আছে।
>> ওই দিকে থাকিয়ে কি দেখেন?
>> বাস আসছে কিনা তা দেখতাছি?
>> কপালে টিপ হলে ভালো হতো।
>> কি?
কিছু বললেন?
>> না। ওই দেখো একটা শিশু গোলাপ ফুল বিক্রি করছে।
>> তা তো দেখতে পেলাম। আপনার মতলব কি বলেন তো? আপনাকে দু’দিন ধরে দেখছি খুব আমার সামনে আসেন?
>> এমনি আসি। কোনো সমতল নাই। ওই দেখো বাস আসছে।
>> ঠিক আছে আমি যাই।
>> যান।
(২)
>> কি রে মামা মেয়েটা কে?
>> তোকে বলবো কেন?
>> আমাকে না বললে কাকে বলবি?
>> তোর বাপকে বলবো শালা।
>> তুই শুধু আমাকে বখছ কেন?
>> ঘ্যানঘ্যান কম করতো। মেয়েটা আসছে তুই যা।
>> কোথায় যাব?
>> যেখানে পারিস সেখানে যা।
.
>> ব্যাগ আমার কাছে দেন। মার্কেট করে আসলেন বুঝি?
>> জ্বী। কিন্তু আপনি?
>> এখানে বসে বন্ধুদের সাথে গল্প করছিলাম। আপনাকে হঠাৎ দেখতে পাই। তাই ছুটে আসি।
>> ভালো করছেন। আমার অনেক কষ্ট হচ্ছিল।
>> ওই টাও দেন।
>> না থাক। নইলে আপনার আবার কষ্ট বেড়ে যাবে।
>> আপনার সব কষ্ট সহ্য করতে পারি।
>> হিহিহিহি।
তাই।
>> একটু একটু।
>> একটু একটু হওয়া ভালো। বেশি হলে আবার সমস্যায় পড়ে যাবেন।
>> আপনি চলে যাবেন?
>> ওই তো বাসার সামনে চলে আসছি।
অনেক কষ্ট করলেন। আপনাকে অনেক ধন্যবাদ।
(৩)
>> আপনি দু’দিন কোথায় ছিলেন?
>> অনেক জ্বর হয়েছিল। তাই বিছানা থেকে উঠতে পারি নি।
>> আপনাকে অনেক খুঁজেছি। কোথাও খুঁজে পাই নি। আপনার কলেজেও গিয়েছি।
>> কলেজ কেন গেছেন?
>> আপনাকে না দেখে ভালো লাগছিল না। দেখতে অনেক ইচ্ছা হয়েছিল। তাই গিয়েছিলাম কিন্তু আপনাকে পাই নি।
>> ও। আমাকে দেখার কি আছে?
>> জানি না। তবে মন টা দেখতে চাইছিল।
>> মন আর কি কি চায়?
>> আপনাকে নিয়ে দূর অজানায় হারিয়ে যেতে। আপনার হাতে ধরে হাঁটতে। আপনাকে নিয়ে ঢং দোকানের কোণায় বসে লুকিয়ে লুকিয়ে চা খেতে।
>> হিহিহিহি।
>> একটা কথা বলবো?
>> কি কথা?
>> রাগ করবেন নাতো?
>> না।
>> না থাক। অন্য একদিন বলবো।
>> চা খাবেন?
>> খাব।
>> চলেন ওই দোকানে বসে খাব।
>> সত্যি?
>> হ্যাঁ। সত্যি।
(৪)
>> এতো সকাল সকাল কোথায় যান?
>> মায়ের অসুখ হয়েছে। কিছু ওষুধ আনতে যাব।
>> ও তাইলে এক কাজ করেন আপনি বাসায় যান?
>> বলেন কি?
>> বলছিলাম আমি ওষুধ নিয়ে আসি। বেশি দেরি করবো না। তাড়াতাড়ি চলে আসবো।
>> আপনি নিয়ে আসবেন?
>> যদি আপনি বলেন।
>> ঠিক আছে। এক কাজ করলে কি হয় আমরা দু’জন যাই।
>> তাইলে তো আর ভালো। গল্প করতে করতে চলে যাব।
>> হিহিহি।
.
>> এই যে তামিম শুনছেন?
>> আরে আপনি?
>> হ্যাঁ। আমি। চলেন এক জায়গায় যাব। আমার একা একা যেতে ভয় করে।
>> কোথায় যাবেন?
>> একজনের কাছে যাব। কিন্তু ওর ধারে যেতে হলে একটা ভূত্নী কে এড়িয়ে যেতে হয়। আমি উনাকে খুব ভয় পাই।
>> হিহিহি। আপনিও একটা ভূত্নী।
>> কি বললেন? দাঁড়ান আপনার খবর আছে।
>> তাকে কোথায় পাব?
>> আমার সাথে আসেন তাকে পেয়ে যাব।
.
>> আবির আমার বন্ধু তামিম।
>> ও খুব ভালো। আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে।
>> তাই।
>> উনি কি আমাদের সাথে যাবেন না চলে যাবেন? ( আবির)
>> না। আমি চলে যাই আপনারা যান। (তামিম)
.
>> কি তামিম সাহেব কোথায় ছিলেন ১০ দিন? কোথাও খুঁজে পাই নি। কত করে খুঁজেছি।
>> আমাকে খুঁজার কি আছে। আপনি ভালো ওই আছেন।
>> এতো রাগ করার কি আছে?
>> আমি কারো সাথে রাগ করি নি।
আচ্ছা আমি যাই।
>> ছেলেদের ওই একটাই সমস্যা। মেয়েরা যখন কোনো ছেলে কে মন দেয় তখন পাত্তা দেয় না। এর আগে বাসার পিছনের দিকেও গিয়ে উঁকি মারে।
>> সেদিন ওই ছেলে টা কে ছিল?
>> আমার খালাতো ভাই।
>> ও।
>> একটা কথা বলবো?
>> বলেন।
>> নাম্বার টা দিবেন?
>> আপনি সত্যি আমার নাম্বার নিবেন?
>> অবাক হওয়ার কি আছে?
>> আপনি নাম্বার নিবেন তাই অবাক হচ্ছি।
>> ঠিক আছে নাম্বার টা দেন।
>> ০১৭….।
>> ধন্যবাদ।
>> এখন থেকে আমাদের মধ্যে কি চলবে?
>> সারারাত ফোনে কথা।
>> মাঝে মাঝে দু’জন ঘুরতে যাওয়া।
>> হিহিহি।
>> এখন যাই।
.
>> আসতে এতো দেরি হলো?
>> হবে না কেন? রাস্তাঘাটে যা গাড়ি।
>> আকাশ টা আজ খুব সুন্দর।
>> আকাশ প্রতিদিন ওই সুন্দর থাকে।
>> তবুও আজ খুব সুন্দর । তার সাথে আপনি শাড়ী পড়ে এসেছেন।
>> হিহিহি। একটা জিনিস তৈরি করে এনেছি আপনার জন্য।
>> কি এনেছেন?
>> তেমন কিছু না। পায়েস।
>> পায়েস। কেন কষ্ট করে আনতে গেলেন?
>> প্রিয় মানুষের জন্য কিছু বানিয়ে আনতে গেলে কষ্ট হয় না। বরং ভালো লাগে।
>> অনেক মজা হয়েছে। প্রতিদিন যদি খেতে পারতাম।
>> ঠিক আছে প্রতিদিন নিয়ে আসবো। এখন চুপ করে আকাশের দিকে চেয়ে থাকেন।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত