আমি আপনাকে ভালবাসি। বাক্যটা শুনে মেয়েটার মুখ হা হয়ে গেল, দুই তিনবার খুক খুক করে কেশে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল,
-আপনার সাথে পরিচয় হয়েছে কতক্ষণ হয়েছে?
-এই ধর ৫/৭মিনিটের মত হবে।
-এর মধ্যেই আপনি আমাকে ভালবেসে ফেললেন এবং সেটা আমাকে বলেও দিলেন।
-ভালবাসতে দীর্ঘ সময়ের প্রয়োজন আছে এমন কোন আইনের ধারা কি আছে? তাছাড়া আপনাকে আমি দেখছি কিছুদিন ধরে সেটার সমাপ্তি আজ দিয়ে দিলাম।
-আপনি আমাকে দেখছেন তাতে কি হয়েছে? আমি আজ আপনাকে প্রথম দেখলাম।
-হ্যাঁ আজ থেকে রোজ দেখবেন। দেখো আমি ভালবাসাটা পেটের ভিতর জমিয়ে গ্যাস করতে চাইনি এমনিতেই আমার গ্যাসের সমস্যা রয়েছে। তাছাড়া আমি ধর তক্তা মার পেরেক টাইপ ছেলে, সময় থাকতে তোমাকে না পাওয়ার চেষ্টা করলে দুই দিন পর দেখা যাবে মমতাজ আফার “ফাইট্টা যায় বুকটা ফাইট্টা” যায় গান লাউড স্পিকার দিয়ে শুনতে হচ্ছে।
-এত মেয়ে থাকতে আমাকেই কেন ভালবাসতে হল।
-এটা কমন প্রশ্ন, না জানলেও চলবে।
-দেখুন আমি এখন রিলেশনে জড়াতে চাচ্ছি না।
-তুমি রিলেশনে জড়াবে এবং সেটা আমার সাথেই জড়াবে।
-আমার বিএফ ও থাকতে পারে।
-বিএফ না থাকার সম্ভাবনা ৮০% যদিও থাকে তাহলে সেটা গাধা প্রকৃতি হওয়ার সম্ভাবনা।
-এমন বলার কারণ কি?
-দেখো বিএফ না থাকার পয়েন্ট ২টা। ১) তোমার বিএফ থাকলে সেটা প্রথমেই বলে দিতা এবং আমার সাথে এতক্ষণ কথা না বলে রাস্তা ধরতা। ২) তোমার মত একটা সুন্দরী মেয়েকে কোন বিএফ ওই বোরকা বা হিজাব ছাড়া কলেজে পাঠাবে না।
-আপনার চিন্তা শক্তি দারুন তবে আমি রিলেশন করব না।
মেয়েটা কঠিন কন্ঠে কথাটা বলল তবে ঠোঁটের কোণে একটা হাসির আভাস ফুটে উঠেছিল। কঠিন এবং মিষ্টি একটা ভাব চেহারায় খেলা করছে, এইরকম একটি মেয়ের জন্যই মনে হয় এতকাল অপেক্ষা করছিলাম।
.
আমি এবার একটু মিষ্টি করে বললাম,
-এখন রিলেশন না করলে পরে আফসুস করবে। কেন করবে জানতে চাও?
-হ্যাঁ জানতে চাই।
-তোমার বান্ধবী মিতা কে ১মাস আগে কেউ একজন প্রপোজ করেছিল কিন্তু মিতা তখন সেটা গ্রহণ না করার জন্য আজও আফসুস করছে। কেন করছে জানো? কারণ সে ধীরে ধীরে ছেলেটা কে ভালবাসতে শুরু করেছে কিন্তু ছেলেটা এখন মিতাকে ভালবাসে না। সেইম ঘটনা তোমার আরেক বান্ধবী ফারিহার সাথেও হয়েছে। মেয়েটা সব কিছু ধীরে ধীরে করার জন্যই বাঁশ খায়।
-তুমি এসব জানো কিভাবে? মিতা আর ফারিহাকে কি তুমি প্রপোজ করেছিলা? তোমার তো সাহস কম না, আমার বান্ধবীদের সাথে লাইন মেরে এখন আসছো আমাকে পটাতে।
-একটা ব্যাপার দেখো এই কিছুক্ষণের মধ্যে তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো। যখন আমি মিতা এবং ফারিহাকে যারা প্রপোজ করেছিল তাদের নাম না বলায় তুমি ধরে নিয়েছো সেই ব্যক্তি আমি এবং সাথে সাথে তুমি রেগে গেছ কারণ তুমি আমার কাছ থেকে এইরকম কিছু আশা কর নি।
-তুমি কি সেই ব্যক্তি নও।
-না আমি সেই ব্যক্তি নই, দেখো এটা জানার সাথে সাথে তোমার চেহারায় আবার মিষ্টি ভাবটা চলে আসতে শুরু করেছে।
-উফফ তোমার সাথে আমি রিলেশন করব না, একদম ফাইনাল কথা এটা।
-অলরেডি আমাদের প্রেম শুরু হয়ে গেছে। দেখো আমরা তুমি তুমি করে কথা বলা শুরু করে দিয়েছি এবং এখন ছোট খাট জগড়াও করছি।
-তুমি দেখি আজব একটা ছেলে।
-তুমি সত্যি মিতা আর ফারিহাকে প্রপোজ কর নাই তো।
-শতভাগ নিশ্চিত থাকতে পার আমি করি নি। এখানে বসতে ভাল লাগছে না, সামনে একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে সেখানে বসে উপরের দিকে তাকালে দেখা যায় গাছে আগুন লেগে রয়েছে।
-জায়গাটা আমি চিনি কিন্তু কখনো যাওয়া হয় নি।
-এখন থেকে ওইখানে রোজ বসব ঠিক আছে।
-রোজ বসত হবে কেন? আমি তো প্রেম করব না।
-প্রেম তো শুরু হয়ে গেছে।
.
কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছি। মেয়েটার নাম কি আপনাদের বলেছিলাম? না বললে বলে ফেলি মেয়েটার নাম হচ্ছে রূপা। এই ছিল আমাদের প্রেমের শুরু। প্রেম করার সময় একটা জিনিস মনে রাখবেন প্রেম প্রকাশ করতে যতটা সময় নিবেন ততই মমতাজ আপনার বিখ্যাত সেই গান “ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়” গানটা আপনার দিকে এগিয়ে আসবে।
গল্পের বিষয়:
ভালবাসা