খুঁজি স্বপ্ন

খুঁজি স্বপ্ন

>> আপনার কি লজ্জা বলতে কিছু নাই। আপনি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছেন কেন?
>> আপনাকে দেখার জন্য আসলাম। আপনি কি করেন?
>> দেখতে পাচ্ছেন না?
>> দেখতে পাচ্ছি। হাতে একটা ব্যাগ। মনে হচ্ছে কোথাও যাবেন।
>> হ্যাঁ। আমি বেড়াতে যাব।
>> কি বলছেন? আপনি বেড়াতে যাবেন। আমাকে বলে যাবেন না।
>> আমি কেন আপনাকে বলে যাব?
>> আপনাকে আমি ভালবাসি না। আপনাকে তো আমি মিস করব। তাই বলে গেলে ভালো হয়।
>> শুনেন এতো আজাইরা কথা শুনার আমার সময় নাই। পথ ছাড়েন আমি রিক্সা ডাকব।
>> আমি ডেকে দেই?
>> আপনি কেন আমার পিছন পিছন আসেন আমি তো বুঝি না।
>> তাইলে আমি আপনার সামনে সামনে যাই।
>> ও মা। আমাকে এই পাগল টার হাত থেকে বাঁচাও।
>> আমি পাগল?
>> আপনি পাগল কেন হবেন। আপনি একজন সুস্থ মানুষ। তারজন ওত আমার পিছন পিছন আসেন।
>> তা ঠিক বলছেন। আপনার পিছন পিছন আসলে আমার একটা ভালো লাগা কাজ করে।
>> শুনেন একটা কথা বলি?
>> কি কথা?
>> আমার পিছন পিছন না এসে কিছু একটা কাজ করেন। তাইলে আপনার ভালো হবে।
>> আমি তো শুধু আপনার পিছন পিছন ঘুরি আর কারো পিছন পিছন ঘুরি না। তাই আমি সময় ব্যয় করি না।
>> ঠিক আছে এখন কাজ করেন। আমাকে যেতে দিন। আমার অনেক দেরি হয়ে গেছে।
(২)
৭ দিন হয়ে গেল সুস্মিতা এখনও আসে নি। আমার কিছু ভালো লাগছে না। তাই হাটঁতে রাস্তায় গেলাম। গিয়ে দেখি সুস্মিতা রিক্সা থেকে নেমে বাসায় যাচ্ছে।
>> এই আপনি। এতো দিন থাকলেন কি করে?
>> তামিম ভাই। আপনি কেন যে আমার সামনে আসেন আমি তো বুঝি না। প্লিজ আমার সামনে আপনি আসবেন না। আপনাকে দেখলে আমার সহ্য হয় না।
>> আমি কি করলাম। আমি তো কোনো কিছু করি না।
>> আপনি কোনো কিছু করেন না?
আপনি নিজের মুখে বলছেন। আপনি যে আমাকে বিরক্ত করেন সেটা যদি আমি পুলিশ কে বলি তাইলে একবার বুঝতে পারছেন আপনার কি হবে?
>> আপনি বলবেন না।
>> আপনি কেমনে বুঝতে পারলেন আমি পুলিশ কে বলবো না?
>> কারণ আপনার চোখ দেখে।
>> হিহিহিহি। আমার চোখ দেখে আপনি আর কি কি বুঝতে পারলেন?
>> আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি। আমার জন্য আপনার হৃদয়ে ধীরে ধীরে আমার জন্য মায়া সৃষ্টি হচ্ছে।
>> মাইর চিনেন?
>> চিনতাম না কেন?
কাউকে কি মারতে হবে। আপনার জন্য আমি সব করতে পারি।
>> তাইলে এক কাজ করেন। এই ব্যাগ গুলা বাসায় দিয়ে আসেন।
>> আপনি বলছেন আর আমি দিয়ে আসবো না। এই টা একটা কথা হইলো। দেন আমার হাতে দেন।
>> অনেক মালপত্র আছে কিন্তু সাবধান ধরেন।
>> সেটা আপনি বলতে হবে না। আপনার মালপত্র মানে আমার মালপত্র।
>> কি?
>> কিছু না। বলছি কোথায় কোথায় ঘুরলেন?
>> সেটা আপনাকে বলতে যাব কেন?
>> আমাকে না বললে কাকে বলবেন?
>> ইশ! ব্যাগ টা তাড়াতাড়ি বাসায় নিয়ে যান।
>> ব্যাগ টা অনেক ওজন। ব্যাগের মধ্যে কি আছে?
>> সামন্য একটা ব্যাগ নিয়ে বাসায় যেতে পারেন না। আর আসছেন আমার সাথে প্রেম করতে। আমাকে ভালবাসতে।
>> প্রেম ভালবাসার সাথে ব্যাগের কি সম্পর্ক?
>> সেটা আমি বুঝি আপনি বুঝবেন না।
>> বাসায় তো চলে আসলাম এখন কি করতে হবে।
>> আপনি চলে যান।
(৩)
>> সুস্মিতা।
>> তামিম ভাই। আবার আপনি আমার সামনে আসছেন?
>> কি করব বলেন। জানেন একটা কথা আমি বাসায় থাকলে কি হবে। মন টা কিন্তু আপনার কাছে থাকে। আপনাকে বারবার দেখতে চায়। আপনার সাথে এক দুই টা কথা বলতে চায়।
>> আপনি যে একটা হাদারাম। তা দেখে ওই বুঝা যায়। জীবনে তো কিছু করতে পারবেন না। তা আমি বুঝতে পারছি।
>> কে বলল আমি কিছু করতে পারব না?
আমি অবশ্যই কিছু করতে পারব।আপনি শুধু আমাকে বলবেন আমি সব কিছু করে দিতে পারব। সেদিন আপনি বললেন ব্যাগ বাসায় নিয়ে যেতে আমি দিয়ে আসি নি আপনি বলেন?
>> দিয়ে এসেছেন। কিন্তু এই টা একটা কাজ হলো। সামন্য ব্যাগ।
>> সামন্য ব্যাগ বলেন আর পাহাড় বলেন সব কাজ আমার কাছে সমান।
চেয়ার টা কিন্তু নতুন?
>> হ্যাঁ। গতকাল কিনে নিয়ে আসলাম। এখানে সব সময় বসে থাকি তো। তাই ভাবলাম একটা চেয়ার কিনে আনতে হবে।
>> খুব ভালো করছেন। আমিও মাঝে মাঝে বসার জন্য আসবো।
>> সে সুযোগ আমি আপনাকে দিব না।
>> কেন দিবেন না?
>> কেন দিব না। কারণ আপনার সাথে তো আমার প্রেম না। যে আপনাকে বসতেই দিতে হবে। নইলে আপনি রাগ করবেন।
>> বসতে না দিলে আমি তো রাগ করব।
>> আপনার রাগ আমার কাছে কিছুই না। আপনি আমার কে?
>> ভালবাসা।
>> হিহিহিহি। আপনাকে কেন আমি ভালবাসতে যাব?
>> আমি তো আপনাকে ভালবাসি। তাই আমাকে আপনি ভালবাসতে যাবেন।
>> আমি কাউ কে ভালবাসতে জানি না। তাই আপনাকে ভালবাসবো না।
>> সুস্মিতা একটু বুঝার চেষ্টা করেন।
>> শুনেন মিষ্টি কথা বলে কোনো লাভ নাই। আমি কারো মিষ্টি কথা শুনি না।
>> আপনি কোনো দিনও আমাকে বুঝবেন না।
>> না। বুঝবো না।
>> আপনি একদিন ঠিক ওই বুঝবেন।
>> সেদিনের অপেক্ষায় থাকেন।
(৪)
আমি রাস্তা দিয়ে হাটঁছি এমন সময় একটা পিচ্চি ছেলে আমাকে এসে বলে ভাইয়া পাচঁ টা টাকা দেন।
>> কি করবি তুই ৫ টাকা দিয়ে?
>> ভাইয়া কিছু খাব। সকাল থেকে কিছু খাই নি।
>> আমার কাছে তো ৫ টাকা নাই। তুই এক কাজ কর ২০ টাকা আছে তুই ২০ টাকা নিয়ে চলে যা।
>> ভাইয়া অনেক ভালো থেকো।
.
খুব ভালো লাগলো। ছেলেটার মুখে হাসি ফুটেছে। আমার কাছে এখন একটা টাকাও নাই। কেন যে ভুল করে মানিব্যাগ টা ফেলে আসলাম।
>> হেঁটে হেঁটে কোথায় যান?
>> সেটা আপনাকে বলবো কেন?
>> ও মা রাগ করলেন বুঝি?
>> রাগ করার কি আছে। আমার কাছে টাকা নাই। আমি হেঁটে হেঁটে আমার বাসায় যাচ্ছি।
>> পকেটে টাকা ছাড়া রাস্তায় বের হোন কেন?
>> সেটা কি আপনাকে বলতে হবে?
>> হ্যাঁ। আমাকে বলতে হবে।
>> শুনেন আপনার সাথে আমার কোনো কথা নাই।
>> আপনি দেখি ভালো হয়ে গেছেন। আমাকে দেখি আর ডিস্টার্ব করেন না।
>> আপনাকে কেন আমি অযথা ডিস্টার্ব করতে যাব। আপনি আপনার মতো চলেন আমাকে আমার মতো চলতে দেন।
>> শুনেন একটি কথা।
>> শুনবো না।
(৫)
>> এই যে আপনি এখানে কি করেন?
>> আমি বিয়াতে আসছি। আপনি এখানে কি করেন?
>> আমিও বিয়াতে আসছি। আপনি বিয়াতে আসছেন নাকি আমি বিয়াতে আসছি বলে আপনিও এসেছেন ?
>> আপনি এ কি রকম কথা বললেন?
>> বুঝি বুঝি আপনার মতিগতি সব বুঝি। আমি তো বোকা মেয়ে না।
>> আপনি অনেক চালাক মেয়ে। সেটা আপনার জন্য আমার জন্য না।
>> আমি তো চালাক মেয়ে ওই। সেটা আপনি বলা লাগবে না।
>> ঠিক আছে আমি বলবো না। আমি যাই খেতে হবে।
>> কি রাক্ষস বাপরের বাপ।
>> আমাকে রাক্ষস বললেন কেন?
>> আপনি রাক্ষস না হলে কি বিয়াতে খাওয়ার জন্য এসেছেন?
>> বিয়াতে মানুষ কিসের জন্য আসে?
>> ঘুরাঘুরি করার জন্য আসে।
>> তাইলে আপনি ঘুরাঘুরি করেন। আপনাকে কে ধরে রাখছে?
>> আমি এখানের কোনো কিছু চিনি না। আপনি আমার সাথে আসেন।
>> আমি যাব না। নিজে কে চালাক ভাবেন আর বলছেন কোনো কিছু চিনেন না। খুব ভালো কথা বললেন তো।
>> আমি একটা মেয়ে। আমি কিভাবে এখানে একা থাকবো। আপনি আসেন?
>> আচ্ছা কোথায় ঘুরতে হবে?
>> আপনি শুধু আমার পাশে বসে থাকেন। তাইলে আর কিছু আপনি করা লাগবে না।
>> মিষ্টি খাবেন?
>> আপনি নিয়ে আসেন।
>> ঠিক আছে আমি নিয়ে আসছি। আপনি এখানে চুপ করে বসে থাকেন।
.
>> নেন খান।
>> হিহিহিহি।
>> এই মেয়ে হাসেন কেন?
>> আপনার চুলে এগুলা কি?
>> কই?
>> মাথায় হাত দিয়ে দেখেন।
>> তাইতো পানি। দেখছেন কত বড় বেয়াদব। আমার মাথায় পানি দেয়। আমি তো খিয়াল ওই করলাম না।
>> আপনি খিয়াল করবেন কি করে। এখানে তো সুন্দর সুন্দর মেয়ে আসছে তাদের দিকে চেয়ে রয়ে ছিলেন।
>> মিথ্যা কথা বলেন কেন?
>> আমি মিথ্যা কথা বলি নি। আপনি মিথ্যা কথা বলছেন।
>> তাইলে মাথায় যে পানি পড়ছে। সে দিকে খিয়াল করলেন না কেন?
>> বিশ্বাস করেন। আমি খিয়াল করে নি।
>> ঠিক আছে এবার চুপ করে বসে থাকেন। আর বিয়ার অনুষ্ঠান দেখেন।
>> হিহিহিহি।
>> আপনিও দেখেন।
>> আচ্ছা দেখতাছি।
(৬)
সুস্মিতা আমাকে ফোন দিয়ে বলল তাদের বাসার সামনে আসতে। আমি আসলাম।
>> আপনি আইছেন?
>> হ্যাঁ। আমি আইছি। আপনি বলছেন আর আমি না এসে পারি।
>> তা ঠিক করছেন। আপনার জন্য একটা জিনিস নিয়ে আসলাম।
>> কি জিনিস?
>> আমের ভরতা।
>> তাইলে দেন খাব।
>> দিচ্ছি। এতো পাগলামি করছেন কেন?
>> এখন খাই।
ও বাবা কি ঝাল। আপনি এগুলার মধ্যে মরিচ কেন বেশি দিয়েছেন। আপনি আমাকে মারতে চাইছেন।
>> এই আমি আপনাকে মারতে যাব কেন? ফাজলামি করার আর জায়গা পান না।
>> তাইলে ঝাল কেন বেশি দিয়েছেন?
>> এমনি দিচ্ছি। আমি ভাবলাম আপনি ঝাল পছন্দ করেন।
>> আমি ঝাল খাই না। আমার জন্য পানি নিয়ে আসেন।
>> আপনাকে খাইয়ে উপকার করে দেখি আমি বিপদে পড়ে গেলাম।
>> বিপদে পড়বেন না কেন?
>> ঠিক আছে। আমাকে মাফ করেন। আমি পানি নিয়ে আসছি। আপনি একটু অপেক্ষা করেন।
>> আমি অপেক্ষা করছি। আপনি তাড়াতাড়ি পানি নিয়ে আসেন।
(৭)
>> তামিম ভাই দেখেন তো এই ছেলে গুলা আমার কাছ থেকে কিসের চাঁদা নিতে চায়।
>> ওই তোরা কিসের চাঁদা চাস রে বলতো আমাকে?
>> ভাই আমরা ব্যাট কিনবো। ২০০ টাকা দেন।
>> ও সুস্মিতা ওরা ব্যাট কিনবো টাকা দিয়ে দেন।
>> আপনি থাকতে আমি কেন দিব।
>> আমার কাছে টাকা নাই।
>> এই তোরা তামিম ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিস। আমি দিতে পারব না।
>> এই তোরা তোর এই আপুর কাছে টাকা চাচ্ছিলে না?
>> জ্বী ভাইয়া।
>> তাইলে আমার কাছে টাকা চাস কেন?
>> ঠিক আছে ভাইয়া। আপু আপনি দিন।
>> এই শুনেন সারাজীবন আমার হাত ধরে থাকতে হলে আমার সব কিছু পূরণ করতে হবে।
>> আপনি এ কি বলছেন?
>> সত্যি বলছি।
>> সত্যি।
তাইলে হাত টা ধরি।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত