প্রেম হেরে গেছে বন্ধুত্বে

প্রেম হেরে গেছে বন্ধুত্বে

ফাহাদঃ ভাই শুনছেন?
আমিঃ অহ,,রাত বারটা বাজতে চললো,,ঘুমা।
ফাহাদঃ উঠেন না ভাই,,চলেন ছাদে যাই, গিটারটা বের করেন।
আমিঃ এত রাতে ছাদে গান গাইতে হবে না,ঘুমা।
ফাহাদঃ ভাই চলেন না,আজ মিথিলার জন্মদিন।চলেন না ভাই?
আমিঃ ধূর তোর পাগলামী কবে ভাল হবে, যে তিন বছর আগেই তোরে ছেড়ে বিয়ে করে দিব্যি বাচ্চা পয়দা করে সুখেই আছে।

আর তুই তার জন্মদিন মনে রাখছিস।
বারান্দা হতে লাইটের আলোতে দেখলাম ফাহাদের চোখ ছলছল করছে।বুকের ভিতরটাতে মুচড় দিয়ে উঠল।
আমিঃ চল যাই, তবোও যদি তোর পাগলামী ভাল হয়।আমি বক্স হতে সেমি ইলেকট্রিক গিটার টা সাথে নিলাম।

আমার চোখে তখন রহস্য মিশ্রিত দৃষ্টি।
ছাদের দরজা খুলে দুজন উপরে উঠলাম। আমি ফাহাদের মুখের দিকে তাকিয়ে আছি ওর প্রতিক্রিয়া দেখব বলে।
ফাহাদ উপরটা দেখেই থমকে গেছে, আমি শুধু ওর মুখটা দেখছি, প্রথমে ওর চোখ দুইটা বড় বড় হয়ে গেল,

তারপর ছলকে কোথা হতে শরীরের সব রক্ত ওর মুখে এসে জমা হল।ও একবারে স্থীর হয়ে গেছে।
ছাদে সারা বিকাল ভরে আমি আর সানু ভাই মোমবাতি দিয়ে সাজিয়ে রেখেছি।

আমার কথা মত সানু ভাই বারটায় সব মোম জ্বালিয়ে একপাশে দাড়িয়ে সিগারেট টানছে,….

….আর সারপ্রাইজের রিফ্লেক্সে থমকে দাড়ানো ফাহাদের মুখটা দেখছে।
একটা টেবিলে তিন পাউন্ডের কেক রাখা, ফাহাদ কেকের কাছে গিয়ে দাড়ালো, কেকটাকে লেখা ছিল,,!!
আমার ভালবাসা আমারই আছে, তাই তোমার না থাকায় কি আসে যায়।
শুভ জন্মদিন মিথিলা।।
আমি আর সানু ভাই ওর দুই পাশে দাড়ানো ছিলাম।ও কেকটা কেটে আমাদের মুখে তুলে দিল।
চোখে জল নিয়ে খাওয়া যায়না,,
আমি গিটার নিলাম, সানু ভাই বাঁশের বাঁশি,,
ফাহাদ ওর সুরেলা কন্ঠে গাচ্ছিলো,,
থাক তুই আমারই থাক,,
তোর নিজের যা ছিল নিয়ে চলে গেলি,
আমার ভালবাসার প্রাপ্তিতে আমি ভেসে গেছি,
তুই ভাল থাক আমিও ভাল আছি।
ফাহাদের সুর ক্রমে ক্রমে উচ্চগ্রামে উঠতে থাকল,
মনে হচ্ছিল সমস্ত প্রকৃতি পাগল হয়ে গেছে।তিব্র সুরের ভিতর হৃদয়ের আর্তচিৎকারকে বের করছে ছেলেটা।

আমার অাঙ্গুল কর্ড ধরে রাখতে পারছেনা।
সানু ভাইও কেমন যেন ঘুরের ভিতর বাঁশি বাজাচ্ছে।

মনে হচ্ছিল আবদ্ধ কিন্তুু অদৃশ্য কোন কাঁচের দেয়ালে সুরের আর কন্ঠের শব্দ বারবার প্রতিধ্বন্নি হচ্ছে।

ফাহাদের মুখে চাঁদের আলো অপার্থিব এক কারুকার্য সৃষ্টি করেছে।
যেন কোন ধ্যানরত সন্ন্যাসী।সব কিছুর উর্দ্ধে চলে গেছে।
তারপর ধীরে ধীরে সব শান্ত।কে যেন সমস্ত শক্তি নিংড়ে বার করে নিয়েছে।
কি প্রশান্তিময় তৃপ্তির ছটা ফাহাদ আর সানু ভাইয়ের মুখে।
যেন মর্ত্য লোকের কোন আলোর ঝর্নায় এই মাত্র গোসল করে আসলো।
আমি এদের ভালবাসি।
ওদের ভালবাসাই আমার ভালবাসা।
আমরা নিশব্দে বসে আছি, আমার মনে হল একজন অন্য জনের মনের ভাষা স্পস্ট বুঝতে পারছি,,,

সব প্রেম শুধু নারী পুরুষের ভিতরেই হয় না,, অসম বয়সী বন্ধুদের ভিতরেও হয়।

আমাদের ভালবাসার ভিতরে কোন লোভ,প্রাপ্তি আশা,কোন কামনা নেই।

শুধু আছে হৃদয়ের টান, এ যেন নাড়ীর বন্ধন, আজন্ম,আমৃত্যুর অবিচ্ছেদ্য সংগি।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত