নিরব ভালোবাসা ২

নিরব ভালোবাসা ২

ঐ দিকে অবনি বাসায় গিয়ে দরজা বন্ধ করে কান্না করছে। ছার কেন এমন করলো।

অবনির মাঃঅবনি দরজা খোল কি হয়েছে তোর? রেজাল্ট কেমন হইছে?( অবনির মা টেনশন করছে)

অবনিঃমা আমার রেজাল্ট ভালো হইছে।আমাকে আর ডেকো না আমার ঘুম আসছে।( একটু সাবাভিক গলায়)

অবনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলো। ঘুম ভাংলো ছোট ভাইর চিৎকারে।

আরিয়ানঃআপু দরজা খোলো তোমার টিচার আসছে। অবনিঃ কোন টিচার?????………..(লাফ দিয়ে বসে পরলো।)

আরিয়ানঃহিসাব বিজ্ঞান টিচার।তারাতারি আসো বাবা ডাকছে। অবনি ভাবছে বাবা এই সময় বাসায়। ঘড়িতে দেখলো

রাত ৮ টা। অবনি রুমে ডুকেছে ২ টা বাজে।এখন অবনির ক্ষুদাও লাগছে। অবনি ফ্রেস হয়ে ড্রইং রুমে যাচ্ছে তখন

শুনছে তার মা ছারকে বলছে।

মাঃজানিনা বাবা অবনির কি হয়েছে কলেজ থেকে এসে রুমে দরজা লাগিয়ে আছে। কিছু খেলোনা।

বাবাঃ রেজাল্ট নিয়ে টেনশন করেছেতো তাই হবে। ( নিলয় কিছু বলছে না মাথা নিচু করে আছে।) অবনি আসলো

সালাম দিলো।একি মিস্টির পেকেট কেনো?

তখনি নিলয়ঃআংকেল আমি একটা খুশির খবর নিয়ে আসছি।( কিন্তু মুখে হাসি নেই) বলে রাখি বর্তমানের চাকরিটা

অবনির বাবার মাধ্যমেই হয়েছিলো তাই নিলয় সব সময় অবনির বাবাকে সম্মান করে।তা ছারা নিলয়ের বাবা মা কেউ

বেচে নেই শুধু একটা ছোট বোন আছে ডাকা চাচা চাচির সাথে থাকে।তাই অবনির বাবা মা নিলয়কে খুব আদর করে।

বাবাঃকোথায়?????

নিলয়ঃ ডাকা ভার্সিটিতে, খুব তারাতারি জয়ন করতে হবে।

বাবাঃ মাশাল্লা।খুব ভালো। এই কথা শুনে অবনির মাথায় আকাশ ভেংগে পরলো।অবনি কি করবে বুঝতে পারলো না

তাই বাইরে চলে গেলো। নিলয়ও অবনিকে খুচ্ছে চারোদিকে তাকিয়ে।না কোথাও দেখেনা। নিলয় ভাবছে অবনি

অনেক রাগ করছে তাই দুরে সরে আছে।রাগ করারি কথা। এসব ভাবতে ভাবতে নিলয় অবনির বাবা মার কাছে বিদায়

নিয়ে চলে আসলো বাইরে। একটু আগাতেই দেখলো কে জেনো দারিয়ে আছে। কাছে গিয়ে দেখলো অবনি।অবনি

কাদছে। কেন কাদঁছে তা অবনি নিজেও জানেনা।

নিলয়ঃ অবনি……….? অবনি তুমি কাঁদছো কেনো অনেক জোরে মেরেছি তাই না??? আর মারবো না আমি ডাকা চলে

যাবো। ( নিলয়ের গলার শুর ভারি হয়ে আসছে)

অবনিঃ না আপনি যাবেন না……( নিলয় অবাক হলো আর একটু হাসতে চাইলো।)

নিলয়ঃকেনো যাবোনা???……( আদূরে গলায়)

অবনিঃ জানি না শুধু জানি আপনি যাবেন না।।…..( নিলয় কিছু একটা ভাবলো)

নিলয়ঃঠিক আছে যাবোনা তবে একটা শর্তে………

অবনিঃকি শর্ত………….????

নিলয়ঃআমি তোমার ফাইনাল পরিক্ষা পর্যন্ত থাকবো।শর্ত হলো তোমাকে হিসাব বিজ্ঞানে A+ পেতে হবে।আর

আমিতো আছিই তোমাকে সাহায্য করবো।রাজি????

অবনিঃ ( কোন কিছু না ভেবেই)……… আমি রাজি।

নিলয়ঃ( নিলয় ২হাতে অবনির চোখ মুছতে মুছতে বললো) হয়েছে আর কান্না করতে হবে না। বললামতো আমি

যাবোনা।

অবনিঃআমি আপনার জন্য কাদি না।( অভিমানি সূরে)

নিলয়ঃতা হলে কি জন্য? অনেক ব্যাথা পেয়েছো তাই?…….. ( নিলয়ের এক হাত অবনির গালে যেই গালে থাপ্পর

দিয়েছিলো।)

অবনিঃহুম……….( নিচের দিকে মোখ করে লাজুক ভাব নিয়ে।)

নিলয়ঃok I am sorry এমন আর হবে না।( নিলয়ের কানে হাত দিয়ে।) অবনি আমি আসি, তুমি এখন বাসায় যাও

পড়তে বসো।আর খাবার খাবে এখনি রুমে গিয়ে মনে থাকবে? …. ( নিলয়ের হাত এখনো অবনির গালে)

অবনিঃ হুম ঠিক আছে।…….. ( এইবার অবনির হাত নিলয়ের হাতের উপর, অবনির গালে.)

নিলয়ঃgood night……….( হাসি মুখে) নিলয় চলে গেলো। এভাবে চলে গেলো আরো কিছুদিন। পরিক্ষার বাকি আর

১৫ দিন।অবনি ওনেক পড়াশুনা করে।নিলয়ও অবনিকে ২ বার পড়ায় সকালে আর বিকালে। বিকালে পড়াতে

পড়াতে অনেক দেরি হয়ে যায়। তাই নিলয় প্রতিদিন সন্ধায় বাইকে করে বাসায় দিয়ে আসে আর অবনির মার হাতে

সন্ধার নাস্তা করে আসে।

নিলয়ঃঅবনি আজ তুমি রিতাদের সাথে বাসায় চলে যাও।আমার আজ একটু কাজ আছে।ডাকা কিছু কাগজ পএ

পাঠাতে হবে।

অবনিঃঠিক আছে ছার। অবনি চলে গেছে অনেক সময় হলো।কিন্তু নিলয়ের বুকটা ধুক ধুক করছে।নিলয় ভাবছে

অবনি বাসায় গেছেতো? নানান ভাবনা ওর মাথায় আসছে।তাই নিলয় অবনিকে ফোন দিলো রিং হয় কিন্তু অবনি

ফোন ধরছে না।তাই আর এক মূহুর্ত দেরি করলো না। বাইক নিয়ে বেরিয়ে গেলো। অবনি যে পথে আসে সেখানে

একটা নির্জন বাগান আছে এই সময় কোনো মানুষ থাকেনা।এই পথের জন্যই অবনিকে ছার একা ছারে না। নিলয় দূর

থেকে দেখতে পেলো কয়েকটা ছেলে কি জেনো ঘিরে দারিয়ে আছে।নিলয় আরো দ্রুত ওখানে গেলো।ওখানে গিয়ে

নিলয় যা দেখলো তা ও আসা করেনি ছেলে গুলির মাঝে অবনি দারিয়ে আছে আর আজে বাজে কথা বলছে। নিলয়

গিয়ে ওখানে দারালো আর ছেলে গুলি পালালো। অবনি ভয়ে কাপছে কারন এই প্রথম এমন ঘটনার মুখামুখি। নিলয়

হাত ধরে অবনিকে বাইকে উঠালো। এক হাতে বেগ আর এক হাত দিয়ে নিলয়কে শক্ত করে ধরে আছে। অবনির

বুকের ভিতর ধুক ধুক করছে নিলয় সেটা বুঝতে পারতাছে।।

নিলয়ঃঅবনি………..?( আরো শক্ত করে নিলয়ের শার্ট ধরছে।) আর ভয় পেও না আমি আছিতো।আমারি ভুল হইছে কেন যে আমি তোমাকে একা ছারলাম।।

নিলয়ঃঅবনি……???

অবনিঃহুম……….( কথা বলতে পারছে না গলা কাপছে।)

নিলয়ঃঅবনি নামো বাসায় এসে গেছি।(অবনি নামলো কিন্তু এখনো কাপছে আর কাঁদছে। নিলয় অবনিকে কাছে

টেনে নিল আর অবনি নিলয় কে জোরে জরিয়ে ধরে আছে।)

নিলয়ঃএই দেখ আমার পাগলিটা এখনো ভয় পাইতাছে।দেখি আমার পাগলিটাকে।( অবনির মুখ দেখতে

চাইলো,অবনি দিলো না নিলয়ের বুকের ভিতরে মুখ লুকালো। আর ভাবছে সেই দিন ছার নিলার বাবাকে বলছে সে

একটা পাগলিকে ভালোবাসে আজ আমাকে তার পাগলি বলছে।তা হলে কি আমিই ছারের পাগলি?. ছারের ডাকে

ভাবনা শেষ হলো আর লাফ দিয়ে সরে গেলো।)

অবনিঃছার আসি……… নিলয়ঃঅবনি বাসায় কিছু বলনা সবাই ভয় পাবে আর আমি দেখছি কি করা যায়।

অবনিঃহুম……. আসি।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত