তুই আমার

তুই আমার

___বাবু তুমি এসেছো?আরে তুমি তো ঘেমে গেছ দেখছি আসো তোমার ঘাম মুছে দেই।
___ঝর এর আবাস পাইতেছি।আজকে কি খুব বেশী ঝর আসবে?
__কি বল বাবু ঝর আসবে কেন?
___না তুমি এতো মিষ্টি করে কথা বলছো আমি এতো লেইট করে আসার পরও এটা মাথায় ডুকছে না।
__কি বল তুমি এইসব?তুমি তো লেইট করেই আসবা আর আমি তোমার জন্য ওয়েট করবো সারাদিন।
__দেখ আসলে তাড়াহুড়া করে আসতে গিয়ে মোবাইল আর ব্যাগ টা বাসাতে ফেলে এসেছিলাম তারপর আবার এই গুলো আনতে গিয়ে দেরী হয়ে গেল সরি।
__রাখ তোর সরি তোর আমার সাথে দেখা করতে আসলেই লেইট হয় তুই এটা ভুলে যাস ঐ টা ভুলে যাস।গাড়ি পাস না আরো কতো কি?(খুব রেগে আছে)
___দেখ আমি কি ইচ্ছে করে করি নাকি?আমার ও তো ইচ্ছে করে আমার জান পাখি টার কাছে উড়ে যাওয়ার জন্য।
__থাক তুই আমি গেলাম।
বলেই উঠে চলে যাচ্ছে আমি তার হাত টা টান দিয়ে আমার কাছে নিয়ে আসি খুব কাছে।
__প্লিজ আর এমন করো না।অনেক কষ্ট করে এসেছি শুধু তোমার সাথে দেখা করার জন্য।
__আর আমি খুব আরামে এসেছি আরেক জন এর সাথে দেখা করার জন্য(অভিমান করে)
___আচ্ছা সরি বললাম তো।
___কিছু বলছে না
__ওকে এই দেখ কানে ধরলাম।এই দেখো না তুমি যতো খন না হাসবে আমি কিন্তু কান ছাড়বো না।
___ওকে দাঁড়িয়ে থাকো।আমি হাসবো না।
__এই প্লিজ দেখো এখানে কতো মানুষ দাঁড়িয়ে আছে আর কিভাবে তাকাচ্ছে দেখো।এবার মাফ করে দাও না।
__(তাকিয়ে আছে)
__কি এইভাবে তাকিয়ে আছো কেন?
__(তাকিয়ে আছে এখনো)
__আচ্ছা ঠিক আছে আমাকে যাদি তুমি সবার কাছে ছোট করে খুশী হও তাহলে করো।আমি আর কিছু বলবো না(একটু অভিমান এর ভান করলাম)
__হইছে আর ভাব নিতে হবে না কান ছাড়ো।
___ভাব তো তোমাদের সম্পত্তি আমি কি করে নিবো?
__কি বললা আমি ভাব নেই?
___তাহলে কিস করো। (দুষ্টুমি করে)
__কি????
___হুম। তাহলে মনে করবো তুমি ভাব নাও না।
___না করবো না।
__হুম আমি তো বলেই ছিলাম এটা তোমাদের সম্পত্তি আ……
কিছু বলতে পারলাম না কিস করে দিল। মেয়েটা পারে ও বটে আমাকে অনেক ভালবাসে।একটু রাগী তবে তার মন টা খুব কোমল।ও তার নাম টাই তো বলা হলো না।তার নাম আফসানা।ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। আর আমি হলাম আবির।অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি।দুই বছরের রিলেশন আমাদের।সে দেখতে তেমন বেশী সুন্দরি না। কিন্তু আমার কাছে তাকে পরির ছেয়ে ও সুন্দর বলে মনে হয়।তার বাকা ঠোটের হাসি টাই যথেষ্ট আমাকে ঘায়েল করানোর জন্য।আমি তার হাসিটার প্রেমেই পড়েছিলাম।আর যখন সে খুব রেগে যায় একদম বাচ্চা দের মতো দেখতে লাগে।আসলে এক কথায় বলতে গেলে প্রিয় মানুষ টার সব কিছুই ভাল লাগে সবার কাছেই।হোক না সে দেখতে অসুন্দর তবুও সত্যি কারের ভালবাসার মানুষ টার কাছে সে পরির চেয়ে ও সুন্দর।হঠাৎ ফোন টা বেজে উঠলো চেয়ে দেখি আফসানা কল দিয়েছে
আমি__হুম কি করো?
আফসানা__এইতো বসে আছি।তুমি
আমি__তোমার কথায় ভাবছিলাম।
___হুম মিথ্যা বলার আর জায়গা পাও না তাই না? অন্য কোন মেয়ের কথা ভাবছিলে আর এখন আমি ফোন দেওয়াতে বলছ আমার কথা ভাবছিলে।
__আরে সত্যি তোমার কথায় ভাবছিলাম।
___তাহলে তুমি নিজেয় আমাকে কল দিতে।
___আরে তুমি কল টা না দিয়ে দেখতে আমি দেই কি না?
__হুম বুচ্ছি মিথ্যুক একটা।কাল বিকালে চলে এসো দেখা করবো।
__আচ্ছা চলে আসবো।আমরা যেখানে সব সময় দেখা করি সেখানেই তো?
___হুম।
__ওকে।
পরের দিন আসার সময় আমি যেই গাড়িতে ছিলাম সেটা এক্সিডেন্ট করে।আমার সাথে যেই যাত্রিরা ছিল তাদের অনেকের হাত পা ভেঙ্গে গেছে।তাদের কে হস্পিটালে নিয়ে ভর্তি করাতে করাতে পাচ টা বেজে গেল। আর আমার পায়ে একটু ব্যাথা পেয়েছি তাই হাটতে অসুবিধা হচ্ছে।খুরিয়ে খুরিয়ে হাটতে হচ্ছে।অনেক দেরি হয়ে গেছে তাই আর দেরি না করে রওয়ানা দিলাম। আফসানা হয়তো অনেক্ষণ ধরে অপেক্ষা করছে।এই অবস্থা নিয়ে যেতে যেতে আরো আধা ঘন্টা লেগে গেল।গিয়ে দেখি আফসানা চলে গেছে। ফোন দিতে গিয়ে দেখি মোবাইল টা ও বন্ধ হয়ে আছে।অন করে ফোন দিলাম দেখি আফসানার মোবাইল টা বন্ধ।কয়েক বার ট্রাই করার পর আর করি নি।তারপর ডাক্তার এর কাছে গিয়ে কিছু ঔষধ নিলাম ব্যাথা অনেক করছে তাই না নিয়ে পারলাম না।বাসাতে এসে বিছানায় শুতেই ঘুম পেয়ে গেল। তাই রাতে আর তাকে কল দেওয়া হল না।
সকালে ঘুম ভাঙ্গার পর মোবাইল টা নিয়ে দেখলাম আফসানার একটা ও কল নেই।এমন তো করে না কোন দিন।যতোই রাগ হোক না কেন সে সকালে আমাকে একটা এস এম এস হলেও দেয়।কিন্তু আজ কোন ফোন নাই এস এম এস ও নাই।তাই দেরী না করে উঠে চলে গেলাম তার কলেজ এর উদ্দেশ্যে।অনেক ক্ষণ পর দেখলাম আফসানা আসছে।তার সামনে গিয়ে দাঁড়ালাম আমাকে কোন পাত্তা না দিয়ে চলে গেল।আমি তার হাত টা ও ধরলাম সে ছাড়িয়ে নিল।মনে হয় খুব রেগে আছে।
কলেজ ছুটির পর সেইখানেই দাঁড়িয়ে আছি। আফসানা সকালের মতোই চলে যেতে লাগলো
___আফসানা কি হয়েছে তোমার? এমন করছো কেন?
__এই কে আপনি?
__দেখো কি কারণে কাল আসতে দেরি হয়েছিল সেটা তো শুনবে?
__আমার কোন কিছুই শুনা লাগবে না।
বলেই চলে গেল
সে একটা বার ও তাকালো না আমার দিকে ভাল করে।যদি তাকাতো তাহলে নিশ্চয় জিজ্ঞেস করতো আমার পায়ে কি হয়েছে।কাল তার সাথে যে করেই হোক কথা বলতে হবে।
আজ আবার দাঁড়িয়ে আছি তার জন্য কালকের জায়গা তেই।ওইতো আসছে
তার চোখে নিচে কেমন যেন ফোলা ফোলা চোখ দুটি লাল হয়ে আছে।
__আফসানা তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার শুনতেই হবে।
__বললাম না আমি কিছু শুনতে চাই না।আর শুনুন আমার বিয়ে ঠিক হয়ে গেছে আপনার সাথে কথা বলতে কেও দেখলে প্রব্লেম হবে আপনি চলে যেব প্লিজ(সে কথা গুলো নিচের দিকে তাকিয়ে বলছে হয়তো চোখে চোখ রেখে বলতে পারবে না তাই)
এই কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল তাই তার হাত ধরে বললাম চলো
___ছাড়ো আমাকে আমি চিৎকার করবো(কিন্তু করছে না আমি তাকে টেনে একটু আড়ালে নিলাম)আমাকে এখানে কেন এনেছো বললাম না আমার বিয়ে ঠিক হয়ে আছে।
ঠাসসসসসস মারলাম একটা চর ইচ্ছে করছে আরো কয়েক টা দেই
___এই কি হয়েছে হ্যা আমি কতোবার করে বলছি যে আমার কথা টা শুন তারপর ও কেন এমন করছিস।
__সে একদম ভয়ে চুপ করে আছে।
__আরে ঐ দিন আমি এক্সিডেন্ট করেছিলাম একটা বার যদি আমার দিকে ভাল করে তাকাতি তাহলে বুঝতে পারতি।(আমার দিকে অবাক দৃষ্টি তে তাকিয়ে আছে আর উপর থেকে নিচ পর্যন্ত দেখছে কিছু বলতে যাবে আমি তখনি বলি)
__চুপ আগে আমি শেষ করবো তারপর কথা বলবি।আরে ভালই তো বাসিস না তাহলে এমন করছিস কেন?(চোখ দিয়ে পানি পড়ছে আমার)আরে ঐ দিন আসার সময় আমি যেই গাড়িতে ছিলাম সেইটা এক্সিডেন্ট করে।সবাই কে হস্পিটালে ভর্তি করে নিজের শরিরের দিকে নজর না দিয়ে ছুটে গিয়েছিলাম তোর কাছে তুই সেইখানে ছিলি না।এটাই বলতে চাইছি এই দুই টা দিন ধরে। আর কি বলছিলি তোর বিয়ে ঠিক হয়ে গেছে তাই না? এই শুন(তার কোমরে হাত দিয়ে কাছে এনে)তুই আমার। তুই আমার ছিলি তুই আমার হবি দরকার পড়লে তোকে তুলে নিয়ে যাবো তাও তুই আমার।
আফসানা কান্না করছে আর আমার বুকে মুখ লোকাল।আর বলতে লাগলো
__সরি আবির আমাকে মাফ করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি।
__আমাকে দিয়েছো আর নিজে পাও নি? চোখ দুটি তো ফোলিয়ে ফেলেছো।
__হুম তোমাকে যে বড্ড বেশী ভালবাসি। জানো এই কয়দিন কিছুই খেতে পারি নি।শুধু কেঁদেছি।
__তাহলে তুমি যে বললে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে?
___কি ভেবেছো আমি চলে গেলে শান্তিতে থাকবে কখনো না তোমাকে আমি বাকি জিবন টাও জ্বালাবো।ওটা আমি রাগ করে বলেছি।
___নারে তুই তো আমার শান্তি তোকে ছাড়া কি আমি বাচতে পারবো?আর আমিও তোর জ্বালাতে জ্বলতে চাই।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত