তুলি : এই তুই এতোক্ষন কোথায় ছিলি হে ; আমি সেই কখন থেকে তোর জন্য এই খানে দাড়িয়ে আছি । তুই যানিস
আমি এখানে তোর জন্য কতোক্ষন দাড়িয়ে আছি আর তুই এতোক্ষন পড়ে এখন আসলি । বল এতোক্ষন কোথায়
ছিলি বল ?
____রাফি : তুই আমাকে কিছু বলতে দিলি এসেছি হতে তুই সেই তোর বকবকানি শুরু করে দিলি ।
-তুলি
: কি আমি বকবকাই খালি ? আমি যে তোর জন্য এই রোদের মধ্যে তাও আবার রাস্তায় দাড়িয়ে ছিলাম তা কিছু না ? –
রাফি : না তা কিছু না ; তুই সব সময় আমার সাথে এই ভাবে মেঝাজ দেখিয়ে কথা বলিস । কেন তুই আমার সাথে
একটু মিষ্টি করে কথা বলতে পারিস না ? -তুলি : তোর সাথে মিষ্টি করে কথা বলতে আমার বয়ে গেছে । যাহ আজ
থেকে তোর সাথে আমার কথা বন্ধ , দেখা করা বাদ এবং ফেস বুকিং ও বাদ সব জাগা থেকে তোর সাথে ব্রেক আপ
করে দিলাম যা । -রাফি : আশ্চার্য ! তুই আমার সাথে এই রাস্তার মধ্যে ঝগড়া কেন করতাছিস । আমার আসতে দেরী
হয়েছে , কারন আমার একটু কাজ ছিলো তাই । -এখন চল রোদের মধ্যে না দাড়িয়ে থেকে ।
___তুলি : না আমি যাবো না আর তোর সাথে কথা ও বাদ ।
___রাফি : ওকে বাবা ঠিক আছে আর দেরী হবে না কখন ও -তুলি : কানে ধরে বল ; যে এমন আর হবে না । -রাফি : এই কানে ধরলাম এবার তো চল ।
_____হাসতে হাসতে দু জন গিয়ে বসলো ওদের সেই ছোটবেলার জাগায় , যেখানে ছোটবেলায় ও এসে নানা দুষ্টামি করতো । -রাফি এবং তুলি ওরা দুজন ছোটবেলা থেকে ই একসাথে বড় হয়েছে । এখন ও এক সাথে ই পড়ালেখা করে । ” ”
_______প্রতিদিন সকালে রাফি একটা করে পুতুল নিয়ে এসে তুলি কে গুড মনিং যানিয়ে যায় । -আজ ও তার ব্যতিক্রম না , একটা পুতুল নিয়ে
সোজা তুলির রুমে গিয়ে হাজির । -গিয়ে দেখলো যে তুলি ঘুমাচ্ছে , রাফি ভাবলো যে একে একটা ভয় লাগাই । তারপর
রাফি পুতুল টা রাফির মুখ বরাবর রেখে পিছন থেকে হাত দিয়ে পুতুল টা ধরে রাখছে । ওর সেই পুতুল ওয়ালা মুখ টা
নিয়ে তুলির মুখের কাছে চিত্কার করে উঠলো । – তুলি ও ভয় পেয়ে বিচানা থেকে লাফিয়ে উঠলো । _
__তুলি : এটা কি রাফি ?
__রাফি : আশ্চার্য দেখিস না এটা একটা পুতুল ।
__তুলি : হ্যাঁ দেখি । এটা আনছিস কেন ? আর এই ভাবে কেউ ভয় লাগায় ? আমি খুব ভয় পেয়েছি ।
__রাফি : এটা তোর গিফট আর ভয় পাবার জন্য ই তো এটা করলাম ।
____তুলি : আচ্ছা গিয়ে ডাইনিং এ বস আমি রেডী হয়ে আসতেছি ।
___রাফি : তোর জন্য একটা গিফট আনলাম তার জন্য একটা থ্যাংকস তো দে ।
-তুলি : থ্যাংকস । এখন যা -রাফি : একটা কিস কর তারপর যাবো ।
-তুলি মা বলে একটা চিত্কার দিলো । তা শুনে রাফি ও আন্টি বলে চিত্কার দিয়ে চলে গেলো তুলির রুম থেকে ।
-ব্রেকফাস্ট শেষ
করে রাফি আর তুলি ভারসিটির উদ্দেশ্য রওয়ানা দিলো । যার যার কাজ কর্ম শেষে করে আবার ওদের দুজন ওদের
বিকালে বসার যাগায় গিয়ে বসলো ।
– তুলি ____রাফি তুই লেখাপড়া করিস না কেন । সামনে তোর পরিক্ষা কি দিবি
পরিক্ষা তে রাফি____ এই শোন তোর মাথায় এই পড়ালেখা ছাড়া আর কিছু নেই ।
তুলি : না নেই । কেন তুই কি
ভাবতাছিস । রাফি : তুলি তোর প্রেম করতে মন চায় না ? তুলি : না চায় না । তোর চায় বুঝি রাফি ?
___হ্যাঁ চায় । চল
তুই আর আমি প্রেম করি তুলি : কি বললি তুই আর আমি ? রাফি : না মানে বলছি তুই অন্য একটা ছেলের সাথে প্রেম
করবি আর আমি অন্য মেয়ের সাথে । তুলি বলল , রাফি তুই ঐ যে একটা মেয়ে যা ওর সাথে প্রেম কর আমি গেলাম ।
– ______পরের দিন তুলি রাফি কে ফোন দিলো যে আজ বিকালে এমুক যাখায় দেখা করবি । আজ আমরা শুধু
ঘুড়বো । -আজ তুলির জন্মদিন তাই রাফি ওর জন্য আজ ও একটা বড় পুতুল কিনলো । রাফি এসে দেখে তুলি ওর
আগে এসে বসে আছে । রাফি হাত দুটো পিছে রেখে ওর পাশে বসে তুলি কে বললো হ্যাপি বার্থ ডে । তুলি বললো
থ্যাংকস । রাফি এবার পিছন থেকে পুতুল টা এনে তুলির সামনে দরলো । – তুলি পুতুল দেখে মেঝাজ গরম করে রাফি
কে বলতে লাগলো যে তোকে না বলেছি আজকে এই সব আনতে না তার পরে ও এটা নিয়ে আসলি এতো বঢ এটা
নিয়ে হাটা যায় এই বলে পুতুল টা রাস্তার মাঝে ছুড়ে মারলো । এটা দেখে রাফির হাসি মুখ টা বেজার করে ফেললো ।
তুলি তোর সাথে আজ আর ঝগড়া করবো না । তবে এখন তুমি আমাকে সুন্দর করে বলো যে পুতুল টা নিয়ে আসতে
ওটা আমার কাছে ই রাখবো যতক্ষন ঘুড়বো ততক্ষন পর্যান্ত । -তুলি ওকে ভালোবেসে ই বলতাছি যাও বাবু গিয়ে ঐ
পুতুল টা এনে দাও । -সাথে সাথে রাফি উঠে হাসতে হাসতে পুতুর টা আনতে রাস্তার তে গেলো । পুতুল টা তুলে মাথা
টা উঠিয়ে সামনা তাকাতে ই দেখতে পেলো একটা কার আর তখন ও একটা চিত্কার দিলো আর সেই চিত্কার টা ই
ছিলো ওর শেষ চিত্কার ।
____রাতে যখন তুলি ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে আর সেই পুতুল টায় রাফির লেগে
থাকা রক্ত গুলা মুছতাছে আর হঠাত্ পুতুলের উপর জোরে চাপ লাগাতে পুতুল বলে উঠলো আই লাভ ইউ তুলি হঠাত্
এটা শুনে ও আবার পুতুল টা কে চাপ দিলো ওটা আবার বলে উঠলো তারপর তুলি একে একে সব পুতুল গুলি বাজিয়ে
দেখলো সব পুতুল গুলা এক টা ই কথা বলছে আই লাভ ইউ । -তুলি চিত্কার করে বলতাছে আর কান্না করতাছে পুতুল
গুলা কে জরিয়ে ধরে যে তুই আমাকে আগে কেনো বলিস নি যে আমায় ভালোবাসিস ?