নির্ঘুম

নির্ঘুম

বাহিরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে।নিধী আনমনে মুগ্ধ হয়ে তাকিয়ে সেটা দেখায় ব্যস্ত।রফি সেই সুযোগে নিধীর পেছন থেকে জড়িয়ে ধরে কানের একদম কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো “ভিজতে ইচ্ছা করছে?”
– হুম,কিন্তু জানি তুমি ভিজতে দিবানা।[নিচু স্বরে]
– উম্ম..ওকে চলো।
– কোথায়?
– ভিজবো।
– সত্যি![লাভিয়ে উঠে]
– হুম।
– ওয়াও..ওয়াও..ওয়াও।
তারপর দুজন ছাদে চলে গেলো বৃষ্টি বিলাসিতা করতে।
খোলা আকাশের নিচে দুজনের উপস্থিতি যেনো বৃষ্টির বেগ দ্বিগুণ করে দিলো।যেটা দেখে নিধী খুশিতে আরো বেশী লাফাতে লাগলো।আর রফি স্থির হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো পাগলী মেয়ে উতফুল্ল ভরা মনে পাগলামো গুলো।
তার কিছুক্ষণ বাদে হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলো,ব্যস মেয়েটা লাফালাফি ছেড়ে সোজা দৌড়ে এসে রফির বুকে মুখ লুকালো।
রফি তখন আলতো ভাবে জড়িয়ে ধরে বললো “ভয় পেয়েছো?”
– হুম।[কাঁপা স্বরে]
– তো..ঘরে যাবা?
– হুম,চলো চলো।
তারপর দুজন ঘরে গিয়ে চেঞ্জ করে কম্বল গায়ে শুয়ে পরলো।এর মাঝ দিয়ে কখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে অজানা।
মাইকে আজান শুনে রফি বললো “রান্না করবানা?”
– একটু পর,শরীর খারাপ লাগছে।
– উম্ম..কি খাবা বলো?
– খিচুরি আর ইলিশ মাছ ভাজা।
– ইলিশ মাছ কোথায় পাবো?
– বাজারে।
– এখন!
– আমি কিছু জানিনা।
– ওকে।
– আর শোনো।
– হুম।
– বাজারে যখন যাচ্ছো তাহলে একবারে তেঁতুলের আচার নিয়ে এসো।
– তেঁতুলে আচার দিয়ে কি করবা।
– খাবো,হিহিহি।
– হাসছো কেনো?
– বুঝবা না,যাও।
অতঃপর রফি ছাতা হাতে বাজারের উদ্দেশ্যে বেড় হলো।
তারপর মাছ আর তেঁতুলের আচার কিনে বাসায় ফিরলো।

রফি মাছ কাটছে আর নিধী বসে সেটা দেখছে এবং আচার খাচ্ছে।
এমন অবস্থায় রফি রসিকতার ছলে বলে উঠলো “এতো আচার খাচ্ছো কেনো,বেবি হবে নাকি?”
তখন নিধী বললো “বুঝবানা,চুপ থাকো।
ব্যস,রফির মনে সন্দেহ বিশাল রূপ ধারণ নিতে লাগলো।
– বুঝিয়ে বলো।
– এখন না,পরে।
– ওহ্ গড,এখনি বলো প্লিজ।
– সবকিছুর একটা সময় থাকে।
– সময়টা কখন আসবে শুনি।
– আসলে বুঝবা।
– তুমি বলবানা তাইতো?[রাগি স্বরে]
– নাহ্।
– ওকে বলতে হবে না।[অভিমানী সুরে]
বলে রফি মাছ কাটা শেষ করে কিচেনে চলে গেলো।তারপর নিজ দায়িত্বে ভুনা খিচুরি আর ইলিশ মাছ ভাজা রান্না করে নিধীকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলো।
এর মাঝে দুজনের মাঝে কোনো কথা হয়নি।
.
রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই।
রফি অন্যপাশে ঘুরে চোখ খুলে শুয়ে আছে আর নিধী অপেক্ষায় আছে তিন কাটা এক হবার।
কিছুক্ষণ বাদে যেইনা কাটা গুলো একসাথে হলো ওমনি নিধী জগ থেকে রফির মুখে পানি ঢেলে দিলো।
যেটা রফির রাগ দ্বিগুণ করে দিলো।এমন অবস্থায় রফি নিধীকে কিছু বলতে যাবে তখন নিধী বলে উঠলো “তুমি আব্বু হতে চলেছো।”
বাক্যটা শুনে বেচারা রফি খুশি আর দুঃখে মাঝে দোটানায় পরে গেলো।
– তোমার কাজ গুলো মাঝে মাঝে নির্বাক করে দেয়।এ কেমন খুশির খবর দেওয়ার স্টাইল?
– হিহিহি,তোমায় জ্বালানোর যে ছিলো।
“দাঁড়াও আজ আমি তোমায় জ্বালাবো” বলে কোলে তুলে ঘোরাতে লাগলো।
– ওই নামাও নামাও,নাহয় ব্যথা পাচ্ছিতো।
– আমায় জ্বালানোর ঝাল।
– বেবি ব্যথা পাবে।
কথা কানে পৌছাতে রফি স্থির দাঁড়িয়ে নিধীকে কোল থেকে নামিয়ে দিলো।
তারপর বললো “এই বেবির নাম কি রাখবা?”
– জানিনা।
– আমি বলি?
– এখন না।
– কেনো!
– বেবি হওয়ার পর যে নাম মনে আসবে সেটা রাখবো।
– ছেলে হবে না মেয়ে?
– আমি দেখছি?
– ওওও,তাও ঠিক।আচ্ছা বেবি তোমার মতন হবে না আমার মতন?
– হইলে দেখতে পাবা।
– রেগে আছো?
– জ্বি না।
– সত্যি!
– হুম।

বৃষ্টি শেষে বাহিরে শীতল বাতাস বইছে।যেটা জানালা দিয়েও হালকা প্রবেশ করছে।
তবে সেটার পরিপূর্ণ স্বাদ নিতে নিধী জানালা ধরে গিয়ে বাহিরে তাকিয়ে রইলো।
দূর দূর পর্যন্ত অন্ধকার,আবছা আবছা দুএকটা বাড়ি ছাড়া কিছু দেখা যাচ্ছেনা।তবুও তাকিয়ে থাকতে ভালো লাগছে।
কিছুক্ষণ বাদে রফি এসে পেছন থেকে জড়িয়ে ধরে বললো “একটা বাজে,ঘুমাবা না?”
– একটু পর।
– এখ……
– বেবি হওয়ার পর তুমি আমায় আদর করবানা তাইনা?
– হায়রে,এর জন্য রেগে আছো?
– হুহ্।
– তোমায় আদর না করে থাকছি কখনো?
– পরে করবানা জানি।
– আর যদি করি!
– করবানা বললামতো।
– যদি তাই হতো তবে তোমার সব জ্বালা চোখ বুজে সহ্য করে নিতাম না।অনেক আগে নতুন একটা বিয়ে করে ফেলতাম।
– আমি তোমায় জ্বালাই?[ঘাড় ঘুরিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে]
– ওরে বাবা না।
– বললা যে?
ভুলক্রমে বলা কথায় ঘটনা বিগড়ে যেতে পারে ভেবে রফি নিধীর ঘারের কাছ থেকে চুল গুলো সরিয়ে ঠোঁটের আলতো ছোঁয়া দিয়ে বলতে শুরু করলো-
ছন্দহীন কাব্যের কবিতা তুমি,
আমার জিবনের গল্প।
দিশেহারা চলার পথে,
বিরতিহীন সঙ্গ।
মুক্তো ঝরা হাসি তোমার,
দেহেতে রূপের বাহার।
হরিণেয় ন্যায় চলাচল যে,
করে ফিরে মোরে মুগ্ধ।

…………..……………………………  সমাপ্ত  ………………….…………………….

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত