নুপুর

নুপুর

– আমি খুব তাড়াতাড়ি বগুড়া আসছি, তোমাকে সরাসরি দেখার জন্য।
– আসা লাগবে না, আমি ইনবক্সে ছবি দিচ্ছি।
– আমি কি আসলে খুব সমস্যা হবে?
– সমস্যা না, তবে আমি তোমার সাথে দেখা করতে পারবনা।
– তাহলে তো আমার গিয়ে লাভ নেই! ফলাফল শূণ্য।
– তুমি দুধের স্বাদ ঘোলে মিটাও।
– এটা কোন কথা বললে? সেই দ-ুবছর আগে থেকে প্লান করে আসছি, আর আজ বলছ দুধের স্বাদ ঘোলে মেটাতে!
– টপিক বাদ দাও! তোমার আসা লাগবে না, এই যে কিছু ছবি দিচ্ছি।

তারপরে সে দু-পাঁচটা ছবি দিলো ইনবক্সে। দেখতে আহামরি সুন্দর না, তবে চোখে অসম্ভব মায়া কাজ করে, আর ওর কন্ঠটা অসাধারন! প্রায় ২৪টি গান শুনিয়েছে আমাকে। ভাবছি একটি এ্যালব্যাম বের করব।

ওর সাথে আমার পরিচয় আননোন নাম্বরে, ২০১৩ এর শুরুতে। তখন আমি ক্লাস নাইনে পড়তাম, ও পড়ত ক্লাস এইটে। প্রথমে ও আনইজি ফিল করত, তবে ওর কন্ঠ টা সুন্দর হওয়ায় আমি ওকে নিয়মিত কল করতাম।
এ নিয়ে ওর বাবার কাছে কম বকা শুনিনি, তবুও থেমে থাকিনি। ওর মা ছিলো গম্ভীর টাইপের! আমি কল দিলে মাঝে মাঝে সে ধরত, আর সেই আকারের বকা দিত।
এভাবেই চলে গেল দুবছর। তখন আমরা অনেক ঘনিষ্ঠতা অর্জন করেছি। হঠাৎ সে একদিন কল দিতে কাঁদতে কাঁদতে বলে আমাদের মাঝে যা কিছু হইছে সব ভুলে যেতে। আমি জানতে চাইলাম বিষয়টা কি? সে বলল আমাদের মাঝে খারাপ কিছু ঘটতে যাচ্ছে।

সে হয়ত আমার প্রতি দূর্বল নয়ত না। কিন্তু আমি ওর প্রেমে পড়ে গেছিলাম। ভেবে পাচ্ছিলাম না কি করব আমি?
ও কে ছাড়া থাকাটা কস্টের!
সেদিন থেকে ও আর কল করেনি, আমাকেও কল করতে নিষেধ করে। আমিও কল দিতাম না।

অজানা কষ্ট বুকে চেপে আমি কলেজে ভর্তি হই। নতুন বন্ধু-বান্ধবী পেয়ে ওকে ভুলে থাকতে চেস্টা করতরতাম
পারতাম ও!
কলেজে ভর্তি হওয়ার পর ফেসবুকে সময় দিতাম বেশি। আমি ওর আইডি টাও খুজতাম, পেতাম নাহ্। কত শত নাম পেতাম কিন্তু ও’রটা পেতাম না।
এভাবেই চলতে থাকে আমার দিন। সে ও হয়ত নতুন কাউকে খুজে নিয়েছে। নয়ত সেও আমার মত কস্টে আছে
কোন এক মাধ্যমে আমি ওর আই ডি টা পেয়ে যায়। তবে সেটা ছিলো ছদ্দনাম। “Megh Konna” কি চমৎকার নাম তাইনা?

তার পরে উপরের কথোপোকথন হয়েছিল। তখন আমার ইন্টার পরীক্ষা চলছে, নতুন করে তার সাথে ৪মাস মত কথা হয়েছিলো। পুরাতন জমানো কথা। নতুন করে ঘর বাধার প্রয়াশ।

তবে ও আগের মত ছিলোনা, কেমন যেন হয়ে গিয়য়েছিল। আমি ওর সাথে কথা বলতে আনইজি ফিল করতাম।
মাঝে মাঝে ও আমাকে বকা দিত। আমি মাইন্ডে নিতাম না। তবে সে ঠিকিই মন থেকে বকত।
চলতে থাকে কিছু দিন। শেষের কিছুদিন শুধুই ঝগড়া হত। আমি ওর কথা হজম করতে পারতাম না। ওর সাথে শেষ কনভার্সেশন ছিল এমনঃ
– আমি কি তোমার বিরক্তিকর কেউ?
– প্রায়। মাঝে মাঝে তোমাকে সহ্য হয়না।
– আচ্ছা, তাহলে আমার তোমার থেকে বিরত থাকা উচিৎ।
– তোমার ইচ্ছে।
তারপরে ওকে ব্লক করি। সেই থেকে আজ ৬মাস ওকে ছাড়ায় ভালো থাকার ব্যর্থ চেষ্টা করছি। তবুও খুব খুব ভালো থাকুক সে।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত