তুই না তুমি

তুই না তুমি

_এই যে,,,,,একটু শুনবেন,,,,
আমি একা একা আমাদের গ্রামের মাঠে বসে আছি,,, মাঠটা অবশ্য রাস্তার পাশেই,,,, একা একা বসে কিছু একটা কল্পনা করতেছিলাম,,, ও হ্যা মনে পড়েছে,,,, এবার ছুটিতে কি করব তাই ভাবছি,,,, তো পিছন ফিরে তাকালাম,,, দেখলাম একটি মেয়ে,,,, মেয়েটি খুব সুন্দর,,,, চোখে কাজল,,,, মুখে হালকা মেকাপ,,,, কপালে ছোট একটি টিপ,,, গায়ের রং ফরসা,, খুব মিষ্টি,,, এক কথায় অসাধারণ,,, তো আমি আশে পাশে তাকালাম,,, দেখলাম কেউ নেই,,,, ও একটা কথা,,, আমায় তো আপনারা চিনেন,,, নতুন করে আর কি পরিচয় দিব,,,, তারপরও দিই, কি বলেন,,,, আমার নাম মোঃ আরিফুজ্জামান আরিফ,,,, আমি সবেমাত্র স্কুল পার হয়েছি,,,, এখনও কলেজ অবশ্য যেতে পারি নি,,, কারণ আমার রেজাল্ট আসে নি এখনও,,,, পরিচয় তো হয়ে গেল এবার গল্পে ফিরা যাক,,,,
_একটু শুনবেন,,, প্লিজ,,,, (মেয়েটি)
_কাকে বলছেন,,,, (আমি)
_আপনাকে,,, আপনি ছাড়া তো আশেপাশে আর কেউ নেই,,,,
_আচ্ছা,,, বলুন কি বলবেন,,,,
_আচ্ছা,,, এই গ্রামের নাম কি,,,,
_এই গ্রামের নাম হলো বালাগ্রাম,,, কিন্তু কেন,,,,
_আসলে এই গ্রামে আমি নতুন,,, আর আমার মামার বাড়ি এই গ্রামেই।,,,,
_ওহহ,,, তো আপনার মামার বাসা কি এর আগে আসেন নি,,,,
_না ভাই,,,,
_আচ্ছা,,, আপনার মামার নাম কি,,,,
_আমার মামার নাম,,, করিম,,,,,,
_ওহহ,,, করিম চাচার ভাগ্নী আপনি,,,
_হুম,,, আপনি মামাকে চিনেন,,,
_হুম,,, চিনি,,,, চলেন আপনাকে পৌছে দেই,,,,
_আচ্ছা,,,,
_আপনি আমার পিছন পিছন আসুন,,,,
এই বলে করিম (ছদ্মনাম) চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম,,, করিম (ছদ্মনাম) চাচা খুব ভালো মানুষ,,, তো করিম (ছদ্মনাম) চাচার বাড়িতে পৌছে দিয়ে চলে আসলাম,,,,
ভাবতে লাগলাম,,, মেয়েটির কথা,,, এত সুন্দর মেয়ে হতে পারে,,, আমি তো ত্রাশ খেলাম ভাই,,, এখন কি হবে আমার,,,, মেয়েটির সাথে আমার এখনও পরিচয় হয় নি,,, কি নাম হতে পারে,,,, যে মায়াবী চেহারা নামটা অবশ্যই সুন্দর হবে তার চেহারার মত,,,,
কেটে গেল তিনদিন,,,,
হঠাৎ মেয়েটির সাথে দেখা,,,, মেয়েটি তার মামাতো ভাই সজীব (ছদ্মনাম) এর সাথে ঘুরতে এসেছে আমাদের এদিকে,,, আমি অবশ্য বাড়ির বাইরে বসে গল্প লিখতেছিলাম,,,, জানেন তো গল্প লেখা আমার অভ্যাস,,,, তো মেয়েটি এসে আমায় বলল,,,
_আচ্ছা,,, আপনি সেদিন আমায় রেখে সাথে সাথে চলে গেলেন কেন,,, (মেয়েটি)
_তো কি করতাম,,, (আমি)
_আপনার সাথে তো আমার পরিচয় হয় নি,,,,
_তো হয়ে যাবে,,,
_আচ্ছা,,, আমার নাম রিমা,,,,
বলেই হাত বাড়িয়ে দিলো,,, আমি কি করব ভেবে পাচ্ছি না,,, তবুও হাত বাড়িয়ে দিলাম,,,
_আমি আরিফ,,,,, (আমি)
_আচ্ছা,,, আপনি কি করেন,,,, (রিমা)
_আমি,,, এই তো এক্সাম দিয়ে বেকার সময় পার করতেছি,,,,
_বলেন কি,,, আপনিও এবার এক্সাম দিলেন,,, (হেসে হেসে)
_হুম,,, আপনিও নিশ্চয় দিয়েছেন,,,
_হুম,,, তাহলে তো আমরা ক্লাসমেট,,,
_হুম,,,
_আমরা কি বন্ধু হতে পারি ,,,,
_অবশ্যই,,,
_তাহলে আজ থেকে কোনো আপনি নয়,,,, তুমি করে বলবে,,,,
_আচ্ছা,,,, বন্ধুদের মাঝে তো তুই বেশি ব্যবহার হয়,,,,
_না,,, তুমি করেই বলবে,,,
_আচ্ছা,,,
আর কোনো কথা না বলে রিমা চলে গেল,,, যাইহোক বন্ধুত্ব তো হলো,,, অচেনা একটা মেয়ে আজ আমার ফ্রেন্ড হয়ে গেল,,, কি আজব,,,, মাথায় নষ্ট,,,,
তো আবার ২ দিন পর,,, রিমা আমার বাড়ির সামনে এসে আমায় বলল,,,
_কি করছো,,,, (রিমা)
আমি গল্প লিখতেছিলাম,,,একটু অন্যমনষ্ক হয়ে,,, তাই চমকে উঠে রিমার দিকে তাকালাম,,,, রিমাকে খুব সুন্দর লাগছে,,, কি মায়াবী মুখ,,,,, আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি,,,,
_ কি হলো,,,,, কিছু বলছো না যে,,,, (রিমা)
_ এই তো,,, গল্প লিখছি,,, তুমি হঠাৎ এই দিকে,,, (আমি)
_আসলাম,,, তোমাকে দেখতে,,, তুমি তো আমার খবর নিবে না,,,
_ওহহ,,, সরি,,, তোমার মামার বাড়ির ওদিকটায় যাওয়া হয় না তো তাই,,,,
_আচ্ছা,,,, কি গল্প লিখছো,,,,
_একটা প্রেমের রোমান্টিক গল্প,,,,
_আচ্ছা,,,, তো গল্পের নাম কি,,,,
_”অভাগা”,,,,,
_মানে,,,,
_গল্পের নাম “অভাগা”,,,,
_ওহহ,,, আচ্ছা,,,,
_হুম,,,
_তো তোমার ফোন টা একটু দিবা,,,,
_কেন,,,
_দরকার আছে,,,,
_দাড়াও গল্পটা আগে পোষ্ট করে নি,,,
_আচ্ছা,,,
গল্পটা পোষ্ট করে রিমার হাতে ফোন দিলাম,,, রিমা কি যেন করে আবার আমায় ফোন দিলো,,,, সেদিনের মত চলে গেল রিমা,,,,
তো সেদিন রাতে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো,,,, মেসেজের নিচে ছোট করে “r” দেওয়া,,, আমার বুঝতে বাকী রইলো না এটা রিমা,,,
_কি করছো,,,, “r” (রিমা)
_গল্প লিখি,,, তুমি (আমি)
_আচ্ছা,,, গল্প লেখা ছাড়া আর কি কোনো কাজ নেই তোমার,,,
_না নেই,,,,
_আচ্ছা,,, কালকে দেখা করতে পারবা,,,
_কোথায়,,,,
_পাশের ফাকা মাঠটায়,,,,
_আচ্ছা,,, ঠিক আছে,,,
_আচ্ছা,,, দেখা হচ্ছে কালকে,,,
সারারাত কেটে গেল,,,, ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা খেলাম,,, দেখতে দেখতে ১০টা বাজল,,,, আমি চলে গেলাম পাশের সেই খোলা মাঠটায়,,, গিয়ে দেখি রিমা এখনও আসে নি,,,, তো অপেক্ষা করতে লাগলাম,,, কখন আসবে,,,, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে চলে যেতে লাগলাম,,,, এমন সময়,,,
_আরিফ,,, দাড়াও,,,, (রিমা)
_হুম,,, বলো,,, (আমি)
_আমি না তোমায় কিছু বলতে চাই,,,
এমন সময় আমার বন্ধু তালেব ফোন দিলো,,,,
রিমাকে বললাম,,,,
_জাস্ট এক মিনিট,,,, প্লিজ,,,
বলেই ফোন রিসিভ করলাম
_আরিফ,,, কই তুই,,, (তালেব)
_এই তো এক জায়গা এসেছি,,, কেন,,, কি হইছে,,,, (আমি)
_সাকিব এক্সিডেন্ট করেছে,,,
_কি বলিস,,,
_কই,,,, এখন সে,,,
_হাসপাতালে,,,
_আচ্ছা,,, আমি আসতেছি,,,,
ফোন কেটে দিলাম আর রিমাকে বললাম,,,,
_খুব সমস্যা,,,, তাই আমায় জরুরী যেতে হবে,,, (আমি)
বলেই দিলাম এক দৌড়,,,, এসে তরিঘরি করে গাড়িতে চড়লাম,,, হাসপাতাল চলে গেলাম,,,, গিয়ে দেখলাম,,, তালেব,,, কবির,,, আর জাহিদ সাকিবের সাথে,,,, আমি বললাম,,,
_তালেব,,, সাকিব কি এখন সুস্থ্য,,, (আমি)
_হুম,,, সুস্থ্য,,, (তালেব)
_গুরুত্বর আঘাত পেয়েছে নাকি,,,
_না,,,
সাকিবের সাথে কথা বলতে লাগলাম,,,
_কি রে,,, কি করে হলো এসব,,, (আমি)
_আর বলিস না,,, রাস্তা দিয়ে হাটতেছিলাম,,, হঠাৎই কোথা থেকে একটা গাড়ি এসে দিলো ধাক্কা,,, আর আমি এখানে,,, (সাকিব)
_আচ্ছা,,,, এখন কেমন লাগছে,,,,
_ভালোই,,,
_আচ্ছা,,, আমার একটা কাজ আছে,,, আমি আসি,,,
_আচ্ছা,,,, যা,,,
তালেব,,, জাহিদ আর কবিরকে সাকিবের কাছে রেখে আবার রিমার কাছে গেলাম,,, গিয়ে দেখি রিমা নেই চলে গেছে,,,, তো কি আর করার আবার সাকিবের কাছে গেলাম,,,, সাকিবকে রিলিজ দিলো হাসপাতাল থেকে,,, সাকিব এখন সুস্থ্য,,,
প্রায় ৩ দিন পর,,, রিমা আমায় ফোন দিলো,,,,
_হ্যালো,,,, (আমি)
_তুমি আমার সাথে দেখা করতে পারবে,,, (রিমা)
_কোথায়,,,,
_সেদিনের সেই জায়গায়,,,
_আচ্ছা,,,, দেখা হবে,,,
_হুম,,, মনে যেন থাকে,,,
বলেই ফোন কেটে দিলো,,,
পরের দিন চলে গেলাম সেই খোলা মাঠে,,,, গিয়ে দেখি রিমা একা বসে আছে,,,,
_কখন এসেছো,,, (আমি)
_এই তো,,, মাত্র আসলাম,,, (রিমা)
_আচ্ছা,,, কি যেন বলতে চেয়েছিলে,,,,
_আমি তোমাকে ভালোবাসি,,,,
_আচ্ছা,,, ভালোবাসা কি,,,,
_আমি কিছু জানি না,,,,
_শুনো,,, প্রথম দেখায় ভালো লেগেছে ঠিক আছে,,,কিন্তু ভালো বাসা আর ভালো লাগা কিন্তু এক নয়,,,,
_হুম,,, জানি ,,,, কিন্তু আমি তোমায় ভালোবাসি,,,,,,
_আচ্ছা,,, ভেবে দেখি,,, আর তুমি আমার সম্পর্কে তো কিছুই জানো না,,,
_তোমার সম্পর্কে আমি সব শুনেছি আমার মামাতো ভাইয়ের কাছে থেকে,,,
_আচ্ছা,,,
বলেই উঠে গেলাম,,, তারপর ৩-৪ দিন রিমাকে কোনো দেখা দিলাম না,,, আসলে ধিরে ধিরে আমিও রিমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি,,,, তো রিমা এই কয়দিন আমায় খুজেছে,,, কিন্তু পায় নি,,, তো আমি দেখা রিমাকে ফোন দিলাম,,,,
_হ্যালো,,,, (রিমা)
_তুমি কালকে আমার সাথে দেখা করতে পারবে,,,, (আমি)
_হুম,,, কোথায়,,,,
_সেদিনের জায়গায়,,,
_আচ্ছা,,,,
তারপরের দিন রিমা আমার সাথে দেখা করতে আসল,,,, যেদিন প্রথম দেখেছিলাম রিমাকে যেরকম সুন্দর আজ কেন জানি না,,, তাকে আরও সুন্দর লাগছে,,,,, তো আমি রিমাকে বললাম,,,,
_আমি তোমার সেদিনের কথাটা ভেবে দেখলাম,,, (আমি)
_হুম,,, কি ভাবলে,,, (রিমা)
_আই,,, লাভ,,, ইউ,,, টু,,,,
_সত্যি,,,,
_হুম,,,,
বলেই জড়িয়ে ধরলাম রিমাকে,,,, শুরু হলো আমাদের প্রেম যাত্রা,,,, নতুন জিবন,,, যে জিবনের তুলনা হয় না ,,,,

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত