স্মৃতি
সময় চলে যায়
আর কথা রয়ে যায়
হৃদপিন্ডের পাতায় পাতায়
দিন–রাত্রির স্বপ্ন মেলায়।।
ভুলে যেতে চাইলেও
ভুলা যায় না এমন কিছু স্মৃতি
আপন হৃদপিন্ডের আয়নায় যেন
অন্ধ রীতি।।
সুরের পাখি যেমন দূরে গেলেও
তার রেশ ফুরায় না,
তেমনি আবদুস সাত্তার ভাই এর বিদায় বেলার স্মৃতি
ভুলে যেতে চাইলেও
তারে ভোলা যায় না।।
গল্পের বিষয়:
জীবনের গল্প 