নারী

নারী

নারী তুমি তেলা পোকা কে ভয় পাও !! 🕷
অথচ” মা হতে গিয়ে দুনিয়াতে সব চেয়ে বেশী,,
কষ্টই চুপ করে সহ্য করে নাও !!🤰😥
প্রেশারের ঔষধ খেতে মনে থাকে না !!💊😔
অথচ সন্তান এর অসুখ হলে ঠিকই সময় মত,,
প্রতিবেলার ঔষধ খাইয়ে দাও !!💓🙂
বৃদ্ধাশ্রমে যাও,,
কিন্তু সন্তানের জন্যে দোয়া করতে ভুল হয় না তোমার !!👨‍👩‍👧‍👦👐
বিয়ের আগে কেউ একটা কটু কথা বললে তোমার কাছে রেহাই, পেতো না🤐🤐আর বিয়ের পর কত কথা চুপচাপ সহ্য করে থাকো !!😔💓
ছোট বেলা থেকে পছন্দের কিছু না পেলে,,
কত রাগ আর অভিমান করতে !!😠😤
আর সেই তুমি চুপচাপ তোমার পছন্দের পুরুষকে,,
বিসর্জন দাও শুধুমাত্র পরিবারের হাসির কথা ভেবে !! 🙁💘
যখন দেখতে পাশের কেউ ছোট্ট বাচ্চাদের মল মূত্র পরিষ্কার,, করে তখন বলতে আমার বাচ্চা দরকার নেই,ছি ছি !!🙅😏
পারবো না এগুলা করতে !! 🕊😣
আর সেই তুমি সন্তানের প্রস্রাব করা সেই ভিজে যায়গায় চুপচাপ শুয়ে থাকো !!🤰💘
নারী তুমি পারো ও বটে। তোমার চাওয়ার সাথে পাওয়া গুলো বড্ড বেমানান গো !!💔
চাইলেও পাও না।আবার না চাইতে অনেক কিছু পাও !!💔💕
তোমার ভালোবাসায় পাগল হয়ে !!😵
অনেকে নিজেকে উৎসর্গ করে দেয় !!👳
তোমায় না পেয়ে পাগলা গারদেও আছে অনেকে !!🤕🤡
বিশ্বাস না হলে পাবনায় একদিন ঘুরে এসো !!😥😌
তুমি চোখের জল না ফেলে আসতে পারবে না !!🤗😶
মাঝে মাঝে নিজের আবেগের একটুও দাম পাও না !! 🙄💔
কত ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি তুচ্ছ থাকো !!😢😭
নারী তুমি সত্যিই সুন্দর গো !!👸🧚
তার সমান্তরালে তুমি আবার অবহেলিত !!🧕😶
নারী তোমাকে বুঝার কিছু নাই গো !! 🤰🧛
যে টুকু আছে সব টুকুই ভালোবাসা 🌹💞

গল্পের বিষয়:
জীবনের গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত