একদা এক ব্যাক্তি সুখি ছিলনা তার টাকা পয়সা না থাকায় সে এক ব্যাক্তির কাছে গেল তখন সেই সন্নাসীর তাকে এক সমুদ্রের পাড়ে নীয়ে গেল এবং তাকে দেখালো যে এখানে অনেক ছোট বড়ো নুড়ি আছে এর মধে্য যেটা গরম অনুভব হবে সেটা যেকোনো জিনিসকে সোনায় রূপান্তরীত করে এই বলে সন্নাসী চলে গেল এবার সে তার কাজ শুরু করলো সে একটা করে নুড়ি হাতেনীত অনুভব করত এবং সমুদ্রের জলে ছুড়ে ফেলে দীত যাতে সেটা আবার তার হাতে না আসে এভাবে সে 1মাস 2মাস 3মাস এবং একবার ও অতিক্রম করলো কিন্তু একবার সেই গরমনুড়ী তার হাতে এল কিন্তু সে সেটাকে হাতে নিল এবং সমুদ্রে ফেলে দিল এবং তার পরমুহূতে বুঝতে পারল যে সে কী ভুল করেছে কারণ সে প্রথম প্রথম যে নুড়ী অনুভব করছিল তা সে পরমুহূতে করেণী এবং নুড়ীগুলী নিয়ে জলে ফেলে দেওয়া তার একটা অভ্যাসে দাড়িয়ে গিয়েছিল মানুষের জীবনে ঠীক এরকমই দিনগুলি অতিবাহীত হয় কিন্তু দিনটি যখন পার হয়ে যায় তখন অামরা চিন্তিত হয়ে পরি
গল্পের বিষয়:
জীবনের গল্প