হ-য-ব-র-ল

হ-য-ব-র-ল

চোখে জল তারই সাজে যার জলগুলো মুছে দেওয়ার কেউ আছে। মন খারাপ তাকেই মানায় যার মন ভালো করার জন্য কেউ উদ্ধীগ্ন হয়ে যায়। রাগ করা তারই সোভা পায় যার রাগ ভাঙ্গানোর জন্য অন্যরা অস্থির হয়ে যায়।
অভিমানী মুখে তাকেই সুন্দর লাগে যার মুখে হাসি ফোটানোর জন্য অন্যরা ব্যস্ত।
চাওয়া পাওয়া থাকা অইখানে মানায় যেখানে তা পূরণ হয়।
আশা আকাঙ্ক্ষা ইচ্ছা গুলো ওইখানেই প্রকাশ করা যেখানে এগুলো বাস্তবায়ন করার অনুপ্রেরণা থাকে।

আচ্ছা তোমার কেউ আছে এমন?? না,,,,। তাহলে শুধু শুধু কেন তুমি মন খারাপ কর? কষ্ট পাও? তুমি এত বোকা????কেন?????
যেখানে তোমার কোনো কিছুতেই কারও কিছু যায় আসে না সেখানে কেন তুমি মন খারাপ করো??
হাহাহাহা,,,,,তুমি এত বোকা।

হুম আসবে আমার দলে।তাহলে আর মন খারপ বলে কিচ্ছু থাকবে তোমার।

তুমি তখনই ভালো থাকবে যখন চোখের জল গুলো আটকে রেখে,অভিমান গুলো জমিয়ে রেখে ,কষ্ট গুলোকে চেপে রেখে হাসি মুখটা প্রকাশ করবে।
তুমি তখনই ভালো থাকবে যখন তোমার চাওয়া পাওয়া ,ইচ্ছাগুলোকে ভাসিয়ে দিয়ে সবার সাথে মানিয়ে চলবে।
তুমি তখনই ভাল থাকবে আবেগ অনুভূতি গুলোকে মনের এককোণএ তালা দিতে পারবে।

আসলে তোমার মতো মানুষদের মন থাকতে নেই।আবেগ অনুভূতি থাকতে নেই,,,কারন তোমার তো এমন কেউ নেই।
কিন্তু তোমার যেজন আছে তিনি একাই সব।তিনি তোমার সব।তিনিই শান্তনা,অনুপ্রেরণা,ইচ্ছা পূরনকারী,বন্ধু, ভালবাসা ।তিনিই তোমার সৃষ্টিকর্তা”আল্লাহ “।
আচ্ছা এখন কি তোমার মন খারাপ???এমন একজন তোমার আছে জেনেও?? অবশ্যই না।

তাহলে আস চখের জল মুছে তোমার আল্লাহকে ডাক,,,, তোমার সব ইচ্ছাগুলো, চাওয়া পাওয়া গুলো তার কাছেই বল।

বাহ আবার তোমার মন খারাপ তোমার সব ইচ্ছা গুলা পূরন হচ্ছে না বলে??

এবার তুমি সপ্ন দেখ জান্নাতের,,,তোমার সব ইচ্ছা, চাওয়াগুল উঠিয়ে রাখ জান্নাতের জন্য।

আর তুমি আজ থেকে সংগ্রাম শুরু কর তোমার সেই স্বপ্ন পুরনের জন্য।আর অপেক্ষা কর মৃত্যুর জন্য।সত্যি বলছি তুমি সবার শত আঘাতেও অনেক অনেক ভাল থাকবে।

গল্পের বিষয়:
জীবনের গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত