কিছু স্মৃতি

কিছু স্মৃতি

সকাল ৭:৩০….(আধো ঘুম আধো জাগরণ)

আম্মু::ওঠো তাড়াতাড়ি..প্রাইভেটে যাবা না?(রেগে)
আমি::যাবো(ঘুম জড়ানো কন্ঠে)
৫ মিনিট পর…
আম্মু::এখনও ওঠো নাই..!!তাড়াতাড়ি উঠতে বললাম না??এতক্ষণ ঘুমায় কোন বান্দা??সারারাত মনে হয় পড়তে পড়তে হুস পাওনা যে এতক্ষণ শুয়ে থাকতে হবে!(((চিল্লাছে))
আমি::আহা..আন্টি এত চিল্লাও ক্যান?!!আর রাতে কি তুমি পড় তাইলে!!আর আমি তো ফজরের আযানের সময় উঠিই..তাইতো…
আম্মু::চুপ…আর আমি তোর আন্টি হই??!!
আমি::তো কি আম্মু হও..!!তুমি আন্টিই হও।আন্টি না হইলে এমন সকাল সকাল উঠাইতা না..
(((না…এবার উঠতেই হবে।আন্টি..থুরি মাদার রেগে গেছে)))

সকাল সকাল প্রতিদিন উঠে ব্যাগ বস্তা নিয়া প্রাইভেটে…….

ভাবছিলাম..যাক এবার একটু শান্তিতে থাকা যাবে।কেউ বকবে না…কিন্তু…ভাগ্যে না থাকলে যা হয়..!.সকাল সকাল ফ্রেন্ডদের দেইখা দিল খুশ হইয়া গেল।
আমি:::দোস্ত..চকলেট খাবো…ডেইরি মিল্ক।
জুবি::কুত্তী..রোজার মাস ভুইলা গেছস!।আর তুই রোজা রাখস নাই..!???
আমি::আরে..রাগ করস ক্যান..আমি তো চকলেটই চাইছি…
জুবি::হারামি…রোজা রাখছস??
আমি::না মানে.ইয়ে মানে হ মানে না….
জুবি::এত্তগুলার মাঝে কোনটা বুঝমু??
(((চকলেটের কথা কইয়া ফাইসৈ গেছি)))
আমি::না.রাখি নাই..আসলে হইছে কি..
জুবি::শয়তান..তোরে আর কিছি কওয়া লাগব না..গরু..।
আমি::ওওওওইইই..তুই আমার সিচুয়েশন না জাইনা গরু কস..!!আরে..সেহেরীর সময় কেউ ডাকে না…আর অ্যালার্ম দিলেও শুনি না..।
জুবি::তা শুনবি ক্যান..!!!ভালো..তোরে কেউ কয় না রোজা রাখার কথা..??
আমি::ইয়ে মানে….সবাই কয়..আমি নাকি এখনও ছোট মানুষ..তাই রোজা রাখা লাগব না।বড় হইয়া নাকি করমু…
জুবি::হ তুমি তো ফিডার খাও।ছোট মানুষ..!!!আর আমদের তো বাচ্চাকাচ্চা হইয়া গেছে….আমরা তো বড় হইয়ৈ গেছি অনেক….আর তুমি এখনও ছোটই আছো…..!!!যা..তোর সাথে আর কথা কমু না।
আমি::বিশ্বাস কর..আমারও শখ হয় .কিন্তু কেউ না ডাকলে কি করমু..!!!!আমারও শখ হয় দোস্ত….আচ্ছা…আমি ১০০%ট্রাই করমু …..

সকাল সকাল এত ঝারি খাইয়া পেট ভইয়া গেছে।আরে ভাই…আমারে সেহেরীতে না ডাকলে আমি কি করমু……আচ্ছা..ওইসব বাদ দিয়া পড়া শেষ করে বাইরে এসে দাঁড়ালাম!!!আজ মনে হয় দিনটাই আমার বিরুদ্ধে যাওয়ার জন্য খাড়াই আছে……।

স্যার পড়ার মাঝে আমাকে জিজ্ঞাস করছিল…মানুষ কখন অসহায় বোধ করে…??
আমাস মুখ ফইসকা বের হয়ে গেছিলো….খাইতে না পারলে..।স্যার শুনছিল না…ওই হারামিটা বলে দিছে…স্যার তো সেইরকম কইরা রাগ করছে….!!

পড়া শেষ করে বাইরে সবান গল্প করতাছি।মিলির বাচ্চা মিলি আমার একটা গোপন খবর ফাঁস কইরা দিছে।এখন যে কি করমু!!!!!কাল যে কোনদিক দিয়া যামু!!!!!

একটা ফ্রেন্ড..মিস জেব্রা ….ওর সাথে কথা বলতে গিয়ে অনেক কথা মনে পড়ে গেলো।ছাদিকার ব্যাপারটা নিয়া অনেক কথা হইল।ফুরফুরা মনটা আবার একটু দমে গেলো।সত্যি….আপন মানুষেরই ভেতরটা বোঝা যায়না।
একদিন আন্টি…থুরি আম্মু রান্না করছিল..
আমি গিয়া বললাম::আন্টি..কি করো??
আম্মু::দেখছিস না??
ওমনি আব্বু শুনছে আন্টি করে বলছি যে…
তখন হায়রে কি ঝারি..!!!! তাড়াতাড়ি চইলা, আসলাম।

দোস্তরা যে কি..!!যা ভালো লাগেনা..তাই করবে..।নাইলে মনে হয় ওগো পেটের ভাত হজম হয়না।থুক্কু…ওরা তো আবার ভাত খায়না..খায় রাইস।আসলে লন্ডনী মাইনষের পোলা পুরি তো…ওগো তো অসম্মান থুরি..সম্মান দিয়া কথা কইতে হয়।

একদিন স্কুল ছুটি হইব হইব এর একটু আগে…….জুবি পন্ডিত আর কলাকিয়া চোপড়্র ব্যাগদুইটা ইচ্ছামতো বাধছি।একটু পরই ঘন্টা…ছুটির।দুজন দুইদিক দিয়া ব্যাগ টানে..।হায় হায়…খোলে না তো।!!!
আমি তো সাধুর মতো দাঁড়াই আছি…আর বলতাছি…”আরে তোগো থুইয়া ব্যাগ কেডায় বাঁধল””!!
কিন্তু কইয়াই বিপদে পরলাম..বুঝে গেলো যে এটা আমিই করছি….।
কিন্তু ব্যাগ নিয়া টানাটনি করতে গিয়া আমারে কিছু করার চান্স পায় নাই।পাক্কা বিশ মিনিট পর ছাড়া পেলো ব্যাগদুইটা।তবে কলার দাঁতের অবস্থা খারাপ হইয়া গেছলো..।আরে…দাঁত দিয়াই তো টানে খুলছে!!

রাজরানী………………
সুখের প্রাসাদে সুখের আঙিনায় সুখের গোলাপ।।।।

গল্পের বিষয়:
জীবনের গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত