আমি,সিফাত,ইমন,আসিফ সবাই এক ক্লাসেই পড়তাম।আমাদের মধ্যে খুব সম্পর্ক ছিল।
সুখ-দুখে একে অন্যের পাশে দাড়াতাম সব সময়।কিন্তু আমাদের থেকে আসিফ চলে গেল গ্রামে।
আসিফ আবাব এখানে এসেছিল।কিন্তু আমরা জানতাম না।অনেক দিনপর জানলাম আসিফ আসছে।
আসিফ নাকি কোন স্কুলেও ভর্তি হয়নি।ওকে ছাড়া চলে গেল একটি বছর।
একবছর শেষ হওয়ার কিছু দিন আগে শুনেছিলাম, ও কোথায় যেন কাজ করে।
আর পড়ালেখা করে না।তার সাথে আর জানতে পারলাম ও নেশাগ্রস্থ।
আসিফ যে এত খারাপ হবে আমরা জানতাম না।
ভালো কথা,পরের বছর সব বন্ধুকে ছেড়ে আমিও চলে গেলাম অন্য স্কুলে। আমার আগের বন্ধুরা অনেকে বলেছিল, “তুই যেতে পারবি আমাদের ছেড়ে”?
আমার কিছু বলার ছিল না।
আমি শুধু বলতাম,”আমার আম্মু আর এই স্কুলে পড়াবে না”।
এটা ছাড়া আমি আর কিছুই বলতে পারতাম না।
তো চলেই গেলাম অন্য স্কুলে।
প্রথমদিন যখন গেলাম তখন গিয়েছিলাম কান্না করে।
এমন কান্ন করেই এক সপ্তাহ স্কুলে গেলাম।
এক এক করে বন্ধু হতে লাগল।
কিন্তু আমার তো ওদের ছাড়া ভালো লাগতো না।
এভাবেই ১ম সেমিস্টার পরীক্ষা হলো তাতে ২য় হলাম।
২য় হয়ে সব বন্ধুকে জানালাম।ওরাও খুশি হলো।
আবারা ২য় সেমিস্টার শেষ হলো সেখানেও ভালো রেজাল্ট করলাম।
এমন করে বার্ষিক পরীক্ষা শেষ।তাতে ১ম হয়ে আমি উত্তীর্ণ হলাম।
পরের বছর আমার আগের সব বন্ধু সেই স্কুলে ভর্তি হলো।
এভাবেই আমার মিলন হলো।।।